ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেত্রী তামান্না ভাটিয়া। শরীরি সৌন্দর্য কিংবা নাচের হিল্লোল— নানাভাবে দর্শকদের মুগ্ধ করেছেন। কখনো কাজের জন্য কখনো ব্যক্তিগত কারণে সমালোচিত হয়েছেন। কিছুদিন আগে বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্ক ভাঙার পর তাকে নিয়ে আলোচনা কম হয়নি।

ট্রল কিংবা সমালোচনা কীভাবে গ্রহণ করেন তামান্না ভাটিয়া? ফিল্মফেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রশ্নের জবাব দিয়েছেন ‘বাহুবলি’ তারকা।  

তামান্না ভাটিয়া বলেন, “কোনটা গঠনমূলক সমালোচনা, তা আমি এই জার্নি থেকে শিখেছি। কারণ এটা সবসময়ই থাকে। এমনকি কিছু মতামতও নিশ্চিতভাবে গ্রহণ করি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন নয়। আমি বলতে পারি, এটা ট্রল নাকি উপকারী কিছু। এটি পছন্দ হোক আর না হোক, এক চিমটি লবণ মাখিয়ে তা গ্রহণ করি।”

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওডেলা টু’। গত ১৭ এপ্রিল মুক্তি পেয়েছে অশোক তেজা নির্মিত এই সিনেমা। মুক্তির পর দর্শক-সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। টাইমস অব ইন্ডিয়া পাঁচে আড়াই রেটিং দিয়েছে।

গত বছর বক্স অফিস কাঁপানো অন্যতম বলিউড সিনেমা ‘স্ত্রী টু’। বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ৮৫৭ কোটি রুপির বেশি। বক্স অফিস ছাড়াও এ সিনেমার ‘আজ কি রাত’ শিরোনামের আইটেম গান দর্শক হৃদয়ে ঝড় তুলেছিল। এতে পারফর্ম করেন তামান্না ভাটিয়া। তার সঙ্গী ছিলেন পঙ্কজ ত্রিপাঠি ও রাজকুমার রাও। ইউটিউবে মুক্তির পর বৈশ্বিকভাবে ট্রেন্ডিংয়ের দ্বিতীয় অবস্থানে ছিল। এ গানে ‘মিল্কি বিউটি’ তামান্নার নাচে বুঁদ হয়েছিলেন তার ভক্ত-অনুরাগীরা। মুক্তির পর এতদিন কেটে গেলেও এখনো দর্শকদের মোহ কাটেনি।

এরই মধ্যে ‘রেইড টু’ সিনেমার ‘নাশা’ শিরোনামের আইটেম গানে কোমর দুলিয়েছেন তামান্না। কিছু দিন আগে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তির পর সাড়া ফেলে। এ গানে পারফর্ম করেও প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেত্রী। অজয় দেবগনকে নিয়ে পরিচালক রাজ কুমার গুপ্তা নির্মাণ করছেন ‘রেইড টু’। সবকিছু ঠিক থাকলে ১ মে মুক্তি পাবে সিনেমাটি।

বর্তমানে তামান্নার হাতে হিন্দি ভাষার তিনটি সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো— রেঞ্জার, নো এন্ট্রি ম্যায়নে এন্ট্রি। তাছাড়া রাকেশ মারিয়ার বায়োপিকে অভিনয় করছেন এই অভিনেত্রী।

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ম ক ত র পর

এছাড়াও পড়ুন:

দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দি‌লেন মেজর (অব.) আ

বিএনপির সা‌বেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলা‌দেশ জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রে‌ছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দ‌লের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ ক‌রার মধ‌্য দি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে তিনি জামায়া‌তে যোগ দেন। 

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। 

দল‌টি‌তে যোগ‌ দি‌য়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দি‌য়ে বরণ ক‌রেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএন‌পিতে থাকা অবস্থায় দলটির বিরু‌দ্ধে মন্তব‌্য করাসহ নানা ‌বিত‌র্কিত কর্মকা‌ণ্ডের জন‌্য তিনি আলোচিত হন।  

বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ