সরদার ফজলুল করিমের চিন্তা কালজয়ী হয়ে থাকবে
Published: 2nd, May 2025 GMT
সত্যিকারের গুণীজন আমাদের সমাজে বেশি নেই। যাঁদের চিন্তাচেতনা, জীবনদর্শন সমাজকে আলোকিত করে, জাতিকে অগ্রযাত্রার পথ দেখায়, অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়, প্রতিবন্ধকতা অতিক্রম করতে অনুপ্রাণিত করে, তেমনই একজন মনীষী ছিলেন সরদার ফজলুল করিম। জীবনের স্বাভাবিক নিয়মে তিনি আর সশরীর নেই; কিন্তু তাঁর কাজ ও আদর্শ কালজয়ী হয়ে থাকবে—এমন মন্তব্য করে শ্রদ্ধা জানানো হলো তাঁর জন্মশতবর্ষের অনুষ্ঠানে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে শুক্রবার বিকেলে ‘মনীষী সরদার ফজলুল করিমের জন্মশতবার্ষিকী’ উদ্যাপনের আয়োজন করা হয়েছিল। গান, আবৃত্তি, আলোচনা ও স্মৃতিচারণা, রচনা থেকে পাঠের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় তাঁকে। আয়োজন করেছিল সরদার ফজলুল করিম স্মৃতি পরিষদ। ১৯২৫ সালের পয়লা মে তাঁর জন্ম। আয়োজকেরা জানান, মে দিবসের কারণে এক দিন পরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
‘মনীষী সরদার ফজলুল করিমের জন্মশতবার্ষিকী’র অনুষ্ঠানে উপস্থিত দর্শক–শ্রোতাদের একাংশ। শুক্রবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জন ম
এছাড়াও পড়ুন:
বার্সেলোনায় গোলকিপার–সংকট: অধিনায়ক টের স্টেগেন এখন ক্লাবের ‘শত্রু’
মার্ক-আন্দ্রে টের স্টেগেন শুধু বার্সেলোনার এক নম্বর গোলকিপারই নন, দলের অধিনায়কও। অথচ চোটে পড়ার পর সেই টের স্টেগেন এখন হয়ে গেছেন বার্সেলোনার বড় শত্রু! কীভাবে?
চোটের কারণে চার মাসের বেশি সময় মাঠের বাইরে থাকবেন টের স্টেগেন। এই কারণে বার্সা চেয়েছিল লা লিগার চোট–বদলি নিয়ম ব্যবহার করে দলে নতুন আসা গোলকিপার হোয়ান গার্সিয়াকে নিবন্ধন করাতে। কিন্তু জার্মান এই গোলকিপার জানিয়ে দিয়েছেন—নিজের চিকিৎসাসংক্রান্ত তথ্য লা লিগার হাতে দিতে তিনি রাজি নন। আর তাতেই আটকে গেছে বার্সার পরিকল্পনা।
লা লিগার নতুন মৌসুমে বার্সেলোনা প্রথম ম্যাচটা খেলবে ১৬ আগস্ট, মায়োর্কার বিপক্ষে। কিন্তু এর আগে গোলকিপার নিয়ে অপ্রত্যাশিত এক সমস্যায় পড়েছেন বার্সা কোচ হান্সি ফ্লিক। গার্সিয়াকে নিবন্ধন করাতে না পারলে লিগে প্রথম ম্যাচে কাকে খেলাবেন ফ্লিক, এ নিয়ে তাঁর কপালে চিন্তার ভাঁজ।
ক্লাবের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন টের স্টেগেন