কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস পাচ্ছেন তিন তরুণ
Published: 24th, April 2025 GMT
‘কেএসআরএম অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস: বেস্ট আন্ডারগ্র্যাজুয়েট থিসিস’ (২০২৩-২৪) পাচ্ছেন তিনজন মেধাবী ও তরুণ ভবিষ্যৎ স্থপতি। ২৬ এপ্রিল বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ (আইএবি) সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের শীর্ষস্থানীয় ইস্পাত শিল্পপ্রতিষ্ঠান কেএসআরএম ও আইএবির যৌথ উদ্যোগে এ পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের উপস্থিত থাকার কথা রয়েছে।
আয়োজকেরা জানান, ষষ্ঠবারের মতো এ পুরস্কার দেওয়া হচ্ছে। এবার দেশের ১৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৪টি থিসিস প্রকল্প জমা পড়ে। এগুলো থেকে বিজয়ী তিনটি থিসিস প্রকল্পকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে এক লাখ টাকার চেক। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে যথাক্রমে ৭৫ হাজার ও ৫০ হাজার টাকার চেক। প্রত্যেক বিজয়ীর জন্য থাকছে সম্মাননা স্মারক।
ভবিষ্যৎ স্থপতিদের উৎসাহ দিতে কেএসআরএম ও আইবিএ প্রতিবারের মতো এবারও এ উদ্যোগ নিয়েছে বলে জানান আইএবির সভাপতি আবু সাঈদ এম আহমেদ। তিনি বলেন, এবারের উদ্যোগে তাঁরা ভিন্নতা আনার চেষ্টা করেছেন। তাঁরা চান, সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে যেন আধুনিক স্থাপত্য তৈরি সম্পর্কে নতুন ধারণা পৌঁছায়। সরকারের নীতিনির্ধারণী মহল যাতে স্থাপত্যকে আরও বেশি পরিবেশবান্ধব করতে উদ্যোগ নেয়।
পরিবেশবান্ধব শহর বিনির্মাণে সব মহলের সঙ্গে কাজ করতে চান বলে উল্লেখ করেন আবু সাঈদ এম আহমেদ। তিনি বলেন, তরুণদের এসব প্রকল্প আগামীর বাংলাদেশ গড়ার পথ দেখাবে। তাঁরা অসাধারণ সব প্রকল্প জমা দিয়েছে। আগামীর বাংলাদেশকে তাঁরা কোথায় দেখতে চান, তা এসব প্রকল্পে দেখা যাবে।
শুধু বিশ্বমানের অবকাঠামো নির্মাণই নয়, কেএসআরএম স্বপ্ন নির্মাণের দায়িত্বও পালন করছে বলে উল্লেখ করেন ইস্পাত শিল্পপ্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক আশফাকুল ইসলাম। তিনি বলেন, স্থাপত্য কেবল একটি পেশা নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি, একটি ভাষা, যার মাধ্যমে নগর ও সংস্কৃতি প্রতিষ্ঠা পায়।
এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, লিডিং বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও বাংলাদেশ ইউনিভার্সিটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেএসআরএমের মার্কেট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের মহাব্যবস্থাপক আশফাকুল ইসলাম, আইএবির সহসাধারণ সম্পাদক মো.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ভ র স ট ক এসআরএম প রস ক র প রকল প সরক র
এছাড়াও পড়ুন:
আইএবি বিল্ড এক্সপোতে আকিজবশির গ্লাসের বিশেষ প্রদর্শনী
রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে আইএবি বিল্ড এক্সপো ২০২৫। এতে সর্বাধুনিক সমাধানসমূহ নিয়ে অংশ নিয়েছে আকিজবশির গ্লাস।
গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনের এই প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত।
প্রদর্শনীতে আকিজবশির গ্লাস উপস্থাপন করছে আধুনিক স্থাপত্য এবং নির্মাণের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন সমাধান, যা উন্নত নকশা–ভাবনাকে সমর্থন করে এবং কাঠামোগত শক্তি, নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করে। দর্শনার্থীরা সরাসরি উপভোগ করতে পারবেন প্রযুক্তিগত উৎকর্ষ, মানসম্মত কারিগরি, নকশাগত দক্ষতা এবং দীর্ঘমেয়াদি নির্ভরযোগ্যতার এক অনন্য সমন্বয়।
এ ছাড়া প্রদর্শনীতে আকিজবশির গ্লাসের ভবিষ্যৎমুখী উদ্ভাবন ও পরিকল্পনার দিকনির্দেশনা তুলে ধরা হচ্ছে, যা আধুনিক নির্মাণ ও স্থাপত্য ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করতে সহায়তা করবে।