চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৭
Published: 25th, April 2025 GMT
চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় কিশোর গ্যাংয়ের ২ গ্রুপের ককটেল বিস্ফোরণের ঘটনায় সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বুধবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ২২ এপ্রিল রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিমতলা এলাকায় পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৩ এপ্রিল বিস্ফোরক আইনে সদর থানায় মামলা করা হয়। এরপর অভিযানে নেমে পুলিশ সাত কিশোর ও তরুণকে গ্রেপ্তার করে। তারা সবাই ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত।
ওয়াসিম ফিরোজ আরও বলেন, গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন বিস্ফোরক আইনে হওয়া মামলার এজাহারনামীয় আসামি। বাকি দুজন তাদের সহযোগী এবং ঘটনাস্থলে তারা উপস্থিত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিম সাতজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন এবং বাকি অপরাধীদের ধরতে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে বলেও জানান তিনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প ইনব বগঞ জ
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//