তিন ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলতে আগামী ৭ মে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। দুই ফরম্যাটের সিরিজকে সামনে রেখে আজ (শুক্রবার) বাংলাদেশ ইমার্জিং দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলের নেতৃত্বে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগামী ১২ মে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। ১৪ ও ১৬ মে একই ভেন্যুতে হবে বাকি দুই ওয়ানডে। সাদা বলের সিরিজের তিন দিন পর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আগামী মে শুরু হবে চারদিনের ম্যাচের প্রথমটি।

লাল বলের সিরিজের দ্বিতীয় ম্যাচের ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। ২৭ মে শুরু হবে প্রথম শ্রেণির এই ম্যাচ। সফর শেষে আগামী ৩১ মে বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিশান আলম, রায়ান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ, ওয়াসি সিদ্দিকী, রকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল ও আসাদুজ্জামান।

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং স্কোয়াড: জর্জ মার্থিনাস, ভ্যান হারডেন (অধিনায়ক), মেকা-এল প্রিন্স, ডিয়ান ফরেস্টে, মোহাম্মদ মানাক, সিজন এনওয়ান্ডা, এঙ্কোবানি হ্যান্ডসাম মোকোয়েনা, রিচার্ড সেলেতসওয়ানে, শেপো ইনোসেন্ট এনটুলি, জিমিলে জুমা, কনর বয়েড, তিয়ান মাইকেল, আন্দিলে ওস্টিন, আন্দিলে চার্লস, রোমাশান-সোমা পিল্লায়, দেওয়ান মারাইস।
++

বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। তিনটি ওয়ানডে ও দুটি চারদিনের ম্যাচ খেলতে ৭ মে ঢাকায় পা রাখবে তারা। এ সিরিজকে সামনে রেখে আজ (শুক্রবার) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।

সিরিজের প্রথম পর্বে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। প্রথম ম্যাচ ১২ মে, পরবর্তী দুটি ১৪ ও ১৬ মে অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।

এরপর ২১ মে থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে, ২৭ মে থেকে। সফরের শেষে ৩১ মে দেশে ফিরবে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল।

বাংলাদেশ ইমার্জিং স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিশান আলম, রায়ান রাফসান রহমান, আরিফুল ইসলাম, আহরার আমিন, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, তোফায়েল আহমেদ, ওয়াসি সিদ্দিকী, রকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল ও আসাদুজ্জামান।

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং স্কোয়াড:জর্জ মার্থিনাস, ভ্যান হারডেন (অধিনায়ক), মেকা-এল প্রিন্স, ডিয়ান ফরেস্টে, মোহাম্মদ মানাক, সিজন এনওয়ান্ডা, এঙ্কোবানি হ্যান্ডসাম মোকোয়েনা, রিচার্ড সেলেতসওয়ানে, শেপো ইনোসেন্ট এনটুলি, জিমিলে জুমা, কনর বয়েড, তিয়ান মাইকেল, আন্দিলে ওস্টিন, আন্দিলে চার্লস, রোমাশান-সোমা পিল্লায়, দেওয়ান মারাইস।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র রহম ন ল ইসল ম প রথম

এছাড়াও পড়ুন:

গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ

বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে শোকজ করা হয়েছে। আজ বুধবার দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ তাদের এ নোটিশ পাঠানো হয়েছে বলে বিএনপির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।

গত বছরের নভেম্বরে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস কাদের চৌধুরীকে একবার শোকজ করা হয়েছিল। তখন তিনি শোকজের জবাব দিয়েছিলেন। তবে অসন্তোষ প্রকাশ করে গিয়াস কাদেরকে সতর্ক করেছিল বিএনপি।

গিয়াস কাদের চৌধুরী ফজলুল কাদের চৌধুরীর ছেলে ও প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ভাই। আর চট্টগ্রাম উত্তর জেলার রাজনীতিতে গিয়াসের সঙ্গে গোলাম আকবরের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘদিনের।

সম্পর্কিত নিবন্ধ

  • গ্রিল কেটে বাসায় চুরি, গ্রেপ্তার ৫
  • বসুন্ধরার চেয়ারম্যানসহ পরিবারের ২২ কোম্পানির শেয়ার ও ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
  • দল থেকে কারণ দর্শানোর নোটিশ পেলেন গিয়াস কাদের ও গোলাম আকবর
  • গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকারকে শোকজ