গাজীপুরে সুতার কারখানা ও ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
Published: 3rd, May 2025 GMT
গাজীপুর মহানগরীর দেউলিয়াবাড়ি এলাকার ঝুট গোডাউন ও মিনি সুতা তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (৩ মে) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: গাজীপুরে সুতার কারখানা ও ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
আরো পড়ুন:
পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে যাত্রীসহ নালায় রিকশা, শিশু নিখোঁজ
আজ দুপুর পৌনে ১২ টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ি, চৌরাস্তা ও কাশিমপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “কোনাবাড়ী ফায়ার স্টেশনে দুপুর ১১টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায়। ফয়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।”
এলাকাবাসী জানান, প্রথমে ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা জান্নাতুল এন্টারপ্রাইজ নামের একটি সুতা তৈরির কারখানায় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
জান্নাতুল টেক্সটাইল কারখানার মালিক জাহাঙ্গীর বলেন, “বাইরে থেকে আগুনটা লেগেছে। আমার কারখানার ভেতর থেকে আগুন লাগার সুযোগ নেই। আমার ৬ কোটি টাকার মালামাল ছিল। আগুনে সব শেষ হয়ে গেছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আগ ন আগ ন ল গ ইউন ট
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন