ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষিত তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘নাটক’ বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি ৩০ দিনের যুদ্ধবিরতির উপর জোর দিয়েছেন।

শুক্রবার সাংবাদিকদের একটি ছোট দলকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন; যা শনিবার পর্যন্ত প্রকাশে নিষেধাজ্ঞা ছিল। খবর আল জাজিরার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, মস্কোর বিজয় দিবস উদযাপনের সঙ্গে মিল রেখে রুশ নেতা তিন দিনের একতরফা যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পর, পুতিনের বিরুদ্ধে ‘খেলা’ করার অভিযোগ এনেছেন জেলেনস্কি।

আরো পড়ুন:

ইউক্রেন যুদ্ধে সেনা পাঠানোর কথা স্বীকার করল উত্তর কোরিয়া

ক্রিমিয়া ছাড়তে নারাজ ইউক্রেন, জেলেনস্কির কড়া সমালোচনায় ট্রাম্প

তিনি বলেন, “এটি তার (পুতিনের) পক্ষ থেকে একটি নাটকীয় পরিবেশনা। কারণ দুই বা তিন দিনের মধ্যে, যুদ্ধ শেষ করার পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা তৈরি করা অসম্ভব।”

রাশিয়া আগামী ৮ মে থেকে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে, কিন্তু এখনো কিয়েভ ও ওয়াশিংটনের পক্ষ থেকে প্রস্তাবিত নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নেয়নি। যুক্তরাষ্ট্র তিন বছর ধরে চলা রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

জেলেনস্কি ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘গুরুত্বপূর্ণ নয়’ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, কিয়েভ মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থাপিত দীর্ঘস্থায়ী, ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের জন্য প্রস্তুত।

 

তিনি বলেন, “আমরা কোনো সুন্দর পরিবেশ তৈরির খেলা খেলছি না, যাতে পুতিন ৯ মে’র অনুষ্ঠান উপলক্ষে নিজের একঘেয়েমি কাটিয়ে উঠতে পারেন।” ওই দিন রাশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উদযাপনে প্রায় ২০টি দেশের নেতা মস্কো সফরে যাচ্ছেন।

ইউক্রেন মনে করে, রাশিয়ার তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব আসলে কিয়েভকে ৯ মে’র অনুষ্ঠানে মস্কোতে হামলা না করতে বাধ্য করার কৌশল। 

জেলেনস্কি বিদেশী নেতাদের ৯ মে মস্কো সফর এবং বিজয় দিবস উদযাপনে অংশ নেওয়ার বিরুদ্ধেও সতর্ক করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, “রাশিয়ান ফেডারেশনের ভূখণ্ডে যা ঘটবে তার জন্য আমরা দায়ী হতে পারি না। তারা আপনাকে নিরাপত্তা প্রদান করে এবং তাই আমরা আপনাকে কোনো গ্যারান্টি দেব না।”

রাশিয়ান কর্মকর্তারা জেলেনস্কির মন্তব্যকে হুমকি হিসেবে চিহ্নিত করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জেলেনস্কির বিরুদ্ধে ৯ মে-এর অনুষ্ঠানে যোগদানের পরিকল্পনাকারী বিদেশী নেতাদের সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ করেছেন।

ক্রেমলিন হুুঁশিয়ারি দিয়ে বলেছে, “কেউ গ্যারান্টি দিতে পারে না যে, ৯ মে বিজয় দিবস উদযাপনের সময় ইউক্রেন মস্কোতে হামলা করলে কিয়েভ ১০ মে পর্যন্ত টিকে থাকবে।”

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে বলেছেন, “তিনি (জেলেনস্কি) পবিত্র দিবসে কুচকাওয়াজ এবং উদযাপনে আসা বিদেশি নেতাদের শারীরিক নিরাপত্তার জন্য হুমকি দিচ্ছেন। তার বক্তব্য.

.. অবশ্যই, একটি সরাসরি হুমকি।”

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, “পুতিনের তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ‘শান্তির জন্য ইউক্রেনের প্রস্তুতির পরীক্ষা’। এবং আমরা অবশ্যই সরকারি ছুটির দিনে সংঘাত কমানোর লক্ষ্যে পদক্ষেপের জন্য অপেক্ষা করব।”

ঢাকা/ফিরোজ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন ইউক র ন কর ছ ন র জন য

এছাড়াও পড়ুন:

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার (১৩‌ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।

শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ