ঢাকাকে ‘আঞ্চলিক বিষয় সম্পর্কে’ ব্রিফ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে বৈঠক প্রসঙ্গে পাকিস্তানের হাইকমিশনার উপস্থিত সাংবাদিকদের বলেন, নিয়মিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা– জানতে চাইলে তিনি বলেন, ‘না হয়নি। আজকের বৈঠকটিতে একদমই ভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।’

পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আঞ্চলিক বিষয়গুলো সম্পর্কে পররাষ্ট্র সচিবকে জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার। তিনি গত ১৭ এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ষষ্ঠ পররাষ্ট্র সচিব পর্যায়ের গঠনমূলক বৈঠকের সফলতার বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ক্ষেত্রে বৈঠকটিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে তুলে ধরেন তারা। 

বৈঠকে আলোচিত ক্ষেত্র ও বিষয় নিয়ে উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অব্যাহত পর্যবেক্ষণ এবং আরও কাজের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

সূত্র জানায়, বৈঠকে হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান ব্যবসায়িক ফোরাম উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের চলমান সফর সম্পর্কেও পররাষ্ট্র সচিবকে অবহিত করেন। এ ছাড়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে সফর পারস্পরিক সুবিধাজনক সময়ে অনুষ্ঠানের বিষয়ে উভয়পক্ষ আশা প্রকাশ করেন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ