Samakal:
2025-09-18@03:04:43 GMT

বই খুঁজে পাচ্ছে না সই

Published: 22nd, April 2025 GMT

বই খুঁজে পাচ্ছে না সই

‘ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা’– প্রায় সাড়ে তিনশ বছর আগে কথাটি বলেছিলেন ফরাসি দার্শনিক র‍্যনে দেকার্ত। প্রযুক্তির দাপটে সময় বদলেছে, বদলেছে জীবনধারা। এখন সবই হাতের মুঠোয়, কিন্তু বইয়ের প্রতি আগ্রহ যেন কমেই চলেছে– বিশেষত তরুণদের মাঝে।
রাজবাড়ীর প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিরা মনে করেন, তরুণ প্রজন্মের বইবিমুখতার অন্যতম কারণ মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি। অথচ নিজেকে সমৃদ্ধ করার ক্ষেত্রে বইয়ের কোনো বিকল্প নেই।
একসময় বিকেল হলেই পাঠকের ভিড়ে মুখর থাকত শতবর্ষী রাজবাড়ী পাবলিক লাইব্রেরি। গত সোমবার সন্ধ্যায় এ লাইব্রেরিতে গিয়ে দেখা যায়, কয়েকজন পাঠক আছেন। সবাই পত্রিকা পড়ছেন। লাইব্রেরিয়ান বদিউল আলম বুলবুল জানান, এ লাইব্রেরির আজীবন সদস্য ১০৫ জন, সাধারণ সদস্য ১৩৫ জন। এমন একটা সময় ছিল যখন প্রতিদিন লাইব্রেরির সদস্যরা বই লেনদেন করত। ২০১৮ সালের পর থেকে তা আর হচ্ছে না। 
রাজবাড়ী সরকারি গণগ্রন্থাগারে গিয়ে দেখা যায় প্রায় ৪০ জন পাঠক। তারা মূলত পত্রিকা, একাডেমিক বই বা চাকরির জন্য সহায়ক বই পড়ছেন, তথ্য সংগ্রহ করে নোট নিচ্ছেন। মাত্র একজনকে দেখা গেল উপন্যাস পড়তে। 
গণগ্রন্থাগারের রিডিং হল অ্যাসিস্ট্যান্ট মো.

আসাদুজ্জামান জানান, এই গ্রন্থাগারে গল্প, উপন্যাস, কবিতা, জীবনী, রেফারেন্স, প্রবন্ধ ইত্যাদি সব ধরনের বই আছে। প্রতিদিন গড়ে একশ-দেড়শ পাঠক আসেন। বেশির ভাগই পত্রিকা পড়েন। চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন পাঠকের সংখ্যা বেশি। গল্প, উপন্যাস পড়তে খুব কম পাঠকই আসেন এখানে।
রাজবাড়ী সরকারি কলেজের লাইব্রেরিতে গিয়ে কথা হয় বুক শর্টার নুরুন্নাহারের সঙ্গে। জানালেন, তাদের লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ২১ হাজার ২৫৬। একাডেমিক বইয়ের সংখ্যাই বেশি। সাহিত্যের বই আছে দুই হাজারের মতো। প্রতিদিন গড়ে একশ ছাত্রছাত্রী আসে মূলত একাডেমিক বই পড়তে। গল্প-উপন্যাসের পাঠক শতকরা দুই-তিনজন হতে পারে। 
বই বেচাকেনা কমেছে ব্যবসা প্রতিষ্ঠানেও। রাজবাড়ী শহরের শামীম লাইব্রেরির স্বত্বাধিকারী সৈয়দ মোকাদ্দেস আলী সাগর বলেন, পাঁচ বছর ধরে গল্প-উপন্যাসের বেচাকেনা একবারেই কম। আগে যেমন স্কুল-কলেজের ছেলেমেয়েরা বই কিনত, এখন সেভাবে কেনে না। অনেকেই ইন্টারনেট থেকে বই সংগ্রহ করে নিচ্ছেন।
বই পড়া নিয়ে তরুণ প্রজন্মের ভাবনা কী– এমন প্রশ্নে রাজবাড়ী সরকারি কলেজের ছাত্রী নাবিলা রহমান বলে, পাঠ্যবইয়ের বাইরে অন্য বই খুব একটা পড়া হয় না। কিন্তু সে এটা বোঝে যে, নিজেকে সমৃদ্ধ করতে বই পড়া খুব জরুরি। 
বই চর্চা কেন জরুরি– এ প্রসঙ্গে রাজবাড়ী জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান বলেন, বইয়ের মাধ্যমে আমরা অতীত জানি, বর্তমান ধরে রাখি, সুদূরের পরিকল্পনা করি।
আরেক প্রবীণ ব্যক্তিত্ব দেবাহুতি চক্রবর্তীর মতে, মাদকাসক্তি ও মোবাইল ফোন আসক্তি তরুণদের বই থেকে দূরে ঠেলে দিচ্ছে। অথচ বই-ই সুকোমল বৃত্তি, মানবিকতা, যুক্তিবোধ ও বিজ্ঞানমনস্কতা বিকাশের প্রধানতম মাধ্যম।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: বই উপন য স বইয় র

এছাড়াও পড়ুন:

বড় জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু চ্যাম্পিয়ন পিএসজির

চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারী প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) শিরোপা রক্ষার অভিযানে নেমেই দেখাল নিজেদের শক্তি। বুধবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে পার্ক দেস প্রিন্সের জমকালো রাতের ম্যাচে আতালান্তাকে ৪-০ গোলে উড়িয়ে দিল লুইস এনরিকের শিষ্যরা।

মাঠে নেমে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই প্রথম গোল পায় পিএসজি। ব্র্যাডলি বারকোলার দারুণ পাস থেকে ফাবিয়ান রুইজ বল সাজিয়ে দেন মারকুইনহোসকে। পিএসজির অধিনায়ক নির্ভুল শটে দলকে এগিয়ে নেন ১-০ গোলে।

আরো পড়ুন:

জুভেন্টাস-বরুশিয়ার ৮ গোলের নাটকীয় ম্যাচে জয় পায়নি কেউ

এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের রোমাঞ্চকর জয়

এরপর আরও কয়েকটা গোল হতে পারত। কিন্তু একবার একেবারে সামনে থেকে শট উড়িয়ে ফেলেন নুনো মেন্ডেস। আরেকবার বারকোলার শট দুর্দান্ত সেভে রক্ষা করেন আতালান্তা গোলরক্ষক মার্কো কার্নেসেচ্চি।

তবুও প্রথমার্ধ শেষ হওয়ার আগে আক্রমণের ঝড় থামেনি। ৩৯ মিনিটে জর্জিয়ার উইঙ্গার খভিচা কাভারাটস্কেলিয়া ডান দিক থেকে ভেতরে ঢুকে অসাধারণ এক বাঁকানো শটে বল জড়িয়ে দেন জালে। স্কোরলাইন দাঁড়ায় ২-০।

বিরতিতে যাওয়ার আগে ব্যবধান আরও বাড়াতে পারত পিএসজি। ৪১ মিনিটে মারকুইনহোসকে ফাউল করে পেনাল্টি উপহার দেন আতালান্তার মার্কিন মিডফিল্ডার ইউনুস মুসাহ। তবে বারকোলার নেওয়া দুর্বল শট ঠেকিয়ে দেন আতালান্তার গোলরক্ষক কার্নেসেচ্চি। তাতে ২-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল।

বিরতির ছয় মিনিট পরই ব্যবধান বাড়ে। বারকোলার দারুণ থ্রু বল ধরে বাঁ দিক থেকে নুনো মেন্ডেস এগিয়ে গিয়ে কঠিন কোণ থেকেও ঠাণ্ডা মাথায় শট পাঠান জালে। স্কোর হয় ৩-০।

শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে আসে চতুর্থ গোল। আতালান্তার ক্লান্ত ডিফেন্ডারের ভুল পাস কুড়িয়ে নিয়ে পর্তুগিজ স্ট্রাইকার গনসালো রামোস নির্ভুল ফিনিশে শেষ করেন গোল উৎসব।

গেল মে মাসে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবার ইউরোপ সেরার মুকুট পরেছিল পিএসজি। সেই ধারাবাহিকতায় নতুন মৌসুমের শুরুতেও লিগে টানা চার ম্যাচ জিতে সবার ওপরে তারা। এবার ইউরোপের মাঠেও দেখাল নিজেদের ভয়ংকর রূপ। জানান দিলো এবারও তারা চ্যাম্পিয়ন হতে চায়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ