আড়াইহাজারে এবার শিক্ষার্থীদের তোপের মুখে ওসি, থানা ঘেরাও
Published: 21st, April 2025 GMT
ঘুষের ভিডিও ভাইরাল হওয়ার পর এবার শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছে আড়াইহাজার থানার ভাইরাল ওসি এনায়েত হোসেন। সোমবার সকাল ১১টায় আড়াইহাজার থানার সামনে এই ঘটনা ঘটে।
জানা গেছে, কোন মামলা ছাড়াই গভীর রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও কলেজ ছাত্র সাগার হাসানকে থানা পুলিশ রবিবার রাতে গ্রেপ্তার করে। সে মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ওই ইউনিয়নের কল্যান্দী মালেয়শিয়ান প্রবাসী কবির হাসানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ একটি টীম কল্যান্দী এলাকা থেকেন সাগর হাসানকে আটক করে থানায় নিয়ে আসে। সকাল হতেই ওই এলাকায় সাগরের আটকের খবর ছড়িয়ে পড়লে শত শত নারী পুরুষ মিছিল সহকারে থানা প্রাঙ্গনে জড়ো হ থানা হয়ে অবরোধ করে রাখে।
এলাকাবাসীর সাথে সরকারি সফর আলী কলেজের সাগরের সহপাঠীরা যোগ দেয়। শিক্ষার্থীরা সাগরের মুত্তির দাবীতে স্লোগান দিতে থাকে। পুলিশ নিরাপত্তার চিন্তা করে থানার কেচি গেইট বন্ধ করে দেয়। পরে থানার ওসি কেচিগেইটের ভিতর থেকে অবরোধকারীদের সাথে কথা বলার চেষ্টা করে।
কয়েকজন নারী পুরুষ এসময় ওসি এনায়েত হোসেকে সাগরকে গ্রেপ্তারের কারণ জানতে চান। তার বিরুদ্ধে থানায় কোন মামলা আছে কিনা জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি থানার ওসি। এ পযায়ে অবরোধকারীদের তোপের মুখে পড়ে ওসি থানার ভিতরে চলে যান।
ওসি সাথে সাধারণ শিক্ষার্থীদের তর্কবিতর্কের আরো একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। পরে স্থানীয় বিএনপির নেতাকে হস্তক্ষেপে অবরোধকারী থানা চলে যায়। পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার ১৮ এপ্রিল আড়াইহাজার থানার এনায়েত হোসেনের ্ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ঘটনার ৪ দিন পর ওসি বহাল তবিয়তে থাকায় জনমনে চাপাক্ষোভ বিরাজ করছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, গ্রেপ্তারকৃত সাগরের নামে একটি ওয়ারেন্ট রয়েছে। তাকে ওই মামলায় চালান দেওয়া হয়েছে। 
  
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অবর ধ
এছাড়াও পড়ুন:
‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি
অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।
গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।