আড়াইহাজারে এবার শিক্ষার্থীদের তোপের মুখে ওসি, থানা ঘেরাও
Published: 21st, April 2025 GMT
ঘুষের ভিডিও ভাইরাল হওয়ার পর এবার শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে আড়াইহাজার থানার ভাইরাল ওসি এনায়েত হোসেন। সোমবার সকাল ১১টায় আড়াইহাজার থানার সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, কোন মামলা ছাড়াই গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও কলেজ ছাত্র সাগার হাসানকে থানা পুলিশ রবিবার রাতে গ্রেপ্তার করে। সে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ওই ইউনিয়নের কল্যান্দী মালেয়শিয়ান প্রবাসী কবির হাসানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ একটি টীম কল্যান্দী এলাকা থেকেন সাগর হাসানকে আটক করে থানায় নিয়ে আসে। সকাল হতেই ওই এলাকায় সাগরের আটকের খবর ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ মিছিল সহকারে থানা প্রাঙ্গনে জড়ো হ থানা হয়ে অবরোধ করে রাখে।
এলাকাবাসীর সাথে সরকারি সফর আলী কলেজের সাগরের সহপাঠীরা যোগ দেয়। শিক্ষার্থীরা সাগরের মুত্তির দাবীতে স্লোগান দিতে থাকে। পুলিশ নিরাপত্তার চিন্তা করে থানার কেচি গেইট বন্ধ করে দেয়। পরে থানার ওসি কেচিগেইটের ভিতর থেকে অবরোধকারীদের সাথে কথা বলার চেষ্টা করে।
কয়েকজন নারী পুরুষ এসময় ওসি এনায়েত হোসেকে সাগরকে গ্রেপ্তারের কারণ জানতে চান। তার বিরুদ্ধে থানায় কোন মামলা আছে কিনা জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি থানার ওসি। এ পযায়ে অবরোধকারীদের তোপের মুখে পড়ে ওসি থানার ভিতরে চলে যান।
ওসি সাথে সাধারণ শিক্ষার্থীদের তর্কবিতর্কের আরো একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতাকে হস্তক্ষেপে অবরোধকারী থানা চলে যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার ১৮ এপ্রিল আড়াইহাজার থানার এনায়েত হোসেনের ্ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনার ৪ দিন পর ওসি বহাল তবিয়তে থাকায় জনমনে চাপাক্ষোভ বিরাজ করছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, গ্রেপ্তারকৃত সাগরের নামে একটি ওয়ারেন্ট রয়েছে। তাকে ওই মামলায় চালান দেওয়া হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অবর ধ
এছাড়াও পড়ুন:
জাপানের রাস্তায় রাস্তায় ‘হিটেড বেঞ্চ’
জাপানের টোকিও, সাপোরো এবং ওসাকার মতো বড় বড় শহরগুলোর রাস্তায় হিটেড বেঞ্চ বসানো হয়েছে। তীব্র শীতের রাতে গৃহহীন মানুষদের উষ্ণতা এবং স্বস্তি দেওয়াই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।এই বেঞ্চগুলো সৌরশক্তি চালিত হয়ে থাকে।
হিটেড বেঞ্জগুলো দিনের বেলায় সূর্যের আলো থেকে তাপ সংগ্রহ করে বিশেষ "ফেজ-চেঞ্জ মেটেরিয়াল" ব্যবহার করে তা সংরক্ষণ করে। এরপর সংরক্ষিত তাপ রাতে ধীরে ধীরে নির্গত হয় এবং প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত উষ্ণতা সরবরাহ করতে পারে। এটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী।
আরো পড়ুন:
কারা বেশি কাঁদেন?
যেসব কারণে মানুষ স্বর্ণ জমায়
হিটেড বেঞ্চের জন্য কোনো অতিরিক্ত জ্বালানী বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই মানবিক উদ্যোগটি জাপান সরকারের একটি সহানুভূতিশীল পদক্ষেপ, যা নগর পরিকল্পনায় উদ্ভাবন এবং সামাজিক কল্যাণের এক চমৎকার উদাহরণ বলছেন দেশটির নাগরিকেরা।
ঢাকা/লিপি