জামালপুরের ইসলামপুর উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলার কারণে ৮ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে ইসলামপুর উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান। তিনি পরীক্ষার হলে দায়িত্বে থাকা দুই শিক্ষকের অবহেলা লক্ষ্য করেন এবং তাৎক্ষণিকভাবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

ওই কেন্দ্রে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন-মো.

রিপন মিয়া (সভুকুড়া মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়), মো. মাহবুবুর রহমান (সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়)।

আরো পড়ুন:

সিরাজগঞ্জে সহপাঠীদের মারধরে আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

এসএসসি পরীক্ষা: এক কেন্দ্রের সব শিক্ষককে অব্যাহতি

পরে সকাল সাড়ে ১১টা দিকে ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে পরিদর্শনের সময় দায়িত্বে অবহেলার অভিযোগে আরো ছয় শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

মাদ্রাসা কেন্দ্রে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন-আবুল কাশেম (হাড়িয়াবাড়ী দাখিল মাদ্রাসা), সেলিম মিয়া (পচাবহলা দাখিল মাদ্রাসা), শহিদুল ইসলাম (মরাকান্দী দাখিল মাদ্রাসা), বিপুল রানা (কান্দার চর দাখিল মাদ্রাসা) রিদুয়ানুল হক (ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা) ও মোস্তাফিজুর রহমান (রামভ্রদা দাখিল মাদ্রাসা)।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, “পরীক্ষার পরিবেশ যাতে সুষ্ঠু ও স্বচ্ছ থাকে, সে বিষয়ে আমরা কঠোর নজরদারিতে রয়েছি। কোনো ধরনের গাফিলতি বা অবহেলা মেনে নেওয়া হবে না।”

ঢাকা/শোভন/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর এসএসস শ ক ষকক র রহম ন পর ক ষ ইসল ম অবহ ল

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা

বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে ইন্টার্নশিপে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। শুধু ছয় মাসের জন্য করা যাবে ইন্টার্নশিপ।

কিচেন হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা হতে কমপক্ষে ছয় মাস মেয়াদি ফুড অ্যান্ড বেভারেজে কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে ফুড অ্যান্ড বেভারেজের ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

বেকার হেলপার পদে ইন্টার্ন—

বয়স: সর্বোচ্চ-৩২ বছর।

যোগ্যতা: ১. কমপক্ষে এসএসসি পাস।

২.City & Guilds, UK/NHTTI অথবা সরকার অনুমোদিত সংস্থা থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি বেকারি অ্যান্ড পেস্ট্রিতে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

৩. যেকোনো ফাইভ স্টার হোটেল, বিএফসিসি বা সমমানের ক্যাটারিং প্রতিষ্ঠানে বেকারি অ্যান্ড পেস্ট্রির ওপর ন্যূনতম ছয় সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সম্পন্ন থাকতে হবে।

যোগ্যতা—

১. প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে এসএসসি পাস অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

২. চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে বিএফসিসিতে ভর্তির সময় পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বাধ্যতামূলকভাবে সঙ্গে আনতে হবে।

৩. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে ভর্তির আগে বিমান মেডিকেল থেকে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে।

সুযোগ-সুবিধা—

১. শুধু ছয় মাসের জন্য ইন্টার্ন হিসেবে ভর্তি করা হবে।

২. প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে ছয় শ টাকা হারে সম্মানী দেওয়া হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতা দেওয়া হবে না।

৩. রোস্টার মোতাবেক দৈনিক আট ঘণ্টা ডিউটি সম্পন্ন করতে হবে।

আবেদনের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

সম্পর্কিত নিবন্ধ

  • জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, পদ ৪৩০
  • আইএইচটি ও ম্যাটসের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • বাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা