রাঙামাটির কাউখালীতে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। গতকাল শনিবার উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এদিকে মুন্সীগঞ্জে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেছে তিনজনের। পটুয়াখালীর কলাপাড়ায় মাইক্রোবাসের চাপায় এক শিশু নিহত হয়েছে।

রাঙামাটিতে নিহতরা হলেন– চট্টগ্রামের রাউজান উপজেলার কাজীপাড়ার সোয়ার আলীর ছেলে তৈয়ব অলী (৪৫), একই উপজেলার সুলতানপুরের সিরাজুল হকের ছেলে জয়নাল আবদিন (৬০), অটোরিকশাচালক সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীর ইজাজুল (২৫), হাটহাজারী উপজেলার মিরহাটের মাহাবুবুর রহমান বাচ্চু (৫৫), রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের তালুকদার পাড়ার আব্দুর রহিমের স্ত্রী নুরুনাহার বেগম (৪০) ও একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডাবুয়া এলাকার মংসিপ্রু মারমার স্ত্রী মিনু মারমা (৩৫)।

জানা গেছে, গতকাল বেতবুনিয়া ইউনিয়নের চায়েরী বাজারের সাপ্তাহিক হাট ছিল। বাজার শেষে রাউজান অভিমুখী অটোরিকশায় বাড়ি ফিরছিলেন পাঁচ যাত্রী। সকাল সাড়ে ১০টার দিকে বেতবুনিয়ার চেয়ারম্যান পাড়া এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ চারজন ঘটনাস্থলে প্রাণ হারান। অন্য দু’জন হাসপাতালে নেওয়ার পর মারা যান। 
নিহত নুরুনাহারের স্বামী আব্দুর রহিম জানান, ছয় মাসের শিশু নুরীকে ঘুম পাড়িয়ে বেতবুনিয়ার চায়েরী বাজারে নিত্যপণ্য কিনতে গিয়েছিলেন নুরুনাহার। বাজার শেষে স্টেশন থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে কাঠবোঝাই পিকআপের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তাঁর প্রাণ যায়। ছোট নুরী এখন তার মাকে খুঁজছে আর কাঁদছে। 
অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে। পিকআপচালক ঘটনার পর থেকে পলাতক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এদিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদীখানে শুক্রবার রাতে ও শনিবার সকালে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন চারজন। নিহতরা হলেন পায়েল ব্যাপারী (২৪), আলিমুর রহমান (২৭) ও ইউসুফ খান (৫২)।
শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, শুক্রবার রাত ৩টার দিকে শ্রীনগরের হাসাড়ায় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন রংপুরের বাসিন্দা আলিমুর। এ সময় আহত হয় তাঁর সঙ্গী আবদুর রহমান (১৭)। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীনগরের সমষপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী পায়েল ব্যাপারী নিহত হন। এতে আহত হন দু’জন।
শনিবার সকাল ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদীখানের নিমতলা রেলস্টেশনের সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইউসুফ নিহত হন। তিনি ফরিদপুরের সালথার বাউশখালী গ্রামের বেদন খানের ছেলে।

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা পানি জাদুঘরের সামনে পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় ইব্রাহিম জাবের নামে সাত বছরের শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সে কুয়াকাটা-সংলগ্ন হুইছেনপাড়া গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। জাবের কয়েক দিন আগে নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে।
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট অফিস ও প্রতিনিধি)
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন উপজ ল র দ র ঘটন শ র নগর স ঘর ষ ঘটন য় প কআপ

এছাড়াও পড়ুন:

রাজস্ব ফাঁকির অভিযোগে সাবেক অতিরিক্ত সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা

এলইডি বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের প্রায় ২৫ কোটি ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে একটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় আসামি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলালসহ ছয়জনকে।

আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে মামলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

মামলার অন্য আসামিরা হলেন চাকরিচ্যুত সাবেক উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মো. ইউসুফ আলী সরদার, টিসিএল অপটোইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আখতার হামিদ খান, বেস্টওয়ানের মালিক মোসা. মমতাজ বেগম, বৈশাখী ট্রেডার্সের মালিক মো. গাফ্ফার ইলাহী ও জি-টেকের মালিক সুলতানা দিল আফরোজা।

দুদকের মামলায় বলা হয়েছে, আসামিরা যোগসাজশ করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়েছেন। বিলবোর্ড স্থাপনের অনুমোদন ও রাজস্ব আদায়ের ক্ষেত্রে নিয়মকানুন উপেক্ষা করে নির্বাচিত কয়েকটি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দেওয়া হয়। এতে সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • কুয়েটের গবেষণা: ইজিবাইকে পূর্ণ যাত্রী বহন করলে যানজট কমবে
  • রাজস্ব ফাঁকির অভিযোগে সাবেক অতিরিক্ত সচিবসহ ছয়জনের বিরুদ্ধে মামলা