পুলিশের সাবেক আইজিপি মোদাব্বির হোসেন মারা গেছেন
Published: 1st, May 2025 GMT
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মোদাব্বির হোসেন চৌধুরী আজ বৃহস্পতিবার ভোরে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক জানান, মোদাব্বির হোসেন গুলশানের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, রাজারবাগ পুলিশ লাইনসে আজ বেলা তিনটার দিকে মোদাব্বির হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আইজিপি বাহারুল আলমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশ নেন।
জানাজা শেষে মোদাব্বির হোসেনের কফিনে আইজিপি বাহারুল ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এরপর মোদাব্বির হোসেনের মরদেহ গ্রামের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা। দীর্ঘদিন ধরে তিনি হৃদ্রোগে ভুগছিলেন।
মোদাব্বির হোসেন চৌধুরী ২০০২ সালে আইজিপির দায়িত্ব পালন করেন। তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং সিলেটের পুলিশ কমিশনারও ছিলেন। ২০০৫ সালে সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইজ প
এছাড়াও পড়ুন:
গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ
গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
হাসনাত বলেন, আজ শুক্রবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।
উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এর রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নামছে এনসিপি।