ভারতের স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকারকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সতর্ক করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার আদালত তাঁর বিরুদ্ধে হওয়া মানহানির মামলায় নিম্ন আদালতের পরোয়ানা আপাতত স্থগিত রাখলেও, রাহুলের বক্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেন।

বিচারপতি দীপঙ্কর দত্ত ও মনমোহনের বেঞ্চ শুনানিতে বলেন, ‘স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে হেয় মন্তব্য করা চলবে না। মহারাষ্ট্রে সাভারকারকে অত্যন্ত সম্মানিত হিসেবে দেখা হয়। সেখানে এমন বক্তব্য বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে।’

আদালত আরও জানান, ইতিহাস না জেনে মন্তব্য করা উচিত নয়। তারা উল্লেখ করেন, মহাত্মা গান্ধীও একসময় ভাইসরয়ের উদ্দেশে ‘আপনার একান্ত অনুগত’ লিখতেন। এমনকি রাহুল গান্ধীর দাদা জওহরলাল নেহরুও একসময় সাভারকারের প্রশংসা করে চিঠি লিখেছিলেন।

রাহুল গান্ধীর পক্ষে সিনিয়র আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি আদালতে বলেন, বিষয়টি রাজনৈতিক হলেও এটি আইনগতভাবে হস্তক্ষেপযোগ্য। আদালত তাঁর যুক্তি শুনে মামলার শুনানি পর্যন্ত সমন স্থগিত রাখেন। তবে  কড়া ভাষায় সতর্ক করে সুপ্রিম কোর্ট জানান, ভবিষ্যতে এমন মন্তব্য করলে আদালত নিজ উদ্যোগেই ব্যবস্থা নিতে পারেন।


 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ