ইন্টারের বিপক্ষে ম্যাচের আগে বার্সার জন্য সুখবর
Published: 2nd, May 2025 GMT
উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগের আগে কিছুটা দুশ্চিন্তায় ছিল দলটি। কারণ, ইনজুরিতে পড়েছেন তাদের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার জুলেস কুন্ডে। তবে সেই দুশ্চিন্তার মাঝে আশার আলো দেখিয়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
দীর্ঘদিন পর দলের নিয়মিত গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান ফিরছেন মাঠে। হাঁটুর ইনজুরির কারণে গত সেপ্টেম্বর থেকে বাইরে থাকা এই জার্মান গোলরক্ষক লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে খেলবেন বলে জানিয়েছেন ফ্লিক। এরই ধারাবাহিকতায় তিনি চ্যাম্পিয়নস লিগে ইন্টারের বিপক্ষেও মাঠে নামবেন বলে আশা করা হচ্ছে।
কোচ ফ্লিক বলেন, “মার্ক ফিরছে। সে খুব ভালো অবস্থায় আছে। অনুশীলনে তার পারফরম্যান্স দারুণ। এখন আমাদের দ্বিতীয় লেগের জন্য প্রস্তুতি নিতে হবে।”
আরো পড়ুন:
রোনালদোর দল লা লিগা থেকে অবনমিত
বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল রিয়াল
এদিকে বার্সা কিছুটা ঘুরিয়ে-ফিরিয়ে দল সাজাবে ভায়াদোলিদের বিপক্ষে ম্যাচে। তবে প্রতিপক্ষ দ্বিতীয় বিভাগে নেমে গেলেও, ম্যাচটি হালকাভাবে নিচ্ছেন না ফ্লিক। তিনি বলেন, “লা লিগা সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা। এটা সত্যিকারের পরিশ্রমের ফল। ভায়াদোলিদ এখনো লা লিগার দল। তাদের যথাযথ সম্মান জানিয়ে আমরা মনোযোগ ধরে রাখছি। এমন ম্যাচেই লিগ শিরোপা হাতছাড়া হয়ে যেতে পারে।”
এই মুহূর্তে বার্সেলোনা লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে, রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে। আগামী রোববার ( ১১ মে) এল ক্লাসিকো। তার আগে পাঁচ ম্যাচ বাকি থাকায় ফ্লিক শিরোপা দৌড়ে সামান্য ভুলেরও সুযোগ রাখতে চান না।
তবে কিছু ইনজুরি সমস্যা এখনও বার্সার চিন্তার কারণ। আলেহান্দ্রো বালদে, রবার্ট লেভানডভস্কি ও মার্ক কাসাদো এখনও মাঠে ফিরতে পারেননি। তবে তারা ইন্টারের বিপক্ষে ফিরতি লেগে খেলার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ইন ট র
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫