আওয়ামী লীগের পরিণতি কী হবে, ৫ আগস্ট রায় দেওয়া হয়েছে: তুষার
Published: 2nd, May 2025 GMT
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেছেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতা আপনাকে (প্রধান উপদেষ্টা) ক্ষমতায় বসিয়েছে। আপনি কিন্তু এটা বলতে পারেন না যে আওয়ামী লীগ ঠিক করবে আওয়ামী লীগের কী পরিণতি হবে। এটা আওয়ামী লীগ ঠিক করবে না। .
গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এনসিপির ঢাকা মহানগর কমিটি আয়োজিত এই সমাবেশে বক্তব্য দেন সারোয়ার তুষার। আজ শুক্রবার বিকেলে ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্প্রতি কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল–জাজিরাকে সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কি না, সে প্রশ্ন করেছিলেন আল–জাজিরার উপস্থাপক। জবাবে প্রধান উপদেষ্টা বলেছিলেন, এই প্রশ্নের জবাবের একটি অংশ আওয়ামী লীগকেই নির্ধারণ করতে হবে। দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কি না। তারা এখনো কিছু ঘোষণা করেনি। তা ছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কী প্রতিক্রিয়া দেয়, সেটাসহ অন্যান্য বিষয় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এনসিপির সমাবেশে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, যারা শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের দুরভিসন্ধি কোনো দিন সফল হবে না। বাংলাদেশ ও ঢাকার রাজপথ এনসিপির দখলে থাকবে, ছাত্র-জনতার দখলে থাকবে। আওয়ামী লীগের কোনো পুনর্বাসন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। যত দিন বাংলাদেশে এনসিপি থাকবে, যত দিন ছাত্র-জনতা থাকবে, যত দিন জুলাই যোদ্ধারা থাকবে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো পুনর্বাসন হবে না।
সারোয়ার তুষার বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো রাজনীতি হবে না। দিল্লির কোনো রাজনীতি, ভারতপন্থী কোনো রাজনীতি বাংলাদেশে আর হবে না। বাংলাদেশের রাজনীতি হবে বাংলাদেশপন্থী রাজনীতি। যারা ভারত ও দিল্লিপন্থী রাজনীতি এখানে চাপিয়ে দিতে চাইবে, বাংলাদেশের ছাত্র-জনতা তাদের প্রতিরোধ করবে।
নির্বাচনের জন্য এনসিপি প্রস্তুত আছে উল্লেখ করে সারোয়ার তুষার বলেন, কিন্তু নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, আওয়ামী লীগের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। আগামী নির্বাচনের ব্যালট পেপারে নৌকা মার্কা থাকতে পারবে না। এই ব্যাপারে বাংলাদেশের ছাত্র-জনতা রায় দিয়ে দিয়েছে।
রাজনৈতিক দলগুলোর প্রতি এনসিপির পক্ষ থেকে একটি আহ্বানও জানান সারোয়ার তুষার৷ তিনি বলেন, ‘এনসিপি তার অবস্থান পরিষ্কার করেছে, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি হবে না। আপনারাও কোনো রকম চালাকি করবেন না, আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। আওয়ামী লীগ নিয়ে আপনাদের অবস্থান কী, তা জনগণের সামনে পরিষ্কার করুন। প্রতিটি রাজনৈতিক দলকে তাদের ইশতেহারে আওয়ামী লীগ নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল দ শ র ছ ত র জনত র অবস থ ন র র জন ত র জন ত ক এনস প র আওয় ম
এছাড়াও পড়ুন:
দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দিলেন মেজর (অব.) আ
বিএনপির সাবেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।
মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।
দলটিতে যোগ দিয়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দিয়ে বরণ করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএনপিতে থাকা অবস্থায় দলটির বিরুদ্ধে মন্তব্য করাসহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তিনি আলোচিত হন।
বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঢাকা/নঈমুদ্দীন//