টোল গেটে একাধিক গাড়িকে বাসের ধাক্কা, নিহত ১০
Published: 2nd, May 2025 GMT
ফিলিপাইনের উত্তরাঞ্চলের অন্যতম একটি ব্যস্ত মহাসড়কের টোল গেটে একটি বাস একাধিক গাড়িকে ধাক্কা দেওয়ার পর অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। বৃহস্পতিবার সুবিক-ক্লার্ক-টারলাক এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে। খবর বিবিসির
পুলিশ জানায়, বাস চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। বাসটির কন্ডাক্টরকেও আটক করা হয়েছে।
বৃহস্পতিবার শ্রম দিবসে পরিবারগুলো ভ্রমণরত অবস্থায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় ১০০ কিলোমিটার দীর্ঘ সুবিক-ক্লার্ক-তার্লাক এক্সপ্রেসওয়ে দিয়ে ম্যানিলা ও পার্শ্ববর্তী প্রদেশগুলোর মধ্যে শ্রমিকরা নিয়মিত চলাচল করেন। দুর্ঘটনায় জড়িত বাসটি পরিচালনাকারী কোম্পানি সলিড নর্থ বাসের অপারেশন স্থগিত করেছে ফিলিপাইনের পরিবহন মন্ত্রণালয়।
রেড ক্রস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, দুর্ঘটনায় তিনটি এসইউভি ও একটি কনটেইনার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দুর্ঘটনায় যারা আহত হয়েছেন, তাদের হাসপাতালে খাবার ও অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে।
ফিলিপাইনে প্রায়ই বাস দুর্ঘটনার খবর পাওয়া যায়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাস চালকদের মাদক গ্রহণের অনেক তথ্যও সামনে এসেছে। তবে বৃহস্পতিবারের দুর্ঘটনার সঙ্গে এর কোনো যোগ আছে কি না জানা যায়নি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন হত আহত দ র ঘটন ত হয় ছ
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//