ফাইনালের আগে রিয়াল শিবিরে দুঃসংবাদ
Published: 24th, April 2025 GMT
লা লিগায় বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে গেতাফের বিপক্ষে জয় পেলেও সামনে কোপা দেল রের ফাইনালের আগে বড় এক সংকটে পড়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে মর্যাদার লড়াইয়ের আগে চোটে পড়েছেন ডিফেন্ডার ডেভিড আলাবা এবং মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। যা ম্যাচটির আগে কোচ কার্লো আনচেলত্তিকে ফেলেছে বড় দুশ্চিন্তায়।
গেতাফের বিপক্ষে ১-০ গোলে জয় পেলেও ম্যাচটি সুখকর হয়নি রিয়ালের জন্য। ম্যাচ চলাকালিন আলাবা বাঁ পায়ের পেশিতে চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে নামা কামাভিঙ্গাও দ্বিতীয়ার্ধের শেষ দিকে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে পড়ে কুঁচকির ইনজুরিতে পড়েন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র তথ্য অনুযায়ী, কামাভিঙ্গা প্রাথমিকভাবে খেলা চালিয়ে যেতে চাইলেও ব্যথা এতটাই তীব্র ছিল যে তাকে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয়। দুর্ভাগ্যজনকভাবে তখন রিয়ালের সব বদলি খেলোয়াড় ব্যবহৃত হয়ে যাওয়ায় ম্যাচের শেষ সময় তারা একজন কম নিয়ে খেলতে বাধ্য হয়।
আরো পড়ুন:
বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল রিয়াল
লরিয়াস পুরষ্কার জিতেছে ইয়ামাল ও রিয়াল মাদ্রিদ
চোটের কারণে আলাবার অনুপস্থিতি এবং মেন্ডির খারাপ ফর্ম —এই দুই মিলে আনচেলত্তির রক্ষণভাগ গঠনে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন লেফটব্যাক হিসেবে হয়তো ফ্রান গার্সিয়াকে মাঠে নামাতে হতে পারে। যিনি মূল একাদশে জায়গা পেলে তাকে সামলাতে হবে বার্সার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে—যিনি এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন।
চলতি মৌসুমে ইতিমধ্যেই এল ক্লাসিকোতে দুইবার হেরেছে রিয়াল মাদ্রিদ। তাই ফাইনালে নামার আগে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি রিয়ালের আত্মবিশ্বাসে বড় প্রভাব ফেলতে পারে। আনচেলত্তির কৌশলে পরিবর্তন আসবে কিনা, তা এখন সময়ই বলবে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।
এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।
রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়