বাংলাদেশের গেমারদের জন্য বিশেষ ফিচার ঘোষণা করেছে পাবজি মোবাইল। অচিরে বাংলাদেশে চালু হতে যাচ্ছে নিজস্ব সার্ভার। ফলে লো ল্যাটেন্সি আর স্মুথ গেমিং অভিজ্ঞতা পাবেন গেমাররা।
শুধু তাই নয়, দেশের প্রথম অফিসিয়াল ‘পাবজি মোবাইল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ-২০২৫’ প্রতিযোগিতার নিবন্ধন চলছে। ১০ লাখ টাকার প্রাইজপুল টুর্নামেন্টের নিবন্ধন ২৫ এপ্রিল শেষ হবে। নিবন্ধন বিষয়ে জানা যাবে পাবজি মোবাইল বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে। টুর্নামেন্টে অংশ নিতে ফি লাগবে না।
পাবজি মোবাইল বাংলাদেশের গেমিং ইন্ডাস্ট্রিতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করবে। ইতোমধ্যে দেশের গেমিং অবকাঠামো উন্নয়ন, তরুণ ও শিক্ষার্থীর সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিদেশে দেশের প্রতিভা বিকাশে উদ্যোগ নিয়েছে বলে জানানো হয়।
পাবজি মোবাইলের লক্ষ্য বাংলাদেশের তরুণ প্রজন্মকে গেমিং ও ই-স্পোর্টসের ইতিবাচক দিক অবহিত করা এবং এ খাতে ক্যারিয়ার গড়ার জন্য উদ্দীপনামূলক প্ল্যাটফর্ম তৈরি করা। তারই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি দেশে ই-স্পোর্টস শিক্ষা ও সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে। যার অন্যতম আকর্ষণ হলো ‘ওয়ার্ল্ড অব ওয়ান্ডার ক্রিয়েশন (ওয়াও) প্ল্যাটফর্ম’। যেখানে কোটি কোটি টাকা বিনিয়োগ করে গেমারদের জন্য অভিনব প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। আগ্রহী গেমাররা নিজেদের কাস্টম ম্যাপ তৈরি, শেয়ার ও খেলার সুযোগ পাবেন। ডিজিটাল গেমিং দুনিয়ার প্রতি আগ্রহী তরুণদের মধ্যে নতুনত্ব, উদ্ভাবনী চিন্তাধারা ও ভার্চুয়াল সম্পৃক্ততা তৈরিতে যা সহায়ক শক্তি হিসেবে কাজ করবে বলে উদ্যোক্তারা জানান।
ক্রিয়েটর, স্ট্রিমার, রিভিউয়ার, ইনফ্লুয়েন্সার ও সাধারণ গেমার— সবাই ‘ওয়াও’ প্ল্যাটফর্মে নিজের গেমিং অভিজ্ঞতা শেয়ার, সুচিন্তিত মতামত ও বাংলাদেশের গেমিং কমিউনিটির অংশীজন হতে পারবেন। ভবিষ্যতে যারা গেম ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী, তারা এর সুফল নিতে পারবেন।
পাবজি মোবাইলে রয়েছে ই-স্পোর্টস ইকোসিস্টেম, যেখানে স্থানীয় থেকে বৈশ্বিক প্রতিযোগিতা আয়োজন করা হয়। আগ্রহীরা এতে অংশ নিতে পারবেন। পুরস্কার জয়ের সঙ্গে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সম্ভব।
পাবজি মোবাইলের সাউথ এশিয়া পাবলিশিং লিড বলেন, নতুন আবহে এবার বাংলাদেশে শুরুটা আনন্দের। ই-স্পোর্টস ও গেমিংয়ে বাংলাদেশ খুবই সম্ভাবনাময়। স্থানীয়দের সঙ্গে টেকসই গেমিং পরিবেশ গড়তে কাজ করছি। পাবজি মোবাইল বাংলাদেশে দীর্ঘ মেয়াদে কাজ করবে। ডিজিটাল অগ্রযাত্রায় আমরা বাংলাদেশের অংশীজন হতে আগ্রহী।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: প ল য টফর ম ই স প র টস

এছাড়াও পড়ুন:

২৭ নভেম্বর জকসু নির্বাচন না হলে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা হবে: আপ বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন ২৭ নভেম্বরেই অনুষ্ঠিত না হলে তা শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের প্রতারণা বলে মন্তব্য করেছে ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ। এ সময় পাঁচ দফা দাবি তুলে ধরে সংগঠনটি।

সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন:

২৭ নভেম্বরই জকসু নির্বাচন চায় ছাত্রশিবির

জকসু নির্বাচন নিয়ে একে অপরকে দোষারোপ ছাত্র সংগঠনগুলোর

দাবিগুলো হলো— আসন্ন জকসু নির্বাচন ২৭ নভেম্বরেই অনুষ্ঠিত করতে হবে; নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে; নির্বাচন কমিশনের পূর্ণ নিরপেক্ষতা ও স্বাধীনতা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে; সব সংগঠনকে সমান সুযোগ দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে; অরাজনৈতিক, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও জবির প্রধান সংগঠক মাসুদ রানা বলেন, “আমরা যখন জকসুর দাবিতে অনশন করছিলাম, তখন প্রশাসন ২৭ নভেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়ে আমাদের অনশন ভাঙিয়েছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে, একটি মহল নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে।”

তিনি বলেন, “ডিসেম্বর মাসে ভর্তি পরীক্ষা ও বিভিন্ন বিভাগের ফাইনাল পরীক্ষা থাকায় ওই মাসে নির্বাচন অসম্ভব। তাই ২৭ নভেম্বরই জকসু নির্বাচনের উপযুক্ত সময়।”

তিনি আরো বলেন, “আমরা জানতে চাই, নির্বাচন পেছানোর মধ্য দিয়ে জকসু নির্বাচন ভণ্ডুল করার কোনো প্রক্রিয়া চলছে কিনা। পুরান ঢাকাকে অস্থিতিশীল করে একটি মহল নির্বাচন পণ্ড করতে চায়। শিক্ষার্থীদের জীবনের প্রথম ভোট হবে জকসু নির্বাচন—তা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না।”

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ