ভারতের স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সতর্ক করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার আদালত তাঁর বিরুদ্ধে হওয়া মানহানির মামলায় নিম্ন আদালতের পরোয়ানা আপাতত স্থগিত রাখলেও, রাহুলের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেন।

বিচারপতি দীপঙ্কর দত্ত ও মনমোহনের বেঞ্চ শুনানিতে বলেন, ‘স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে হেয় মন্তব্য করা চলবে না। মহারাষ্ট্রে সাভারকারকে অত্যন্ত সম্মানিত হিসেবে দেখা হয়। সেখানে এমন বক্তব্য বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে।’

আদালত আরও জানান, ইতিহাস না জেনে মন্তব্য করা উচিত নয়। তারা উল্লেখ করেন, মহাত্মা গান্ধীও একসময় ভাইসরয়ের উদ্দেশে ‘আপনার একান্ত অনুগত’ লিখতেন। এমনকি রাহুল গান্ধীর দাদা জওহরলাল নেহরুও একসময় সাভারকারের প্রশংসা করে চিঠি লিখেছিলেন।

রাহুল গান্ধীর পক্ষে সিনিয়র আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি আদালতে বলেন, বিষয়টি রাজনৈতিক হলেও এটি আইনগতভাবে হস্তক্ষেপযোগ্য। আদালত তাঁর যুক্তি শুনে মামলার শুনানি পর্যন্ত সমন স্থগিত রাখেন। তবে  কড়া ভাষায় সতর্ক করে সুপ্রিম কোর্ট জানান, ভবিষ্যতে এমন মন্তব্য করলে আদালত নিজ উদ্যোগেই ব্যবস্থা নিতে পারেন।


 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া

ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক সব সময়ই দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক কৌশল অনুযায়ী এগিয়েছে।

অতীতেও দ্বিপক্ষীয় সিরিজে লম্বা বিরতি দেখা গেছে। ১৯৫৪ থেকে ১৯৭৮—টানা ২৪ বছর পাকিস্তান সফরে যায়নি ভারত। আবার ১৯৬০ সালের পর পাকিস্তানও প্রথমবারের মতো ভারতে খেলতে যায় ১৯৭৯ সালে।

এরপর ১৯৮২ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারত-পাকিস্তান নিয়মিত মুখোমুখি হয়েছে। এই সময়ে ভারত তিনবার পাকিস্তান সফরে গিয়ে খেলে ১২ টেস্ট, পাকিস্তানও ভারতে গিয়ে খেলে ৮ টেস্ট।

দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে পাকিস্তান তিন টেস্ট খেলতে ভারতে যায়। এর মধ্যে একটি ছিল কলকাতার ইডেন গার্ডেনে প্রথম এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপ। ভারত ফিরতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে যায় ২০০৪ সালে, যা ছিল ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকারের অভিষেকের পর প্রথমবার।

২০০৪ সালের পাকিস্তান সফরে কড়া নিরাপত্তায় ব্যাটিংয়ে নামেন শচীন টেন্ডুলকার

সম্পর্কিত নিবন্ধ

  • বাঁশির সুরে বিরহের কষ্ট ভুলতে চান রিকশাচালক শফিকুল
  • ইতিহাসের দ্রুততম মানবের এখন সিঁড়ি ভাঙতে দম ফুরিয়ে আসে
  • ভারত–পাকিস্তান লড়াই: একসময় আগুন জ্বলত, এখন শুধু ধোঁয়া