ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর
Published: 26th, April 2025 GMT
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়।
আহতরা হলেন- আশ্রাফ আলী (৪৫) তার ছেলে হৃদয় (১৫), হৃদয়ের মামাতো বোন সুরাইয়া আক্তার (২০), তাছলিমা বেগম (৩০), জাহিদ (১৮), আয়নালসহ (৪৫) মোট ১০ জন। গুরুতর আহত আশ্রাফ আলী, তার ছেলে হৃদয় ও মামাতো বোন সুরাইয়া আক্তারকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উত্তর ইসলামপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে মো.
আহত আশ্রাফের স্ত্রী রিনা বেগম বলেন, ফয়সাল ও তার লোকজন নিয়ে আমার স্বামী, ছেলে ও আমার দেবরসহ অনেককে বটি দিয়ে কুপিয়েছে এবং আমাদের বাড়িঘর ভাঙচুর করেছে।
তবে অভিযোগ অস্বিকার করে মো. ফয়সাল বলেন, আমাদের কেউ বাড়িঘর ভাঙচুর করেনি। এখানে তৃতীয় পক্ষের লোকজন সুযোগ নিয়েছে।
সিরাজদীখান থানার ওসি সাহেদ আল মামুন বলেন, দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে বলে জেনেছি। শনিবার রাত পর্যন্ত এখনও কোনো পক্ষ থানায় আসেনি। থানায় আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিসিবির পরিচালক রুবাবা দৌলা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে মনোনয়ন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
সোমবার (৩ নভেম্বর) সকালে জাতীয় ক্রীড়া পরিষদ তাকে নিয়োগ দেওয়ার খবর নিশ্চিত করে।
বিস্তারিত আসছে …
ঢাকা/ইয়াসিন