ব্রাজিলের কোচ হতে মৌখিকভাবে সম্মত হয়েছিলেন কার্লো আনচেলত্তি। ২৫ মে রিয়াল মাদ্রিদ শেষ লিগ ম্যাচ খেলবে। এরপর ব্রাজিলের ডাগ আউটে দাঁড়ানোর কথা ছিল তার। কিন্তু রিয়াল মাদ্রিদ বাধ সাধায় ওই চুক্তি ভেস্তে গেছে। এখন সেলেসাওদের কোচ হওয়ার সম্ভাবনা কমে গেছে ডন কার্লোর।
তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) হাল ছাড়ছে না। ‘মৌসুম শেষে চাকরি হারাতে চান, নাকি ব্রাজিলের মতো দলের কোচ হতে চান’ এমন প্রশ্ন ঠেলে দিয়ে কার্লো আনচেলত্তিকে আল্টিমেটাম দিয়েছে সিবিএফ। তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৬ মে পর্যন্ত সময় দিয়েছে ব্রাজিল ফুটবল।
সংবাদ মাধ্যমের মতে, ব্রাজিলের কোচ হতে আপত্তি নেই ডন কার্লোর। কিন্তু সমস্যা বেধেছে দুটি। রিয়াল মাদ্রিদের সঙ্গে ইতালিয়ান কোচের চুক্তি আছে ২০২৬ সালের জুন পর্যন্ত। ডন কার্লো যদি চলতি মাসে চাকরি ছেড়ে চলে যান সেক্ষেত্রে লস ব্লাঙ্কোস প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তাকে ৫ মিলিয়ন ইউরোর ক্ষতিপূরণ দেবেন না।
আবার কার্লো আনচেলত্তি যদি সমঝোতা ছাড়া চাকরি ছেড়ে দেন সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে উল্টো ৫ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দিতে হবে। পেরেজ নাকি ডন কার্লোকে জানিয়ে দিয়েছেন, অন্য কোথায় দায়িত্ব নিলে তাকে ফ্রি এজেন্টে যেতে হবে। কোন অর্থ তারা দেবে না। তাতে আবার রাজি নন এই ইতালিয়ান টেকনিশিয়ান।
রিয়াল মাদ্রিদে চাকরি হারানোর আগেই সাবেক এসি মিলান, চেলসি, বায়ার্ন মিউনিখ কোচের সামনে লোভনীয় আরও একটি প্রস্তাব এসে হাজির। সৌদি আরবের ক্লাব আল হিলাল তাকে কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে এবং মৌসুমে ৫০ মিলিয়ন ইউরো বেতন দিতে চেয়েছে। আনচেলত্তি রিয়াল মাদ্রিদে ১১ মিলিয়ন ইউরো বেতন পেতেন। ব্রাজিলও তাকে একই অর্থের প্রস্তাব দিয়েছে।
কার্লো আনচেলত্তিকে না পেলে ব্রাজিল পর্তুগিজ কোচ হোর্হে জেসুসকে দায়িত্ব নিতে পারে। হোসে মরিনেহো ব্রাজিলের দায়িত্ব নেওয়ার কথা ভাবছেন না জানিয়ে দেওয়ায় আবেল পেরেইরাও আছেন প্লান ‘বি’ হিসেবে। জেসুস বর্তমানে আল হিলালে কোচিং করাচ্ছেন। লিগ মৌসুম শেষে চাকরি ছাড়তে পারেন তিনি। অর্থাৎ জুনের আগে পাওয়া যাবে তাকে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব র জ ল ফ টবল
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক