গাজীপুরে সুতার কারখানা ও ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
Published: 3rd, May 2025 GMT
গাজীপুর মহানগরীর দেউলিয়াবাড়ি এলাকার ঝুট গোডাউন ও মিনি সুতা তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (৩ মে) দুপুর আড়াইটার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: গাজীপুরে সুতার কারখানা ও ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
আরো পড়ুন:
পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে যাত্রীসহ নালায় রিকশা, শিশু নিখোঁজ
আজ দুপুর পৌনে ১২ টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ি, চৌরাস্তা ও কাশিমপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “কোনাবাড়ী ফায়ার স্টেশনে দুপুর ১১টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায়। ফয়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।”
এলাকাবাসী জানান, প্রথমে ঝুটের গুদামে আগুন লাগে। পরে তা জান্নাতুল এন্টারপ্রাইজ নামের একটি সুতা তৈরির কারখানায় ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
জান্নাতুল টেক্সটাইল কারখানার মালিক জাহাঙ্গীর বলেন, “বাইরে থেকে আগুনটা লেগেছে। আমার কারখানার ভেতর থেকে আগুন লাগার সুযোগ নেই। আমার ৬ কোটি টাকার মালামাল ছিল। আগুনে সব শেষ হয়ে গেছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আগ ন আগ ন ল গ ইউন ট
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব