সরদার ফজলুল করিমের চিন্তা কালজয়ী হয়ে থাকবে
Published: 2nd, May 2025 GMT
সত্যিকারের গুণীজন আমাদের সমাজে বেশি নেই। যাঁদের চিন্তাচেতনা, জীবনদর্শন সমাজকে আলোকিত করে, জাতিকে অগ্রযাত্রার পথ দেখায়, অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়, প্রতিবন্ধকতা অতিক্রম করতে অনুপ্রাণিত করে, তেমনই একজন মনীষী ছিলেন সরদার ফজলুল করিম। জীবনের স্বাভাবিক নিয়মে তিনি আর সশরীর নেই; কিন্তু তাঁর কাজ ও আদর্শ কালজয়ী হয়ে থাকবে—এমন মন্তব্য করে শ্রদ্ধা জানানো হলো তাঁর জন্মশতবর্ষের অনুষ্ঠানে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে শুক্রবার বিকেলে ‘মনীষী সরদার ফজলুল করিমের জন্মশতবার্ষিকী’ উদ্যাপনের আয়োজন করা হয়েছিল। গান, আবৃত্তি, আলোচনা ও স্মৃতিচারণা, রচনা থেকে পাঠের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় তাঁকে। আয়োজন করেছিল সরদার ফজলুল করিম স্মৃতি পরিষদ। ১৯২৫ সালের পয়লা মে তাঁর জন্ম। আয়োজকেরা জানান, মে দিবসের কারণে এক দিন পরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘মনীষী সরদার ফজলুল করিমের জন্মশতবার্ষিকী’র অনুষ্ঠানে উপস্থিত দর্শক–শ্রোতাদের একাংশ। শুক্রবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন ম
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব