ফাইনালের আগে রিয়াল শিবিরে দুঃসংবাদ
Published: 24th, April 2025 GMT
লা লিগায় বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে গেতাফের বিপক্ষে জয় পেলেও সামনে কোপা দেল রের ফাইনালের আগে বড় এক সংকটে পড়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে মর্যাদার লড়াইয়ের আগে চোটে পড়েছেন ডিফেন্ডার ডেভিড আলাবা এবং মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। যা ম্যাচটির আগে কোচ কার্লো আনচেলত্তিকে ফেলেছে বড় দুশ্চিন্তায়।
গেতাফের বিপক্ষে ১-০ গোলে জয় পেলেও ম্যাচটি সুখকর হয়নি রিয়ালের জন্য। ম্যাচ চলাকালিন আলাবা বাঁ পায়ের পেশিতে চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে নামা কামাভিঙ্গাও দ্বিতীয়ার্ধের শেষ দিকে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে পড়ে কুঁচকির ইনজুরিতে পড়েন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র তথ্য অনুযায়ী, কামাভিঙ্গা প্রাথমিকভাবে খেলা চালিয়ে যেতে চাইলেও ব্যথা এতটাই তীব্র ছিল যে তাকে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয়। দুর্ভাগ্যজনকভাবে তখন রিয়ালের সব বদলি খেলোয়াড় ব্যবহৃত হয়ে যাওয়ায় ম্যাচের শেষ সময় তারা একজন কম নিয়ে খেলতে বাধ্য হয়।
আরো পড়ুন:
বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল রিয়াল
লরিয়াস পুরষ্কার জিতেছে ইয়ামাল ও রিয়াল মাদ্রিদ
চোটের কারণে আলাবার অনুপস্থিতি এবং মেন্ডির খারাপ ফর্ম —এই দুই মিলে আনচেলত্তির রক্ষণভাগ গঠনে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন লেফটব্যাক হিসেবে হয়তো ফ্রান গার্সিয়াকে মাঠে নামাতে হতে পারে। যিনি মূল একাদশে জায়গা পেলে তাকে সামলাতে হবে বার্সার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে—যিনি এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন।
চলতি মৌসুমে ইতিমধ্যেই এল ক্লাসিকোতে দুইবার হেরেছে রিয়াল মাদ্রিদ। তাই ফাইনালে নামার আগে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি রিয়ালের আত্মবিশ্বাসে বড় প্রভাব ফেলতে পারে। আনচেলত্তির কৌশলে পরিবর্তন আসবে কিনা, তা এখন সময়ই বলবে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন জেলেনস্কি ও মার্কিন প্রতিনিধি
যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য জার্মানিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বসতে যাচ্ছেন মার্কিন প্রতিনিধি দল। সোমবার এই বৈঠক হবে বলে জানিয়েছে রয়টার্স।
একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার ইউক্রেনীয় ও ইউরোপীয়দের সাথে আলোচনার জন্য জার্মানি সফর করছেন।
মার্কিন শান্তি প্রস্তাব নিয়ে ইউক্রেন ও রাশিয়ার সাথে আলোচনার নেতৃত্বদানকারী উইটকফকে পাঠানোর সিদ্ধান্তটি একটি সংকেত বলে মনে হচ্ছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, ওয়াশিংটন অগ্রগতির সম্ভাবনা দেখছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছিল, ট্রাম্প যদি মনে করেন যে যথেষ্ট অগ্রগতি হয়েছে তবেই কেবল একজন কর্মকর্তাকে আলোচনায় পাঠাবেন।
বৈঠক সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জার্মান সরকারের একটি সূত্র বলেছেন, “ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা সপ্তাহান্তে বার্লিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের পররাষ্ট্রনীতি উপদেষ্টাদের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে।”
সোমবার জার্মান চ্যান্সেলর মের্জ বার্লিনে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের একটি শীর্ষ সম্মেলনের আতিথেয়তা করছেন, যা ইউরোপ জুড়ে মিত্রদের কাছ থেকে ইউক্রেনীয় নেতার প্রতি সমর্থনের ধারাবাহিক প্রকাশ্য প্রদর্শনের সর্বশেষ ঘটনা। কারণ প্রাথমিকভাবে মস্কোর প্রধান দাবিগুলিকে সমর্থন করে এমন একটি শান্তি পরিকল্পনায় স্বাক্ষর করার জন্য কিয়েভ ওয়াশিংটনের চাপের মুখে রয়েছে।
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রস্তাবগুলোকে পরিমার্জন করার জন্য কাজ করছে। আগের প্রস্তাবে কিয়েভকে আরো ভূখণ্ড ছেড়ে দেওয়ার, ন্যাটোতে যোগদানের উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করার এবং তার সশস্ত্র বাহিনীর সীমাবদ্ধতা মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।
ঢাকা/শাহেদ