ঘুষের ভিডিও ভাইরাল হওয়ার পর এবার শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে আড়াইহাজার থানার ভাইরাল ওসি এনায়েত হোসেন। সোমবার সকাল ১১টায় আড়াইহাজার থানার সামনে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, কোন মামলা ছাড়াই গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও কলেজ ছাত্র সাগার হাসানকে থানা পুলিশ  রবিবার রাতে  গ্রেপ্তার করে। সে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ওই ইউনিয়নের কল্যান্দী মালেয়শিয়ান প্রবাসী কবির হাসানের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ একটি টীম কল্যান্দী এলাকা থেকেন সাগর হাসানকে আটক করে থানায় নিয়ে আসে। সকাল হতেই ওই এলাকায় সাগরের আটকের খবর ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ মিছিল সহকারে থানা প্রাঙ্গনে জড়ো হ থানা হয়ে অবরোধ করে রাখে। 

এলাকাবাসীর সাথে সরকারি সফর আলী কলেজের সাগরের সহপাঠীরা যোগ দেয়। শিক্ষার্থীরা সাগরের মুত্তির দাবীতে স্লোগান দিতে থাকে। পুলিশ নিরাপত্তার চিন্তা করে থানার কেচি গেইট বন্ধ করে দেয়। পরে থানার ওসি কেচিগেইটের ভিতর থেকে অবরোধকারীদের সাথে কথা বলার চেষ্টা করে।

কয়েকজন নারী পুরুষ এসময় ওসি এনায়েত হোসেকে সাগরকে গ্রেপ্তারের কারণ জানতে চান। তার বিরুদ্ধে থানায় কোন মামলা আছে কিনা জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি থানার ওসি। এ পযায়ে অবরোধকারীদের তোপের মুখে পড়ে ওসি থানার ভিতরে চলে যান। 

ওসি সাথে সাধারণ শিক্ষার্থীদের তর্কবিতর্কের আরো একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতাকে হস্তক্ষেপে অবরোধকারী থানা চলে যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার ১৮ এপ্রিল আড়াইহাজার থানার এনায়েত হোসেনের ্ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনার ৪ দিন পর ওসি বহাল তবিয়তে থাকায় জনমনে চাপাক্ষোভ বিরাজ করছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, গ্রেপ্তারকৃত সাগরের নামে একটি ওয়ারেন্ট রয়েছে। তাকে ওই মামলায় চালান দেওয়া হয়েছে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অবর ধ

এছাড়াও পড়ুন:

দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দি‌লেন মেজর (অব.) আ

বিএনপির সা‌বেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলা‌দেশ জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রে‌ছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দ‌লের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ ক‌রার মধ‌্য দি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে তিনি জামায়া‌তে যোগ দেন। 

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। 

দল‌টি‌তে যোগ‌ দি‌য়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দি‌য়ে বরণ ক‌রেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএন‌পিতে থাকা অবস্থায় দলটির বিরু‌দ্ধে মন্তব‌্য করাসহ নানা ‌বিত‌র্কিত কর্মকা‌ণ্ডের জন‌্য তিনি আলোচিত হন।  

বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ