সংক্ষিপ্ত যুদ্ধবিরতির প্রস্তাব পুতিনের ‘নাটক’: জেলেনস্কি
Published: 4th, May 2025 GMT
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘নাটক’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি ৩০ দিনের যুদ্ধবিরতির উপর জোর দিয়েছেন।
শুক্রবার সাংবাদিকদের একটি ছোট দলকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন; যা শনিবার পর্যন্ত প্রকাশে নিষেধাজ্ঞা ছিল। খবর আল জাজিরার।
কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, মস্কোর বিজয় দিবস উদযাপনের সঙ্গে মিল রেখে রুশ নেতা তিন দিনের একতরফা যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর, পুতিনের বিরুদ্ধে ‘খেলা’ করার অভিযোগ এনেছেন জেলেনস্কি।
আরো পড়ুন:
ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানোর কথা স্বীকার করল উত্তর কোরিয়া
ক্রিমিয়া ছাড়তে নারাজ ইউক্রেন, জেলেনস্কির কড়া সমালোচনায় ট্রাম্প
তিনি বলেন, “এটি তার (পুতিনের) পক্ষ থেকে একটি নাটকীয় পরিবেশনা। কারণ দুই বা তিন দিনের মধ্যে, যুদ্ধ শেষ করার পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা তৈরি করা অসম্ভব।”
রাশিয়া আগামী ৮ মে থেকে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে, কিন্তু এখনো কিয়েভ ও ওয়াশিংটনের পক্ষ থেকে প্রস্তাবিত নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নেয়নি। যুক্তরাষ্ট্র তিন বছর ধরে চলা রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
জেলেনস্কি ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘গুরুত্বপূর্ণ নয়’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, কিয়েভ মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থাপিত দীর্ঘস্থায়ী, ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের জন্য প্রস্তুত।
তিনি বলেন, “আমরা কোনো সুন্দর পরিবেশ তৈরির খেলা খেলছি না, যাতে পুতিন ৯ মে’র অনুষ্ঠান উপলক্ষে নিজের একঘেয়েমি কাটিয়ে উঠতে পারেন।” ওই দিন রাশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উদযাপনে প্রায় ২০টি দেশের নেতা মস্কো সফরে যাচ্ছেন।
ইউক্রেন মনে করে, রাশিয়ার তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব আসলে কিয়েভকে ৯ মে’র অনুষ্ঠানে মস্কোতে হামলা না করতে বাধ্য করার কৌশল।
জেলেনস্কি বিদেশী নেতাদের ৯ মে মস্কো সফর এবং বিজয় দিবস উদযাপনে অংশ নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে যা ঘটবে তার জন্য আমরা দায়ী হতে পারি না। তারা আপনাকে নিরাপত্তা প্রদান করে এবং তাই আমরা আপনাকে কোনো গ্যারান্টি দেব না।”
রাশিয়ান কর্মকর্তারা জেলেনস্কির মন্তব্যকে হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জেলেনস্কির বিরুদ্ধে ৯ মে-এর অনুষ্ঠানে যোগদানের পরিকল্পনাকারী বিদেশী নেতাদের সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ করেছেন।
ক্রেমলিন হুুঁশিয়ারি দিয়ে বলেছে, “কেউ গ্যারান্টি দিতে পারে না যে, ৯ মে বিজয় দিবস উদযাপনের সময় ইউক্রেন মস্কোতে হামলা করলে কিয়েভ ১০ মে পর্যন্ত টিকে থাকবে।”
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে বলেছেন, “তিনি (জেলেনস্কি) পবিত্র দিবসে কুচকাওয়াজ এবং উদযাপনে আসা বিদেশি নেতাদের শারীরিক নিরাপত্তার জন্য হুমকি দিচ্ছেন। তার বক্তব্য.
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, “পুতিনের তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ‘শান্তির জন্য ইউক্রেনের প্রস্তুতির পরীক্ষা’। এবং আমরা অবশ্যই সরকারি ছুটির দিনে সংঘাত কমানোর লক্ষ্যে পদক্ষেপের জন্য অপেক্ষা করব।”
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন ইউক র ন কর ছ ন র জন য
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়াইম্যাক্স ইলেকট্রোডস
পুঁজিবাজারে ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেডের পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নিয়েছে।
তথ্য মতে, লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতি অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর হাইব্রড সিস্টেমে অনুষ্ঠিত হবে। আর এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৭৮ টাকা।
এদিকে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে (৪৩.৪৪) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল (১৪.৫০) টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩.২৭ টাকায়।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা