ভারত সফর যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে: ফাহিম
Published: 2nd, May 2025 GMT
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই বছরের আগস্টে বাংলাদেশে আসবে ভারত জাতীয় ক্রিকেট দল। এপ্রিলের মাঝামাঝি সময়ে সফরসূচিও প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিন্তু আজ শুক্রবার (০২ মে) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, কোহলিদের বাংলাদেশ সফর করার সম্ভাবনা ক্ষীণ। প্রতিবেদনে বলা হয় ‘চলমান পরিস্থিতির কারণে এই সফর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।’
প্রতিবেদনের বিষয়টি প্রসঙ্গে রাইজিংবিডি যোগাযোগ করে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে। মুঠোফোনে তিনি বলেন, ‘‘সফর যেভাবে হওয়ার কথা আছে সেভাবেই হবে। দুই বোর্ড মিলেই চূড়ান্ত করেছে সুচি। এখানে আর আলোচনার কিছু নেই।’’
আরো পড়ুন:
কাশ্মীরে হামলায় নিহতদের শ্রদ্ধা জানাল ঢাকার ভারতীয় হাইকমিশন
বাংলাদেশকেও পানি দেওয়া বন্ধের দাবি বিজেপির
এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলবে ভারত।
ভারতীয় দল ১৩ আগস্ট ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ আগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। সেখানে প্রথম দুই ম্যাচে লড়াই করবে বাংলাদেশ-ভারত। তৃতীয় ওয়ানডেটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চট্রগ্রামে, একই ভ্যান্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যচটি শুরু হবে ২৬ আগস্ট। মিরপুরে, বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ আগস্ট। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।
ঢাকা/রিয়াদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব