বরগুনায় নিজের মেয়েসহ দুই শিশুকে কুপিয়ে হত্যায় এক জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদাউস এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- বরগুনা সদরের পূর্ব গুদিঘাটা এলাকার ইলিয়াস পহলান (৩২)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ আগস্ট ইলিয়াসের তালাকপ্রাপ্ত স্ত্রী তার তিন বছরের মেয়ে তাইফা ও প্রতিবেশী খবির হাওলাদারের দশ বছরের শিশু হাফিজকে নিয়ে ঘুমচ্ছিলেন। ওই রাতে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন ইলিয়াস। এসময় দুই শিশুর ঘুম ভেঙে যায় এবং তারা ডাক-চিৎকার করে। পরে দুই শিশু ও তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে পালিয়ে যান ইলিয়াস। এতে ঘটনাস্থলেই হাফিজুল মারা যান, আর বরিশালে নেওয়ার পথে মারা যায় তাইফা। এ ঘটনায় ইলিয়াসকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

আরো পড়ুন:

মাগুরার শিশু ধর্ষণ-হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ

টাঙ্গাইলে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা

বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু বলেন, ‘‘মামরায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন। আমরা রায়ে সন্তুষ্ট।’’

আসামিপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, ‘‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ড হয়নি। আমরা দণ্ড কমানোর জন্য উচ্চ আদালতে আপিল করব।’’

ঢাকা/ইমরান/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য বরগ ন

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ