বরগুনায় দুই শিশুকে কুপিয়ে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
Published: 27th, April 2025 GMT
বরগুনায় নিজের মেয়েসহ দুই শিশুকে কুপিয়ে হত্যায় এক জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম লায়লাতুল ফেরদাউস এই আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- বরগুনা সদরের পূর্ব গুদিঘাটা এলাকার ইলিয়াস পহলান (৩২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ আগস্ট ইলিয়াসের তালাকপ্রাপ্ত স্ত্রী তার তিন বছরের মেয়ে তাইফা ও প্রতিবেশী খবির হাওলাদারের দশ বছরের শিশু হাফিজকে নিয়ে ঘুমচ্ছিলেন। ওই রাতে তালাকপ্রাপ্ত স্ত্রীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন ইলিয়াস। এসময় দুই শিশুর ঘুম ভেঙে যায় এবং তারা ডাক-চিৎকার করে। পরে দুই শিশু ও তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে পালিয়ে যান ইলিয়াস। এতে ঘটনাস্থলেই হাফিজুল মারা যান, আর বরিশালে নেওয়ার পথে মারা যায় তাইফা। এ ঘটনায় ইলিয়াসকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।
আরো পড়ুন:
মাগুরার শিশু ধর্ষণ-হত্যা মামলায় ৩ জনের সাক্ষ্যগ্রহণ
টাঙ্গাইলে শ্রমিকদল নেতাকে পিটিয়ে হত্যা
বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট রঞ্জুয়ারা শিপু বলেন, ‘‘মামরায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেছেন। আমরা রায়ে সন্তুষ্ট।’’
আসামিপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, ‘‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ড হয়নি। আমরা দণ্ড কমানোর জন্য উচ্চ আদালতে আপিল করব।’’
ঢাকা/ইমরান/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য বরগ ন
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫