মদিনা শহরকে কটাক্ষ করে কিশোরের পোস্ট, তারাগঞ্জে মহাসড়ক অবরোধ
Published: 22nd, April 2025 GMT
মুসলিমদের পবিত্র ভূমি মদিনা শহরকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক কিশোরের পোস্টকে কেন্দ্র করে রংপুরের তারাগঞ্জে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন উত্তেজিত জনতা।
মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় রংপুর-দিনাজপুর মহাসড়কের বামনদীঘি এলাকায় অবরোধ করে তাঁরা ওই কিশোরের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী এক কিশোর ফেসবুকে মদিনাকে কটাক্ষ করে একটি ভিডিও পোস্ট করে। পরে ভিডিওটির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ দুপুরে হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। এরপর বেলা সাড়ে তিনটার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের বামনদীঘি এলাকায় অবরোধ করে তাঁরা ওই কিশোরের গ্রেপ্তারের দাবি জানান। এতে মহাসড়কের দুই পাশে যানজট দেখা দেয়। পরে বিকেল পাঁচটার দিকে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারীদের দাবি, সকাল থেকে প্রশাসনকে বললেও ওই কিশোরকে গ্রেপ্তারে কোনো ভূমিকা রাখছে না। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
স্থানীয় ইকরচালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের পবিত্র মদিনাকে নিয়ে এক হিন্দু ছেলে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দিয়েছে। তার শাস্তির দাবিতে বামনদীঘি এলাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন হয়। খবর পেয়ে ইউপি সদস্যদের নিয়ে সেখানে গিয়ে উপস্থিত জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিই। এখন গাড়ি চলাচল করছে।’
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, ‘ঘটনাটি শোনার পর আমি ডিসি স্যারের সঙ্গে কথা বলেছি। ওই কিশোরকে গ্রেপ্তারের জন্য পুলিশকে বলেছি।’
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, সকালে হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়েছেন। ওই কিশোর বাড়িতে নেই। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই : ডিসি
‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অংশ হিসেবে ফতুল্লা ইউনিয়ন পরিষদের বর্জ্য ব্যবস্থাপনার ভ্যান হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সদর উপজেলার আয়োজনে আনুষ্ঠানিক ভাবে দুইটি বর্জ্য ব্যবস্থাপনার ভ্যান হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
ভ্যান হস্তান্তর শেষে জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের ‘গ্রীন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির একটি স্লোগান ছিল ‘নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্র্যাচের ড্যান্ডি হবে বিশ্বসেরা।’ আমরা যদি এই জেলাকে সেরা করতে চাই, তাহলে সব দিক থেকেই সেরা করতে হবে।
আমাদের পরিষ্কার-পরিচ্ছন্ন দিক থেকেও সেরা করতে হবে। পানির ব্যবস্থাপনাও ভালো করতে হবে। রাস্তার যানজট কমাতে হবে। আমরা যদি সত্যিই সব দিক থেকে সেরা করতে চাই, সেই কাজগুলো করতেই হবে। এরই একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে আপনারা দেখেছেন, আমরা দুটি ভ্যান দিয়ে শুরু করছি।
উপজেলা পরিষদের বাইরে যে ময়লাগুলো জমবে, সেগুলো এই ভ্যান দিয়ে নির্দিষ্ট জায়গায় নিয়ে রাখা হবে। এটি আমাদের একটি পরীক্ষামূলক পদক্ষেপ। আমরা দেখব এটি কতটুকু কার্যকরভাবে কাজ করে। সফল হলে পরে এই সংখ্যা আরও বাড়ানো হবে। পরবর্তীতে আমরা এটি সারাজেলা ব্যাপী সম্প্রসারিত করবো।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) বর্তমানে দেবযানী কর, ফতুল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সেলিম।
জেলা প্রশাসক আরও বলেন, আমরা সবাইকে নিয়ে এই শহরকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই। এই শহরের উপরে অনেক চাপ। এত ছোট শহর, কিন্তু এত বেশি জনবসতিপূর্ণ।
আমরা যদি এখনই এই শহরকে পরিচ্ছন্ন রাখার কার্যক্রম গ্রহণ না করতে পারি, যদি পানি ব্যবস্থাপনার উন্নয়ন না করি, যদি বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করি, তাহলে এই শহর বসবাসের অনুপযোগী হয়ে উঠবে।
সেই চিন্তাভাবনা থেকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় পরীক্ষামূলকভাবে আজ থেকেই সিটি কর্পোরেশনের বাইরের এলাকাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করা হচ্ছে।
তিনি বলেন, নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। এই কার্যক্রম শুধু পরিচ্ছন্নতাই নিশ্চিত করবে না, বরং পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত নগর গঠনে কার্যকর ভূমিকা রাখবে। এতে নাগরিকদের জীবনমান উন্নত হবে এবং নারায়ণগঞ্জ হবে একটি আদর্শ পরিচ্ছন্ন শহর।
ভ্যানগুলো সম্পর্কে সদর উপজেলা প্রকৌশলী মো. গোলাম সারোয়ার জানান, বর্জ্য পরিবহনের জন্য তৈরি এই ভ্যানগুলোতে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা সাধারণ লিকুইড ব্যাটারির তুলনায় অধিক টেকসই ও শক্তিশালী। প্রতিটি ব্যাটারির ওয়ারেন্টি তিন বছর, যেখানে লিকুইড ব্যাটারির ওয়ারেন্টি মাত্র ছয় মাস।