ডিবির ব্যস্ততায় ‘থেমে গেছে’ কলকাতায় আনোয়ারুল হত্যাকাণ্ড তদন্ত
Published: 25th, April 2025 GMT
ভারতের কলকাতায় বাংলাদেশের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম হত্যাকাণ্ডের ঘটনায় ঢাকায় করা মামলার তদন্ত কার্যত থেমে আছে। মামলার তদন্তের দায়িত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক সূত্র বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের ব্যস্ততা আগের চেয়ে অনেক বেড়েছে। এর ফলে আনোয়ারুল হত্যা মামলার তদন্ত কিছুটা গতি হারিয়েছে।
এ মামলাটি তদন্তের ক্ষেত্রে এর আগে পাওয়া তথ্যগুলো আরও যাচাই-বাছাই করা দরকার বলে মনে করেন ডিবির একাধিক কর্মকর্তা। তাঁরা বলছেন, বিগত সরকারের সময় এই হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক কারণে কিছু ক্ষেত্রে হয়তো প্রকৃত ঘটনা পাশ কাটানোর চেষ্টা হয়েছিল। বিশেষ করে আত্মগোপনে থাকা ডিবির তৎকালীন অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এই মামলার তদন্ত নিয়ে বিভিন্ন সময়ে স্ববিরোধী বক্তব্য দিয়েছিলেন।
আরও পড়ুনআনোয়ারুল আজীম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আওয়ামী লীগ নেতা কামাল১৪ জুন ২০২৪কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসিক এলাকা সঞ্জিভা গার্ডেনসের একটি ফ্ল্যাটে ওঠার পর আনোয়ারুল আজীমকে হত্যা করা হয়। ওই ভবনের সেপটিক ট্যাংকে তল্লাশি চালিয়ে দেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছেন তদন্তকারীরা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।
মেটা রেব্যান ডিসপ্লে