Samakal:
2025-12-13@15:23:50 GMT

বাংলায় এলো কোরিয়ান সিরিজ 

Published: 29th, April 2025 GMT

বাংলায় এলো কোরিয়ান সিরিজ 

বিশ্বজুড়ে জনপ্রিয় কোরিয়ান সিরিজ ‘ডিসেনডেন্টস অব দ্য সান’ এবার দেখা যাবে বাংলায়। ভিউজ অ্যান্ড ভিশনসের পরিবেশনায় সিরিজটির অফিসিয়াল বাংলা সংস্করণ স্ট্রিমিং হবে আগামীকাল থেকে টফি প্ল্যাটফর্মে।

ভিউজ অ্যান্ড ভিশনসের স্বত্বাধিকারী জসিম আহমেদ বলেন, ‘বাংলাদেশে এর আগে কিছু কনটেন্ট বাংলায় ডাবিং হলেও এত বড় আয়োজনে কোনো কোরিয়ান সিরিজের অফিসিয়াল বাংলা সংস্করণ এবারই প্রথম। সাবটাইটেল ছাড়াই পরিবার নিয়ে উপভোগ করা যাবে পুরো সিরিজটি।’ 

ডিসেনডেন্টস অব দ্য সানের গল্প স্পেশাল ফোর্সের অফিসার ক্যাপ্টেন ইউ সি-জিন ও সাহসী সার্জন ডা.

কাং মো-ইয়েনের জীবনের ইভেন্টফুল রোমান্স ঘিরে। যুদ্ধবিধ্বস্ত এক এলাকায় গিয়ে নানা প্রতিকূলতার মুখোমুখি হন তারা। ভূমিকম্প, মহামারি, বিপদের ভেতর জন্ম নেয় ভালোবাসা।  রোমান্স, মনকাড়া লোকেশন, অ্যাকশন ও আত্মত্যাগের সংমিশ্রণে গড়া এ সিরিজ কে-ড্রামা দর্শকদের কাছে পেয়েছে বিশেষ জায়গা। বাংলা ডাব সংস্করণে কণ্ঠ দিয়েছেন ইরফান সাজ্জাদ, শারমিন জোহা শশী, রাফিয়াত রশিদ মিথিলা, এ বি এম সুমন, শ্যামল মাওলা, তারিক আনাম খানসহ অনেকে।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দি‌লেন মেজর (অব.) আ

বিএনপির সা‌বেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলা‌দেশ জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রে‌ছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দ‌লের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ ক‌রার মধ‌্য দি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে তিনি জামায়া‌তে যোগ দেন। 

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। 

দল‌টি‌তে যোগ‌ দি‌য়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দি‌য়ে বরণ ক‌রেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএন‌পিতে থাকা অবস্থায় দলটির বিরু‌দ্ধে মন্তব‌্য করাসহ নানা ‌বিত‌র্কিত কর্মকা‌ণ্ডের জন‌্য তিনি আলোচিত হন।  

বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ