শিক্ষা বিনিময় কার্যক্রমকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

তিনি বলেছেন, “আন্তর্জাতিক র‌্যাঙ্কিং-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে সম্মানজনক পর্যায়ে উন্নীত করতে শিক্ষা বিনিময় কার্যক্রমকে স্থান, কাল ও রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে শিক্ষা ও গবেষণাকে মূল ফোকাসে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

রবিবার (২৭ এপ্রিল) নাটমণ্ডল মিলনায়তনে ‘সুফি ফিলোসফি অ্যান্ড কালচারাল প্রাকটিস ফর পারফেক্টেড হিউম্যানিটি” শীর্ষক দুই দিনব্যাপী সপ্তম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

উচ্চশিক্ষা সহায়তায় ঢাবিতে স্টাডি অ্যাব্রোড এক্সপো

শিক্ষা ক্ষেত্রে ঢাবির সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে চায় কসোভো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে এ কনফারেন্স আয়োজন করেছে।

উপাচার্য বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আন্তঃসম্পর্ক জোরদার করতে চায়। এর মাধ্যমে আমাদের শিক্ষা ও গবেষণার উন্নয়ন টেকসই হবে।”

তিনি বলেন, “সুফিজমের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। সুফিজম প্রত্যেক মানুষকে সম্মান করতে শেখায়। সমাজে এখন মানুষের মধ্যে হানাহানি ও দ্বন্দ্ব বেড়ে চলেছে। এ দ্বন্দ্ব সমাজ ও রাষ্ট্র থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। এসব দ্বন্দ্ব ও হানাহানি নিরসনে সুফিজম চর্চা ও দর্শন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.

সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী এবং কলা অনুষদ ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।

এছাড়া উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তাইন বিল্লাহ, দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি শাহজাদা সৈয়দ ইরফানুল হক, থিয়েটারের অধ্যাপক ড. মো. ইস্রাফীল, আয়োজক কমিটির আহ্বায়ক ড. শাহমান শাহরিয়ার।

অনুষ্ঠানে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন এবং বিভাগের চেয়ারপার্সন কাজী তামান্না হক সিগমা ধন্যবাদ জ্ঞাপন করেন। 

এ সম্মেলনে ১৩টি সেশনে সুফিজমকে উপজীব্য করে দেশ-বিদেশের বরেণ্য নাট্য গবেষক ও শিক্ষকবৃন্দ প্রায় ৩০টি প্রবন্ধ উপস্থাপন করবেন। এছাড়া নাট্য নির্দেশক ও বিভাগের অধ্যাপক ড. আহমেদুল কবিরকে নিয়ে অনুষ্ঠিত হবে ‘মিট দ্য আর্টিস্ট’ পর্ব।

ঢাকা/সৌরভ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপ চ র য

এছাড়াও পড়ুন:

সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা

কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম। 

এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম। 

আরো পড়ুন:

ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা। 

বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ওভালজয়ী সিরাজই আগস্টের সেরা ক্রিকেটার
  • সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা