কুমিল্লা শহরতলির শাসনগাছায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা গতকাল রোববার গভীর রাতে ঝটিকা মিছিল করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিরা সবাই আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতা-কর্মী।

গ্রেপ্তার আটজনকে সোমবার বিকেলে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

মাহিনুল ইসলাম। এর আগে রোববার রাত দেড়টার দিকে হঠাৎ শাসনগাছা এলাকায় নেতা-কর্মীরা মিছিল বের করেন বলে জানিয়েছে পুলিশ। পরে খবর পেয়ে রাতভর নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা শহরতলির চানপুর ইউনুস মেম্বারের বাড়ি এলাকার মো. আরিফ, নগরের মোগলটুলী এলাকার আবদুল হান্নান, ছোটরা এলাকার এ কে এম মনিরুজ্জামান ভূঁইয়া, কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের রাইচৌ এলাকার মো. কবির হোসেন, একই উপজেলার আমড়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তফা, জেলার বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের বাসিন্দা ও বর্তমানে শহরতলির ধর্মপুর এলাকার ভাড়ায় থাকা মিজানুর রহমানের ছেলে আরিফুল ইসলাম, জেলার বুড়িচং উপজেলার বানতি গ্রামের জাহিদুল হাসান এবং দেবীদ্বার উপজেলার চাপানগর এলাকার পিয়াল চন্দ্র সাহা।

ওসি মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ, যুবলীগসহ নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত কিছু লোক রোববার রাতে হঠাৎ শাসনগাছা এলাকায় ঝটিকা মিছিল বের করেন। ঝটিকা মিছিলের পরপরই আওয়ামী লীগের নেতা-কর্মীরা মোটরসাইকেলে করে চারদিকে পালিয়ে যান। খবর পেয়ে নগরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি মিছিলকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার হওয়া আটজনের মধ্যে তিনজনের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। সোমবার বিকেলে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলাসহ বিভিন্ন মামলায় তাঁদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল র এল ক য় এল ক র আওয় ম

এছাড়াও পড়ুন:

সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ

সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ ও আশাশুনি) সংসদীয় আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মনোনয়নবঞ্চিত দলটির অপর কেন্দ্রীয় কমিটির সদস্য ও ড্যাব নেতা ডা. শহিদুল আলমের সমর্থকরা। 

সোমবার (৩ নভেম্বর) রাতে জেলার কালিগঞ্জ উপজেলার নলতার হাসপাতাল মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা। মিছিলটি সানি মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আরো পড়ুন:

মনোনয়ন না পেয়ে হাজী ইয়াছিনের সমর্থকদের মহাসড়কে বিক্ষোভ

ইবিতে কুরআন ও হিজাববিরোধী মন্তব্যের প্রতিবাদ শিক্ষার্থীদের

সমাবেশে বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, বিএনপি কর্মী এসএম হাফিজুর রহমান বাবু।

বক্তারা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। অন্যথায় বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। 

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ