কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস পাচ্ছেন তিন তরুণ
Published: 24th, April 2025 GMT
‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্র্যাজুয়েট থিসিস’ (২০২৩-২৪) পাচ্ছেন তিনজন মেধাবী ও তরুণ ভবিষ্যৎ স্থপতি। ২৬ এপ্রিল বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের শীর্ষস্থানীয় ইস্পাত শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম ও আইএবির যৌথ উদ্যোগে এ পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকেরা জানান, ষষ্ঠবারের মতো এ পুরস্কার দেওয়া হচ্ছে। এবার দেশের ১৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৪টি থিসিস প্রকল্প জমা পড়ে। এগুলো থেকে বিজয়ী তিনটি থিসিস প্রকল্পকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকার চেক। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে ৭৫ হাজার ও ৫০ হাজার টাকার চেক। প্রত্যেক বিজয়ীর জন্য থাকছে সম্মাননা স্মারক।
ভবিষ্যৎ স্থপতিদের উৎসাহ দিতে কেএসআরএম ও আইবিএ প্রতিবারের মতো এবারও এ উদ্যোগ নিয়েছে বলে জানান আইএবির সভাপতি আবু সাঈদ এম আহমেদ। তিনি বলেন, এবারের উদ্যোগে তাঁরা ভিন্নতা আনার চেষ্টা করেছেন। তাঁরা চান, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে যেন আধুনিক স্থাপত্য তৈরি সম্পর্কে নতুন ধারণা পৌঁছায়। সরকারের নীতিনির্ধারণী মহল যাতে স্থাপত্যকে আরও বেশি পরিবেশবান্ধব করতে উদ্যোগ নেয়।
পরিবেশবান্ধব শহর বিনির্মাণে সব মহলের সঙ্গে কাজ করতে চান বলে উল্লেখ করেন আবু সাঈদ এম আহমেদ। তিনি বলেন, তরুণদের এসব প্রকল্প আগামীর বাংলাদেশ গড়ার পথ দেখাবে। তাঁরা অসাধারণ সব প্রকল্প জমা দিয়েছে। আগামীর বাংলাদেশকে তাঁরা কোথায় দেখতে চান, তা এসব প্রকল্পে দেখা যাবে।
শুধু বিশ্বমানের অবকাঠামো নির্মাণই নয়, কেএসআরএম স্বপ্ন নির্মাণের দায়িত্বও পালন করছে বলে উল্লেখ করেন ইস্পাত শিল্পপ্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক আশফাকুল ইসলাম। তিনি বলেন, স্থাপত্য কেবল একটি পেশা নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি, একটি ভাষা, যার মাধ্যমে নগর ও সংস্কৃতি প্রতিষ্ঠা পায়।
এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, লিডিং বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও বাংলাদেশ ইউনিভার্সিটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেএসআরএমের মার্কেট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মহাব্যবস্থাপক আশফাকুল ইসলাম, আইএবির সহসাধারণ সম্পাদক মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ভ র স ট ক এসআরএম প রস ক র প রকল প সরক র
এছাড়াও পড়ুন:
বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ
ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।
বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা।
রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান।
বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।
বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
তথ্যসূত্র: বাসস
ঢাকা/ইভা