ভয়েস অব আমেরিকার কর্মীদের কাজে ফেরানোর আদেশ যুক্তরাষ্ট্রের আপিল আদালতে স্থগিত
Published: 4th, May 2025 GMT
ট্রাম্প প্রশাসনকে ভয়েস অব আমেরিকার (ভিওএ) এক হাজারের বেশি কর্মীকে কাজে ফিরিয়ে আনতে আদালতের দেওয়া একটি আদেশ গতকাল শনিবার স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল আপিল আদালত।
মার্কিন ডিস্ট্রিক্ট বিচারক রয়স ল্যামবার্থ গত ২২ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, তারা যেন মার্কিন সংবাদমাধ্যমটির কর্মী ও ঠিকাদারদের তাঁদের পদে পুনর্বহাল এবং রেডিও, টেলিভিশন ও অনলাইন সংবাদের সম্প্রচার ও কিছু অনুদান আবার শুরু করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করে।
গতকাল আপিল আদালতের ২-১ ভোটে গৃহীত রায়ে বলা হয়েছে, ভয়েস অব আমেরিকার কর্মীদের কাজে ফেরানো এবং রেডিও ফ্রি এশিয়া ও মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের জন্য নির্ধারিত ১৫ মিলিয়ন (দেড় কোটি) ডলারের অনুদান ফিরিয়ে দেওয়ার ল্যামবার্থের ওই আদেশ জারির যথাযথ বিচারিক ক্ষমতা ছিল না।
গতকাল আপিল আদালতের ২-১ ভোটে গৃহীত রায়ে বলা হয়েছে, ভয়েস অব আমেরিকার কর্মীদের কাজে ফেরানো এবং রেডিও ফ্রি এশিয়া ও মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের জন্য নির্ধারিত ১৫ মিলিয়ন ডলারের অনুদান ফিরিয়ে দেওয়ার ল্যামবার্থের ওই আদেশ জারির যথাযথ বিচারিক ক্ষমতা ছিল না।ট্রাম্পের নির্দেশে গত মার্চ মাসে আকস্মিকভাবে সম্প্রচার বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের ‘এজেন্সি ফর গ্লোবাল মিডিয়া (ইউএসএজিএম)’। একই সঙ্গে সংস্থাটি এক হাজারের বেশি কর্মীকে ছুটিতে পাঠায় ও ৬০০ ঠিকাদারকে ছাঁটাইয়ের নোটিশ দেয়।
আপিল আদালত রায়ে উল্লেখ করেন, ল্যামবার্থের আদেশে ভয়েস অব আমেরিকার ‘আইনানুযায়ী নির্ধারিত সম্প্রচার’ আবার চালুর বিষয়টি সরকার চ্যালেঞ্জ করেনি।
গত শুক্রবার প্রকাশিত একাধিক প্রতিবেদনে বলা হয়, ভয়েস অব আমেরিকা আগামী সপ্তাহে সম্প্রচার আবার শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তবে এ বিষয়ে ইউএসএজিএম গতকাল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এ সিদ্ধান্ত প্রায় নিশ্চিত করে দিচ্ছে যে মামলাটি সম্পূর্ণ নিষ্পত্তি হওয়ার আগেই এসব নেটওয়ার্ক কার্যত বিলুপ্ত হয়ে যাবে।কর্নেলিয়া পিলার্ড, মার্কিন সার্কিট বিচারকআপিল আদালতের রায়ে ভিন্নমত পোষণ করেছেন যুক্তরাষ্ট্রের সার্কিট বিচারক কর্নেলিয়া পিলার্ড। তিনি বলেন, ওই সিদ্ধান্ত প্রায় নিশ্চিত করে দিচ্ছে যে মামলাটি সম্পূর্ণ নিষ্পত্তি হওয়ার আগেই এসব নেটওয়ার্ক কার্যত বিলুপ্ত হয়ে যাবে।
পিলার্ড আরও বলেন, এ কারণে অদূরভবিষ্যতে ভয়েস অব আমেরিকা নীরব হয়ে যাবে এবং রেডিও ফ্রি এশিয়া ও মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কের শেষ পর্যন্ত মামলা টিকিয়ে রাখার সামর্থ্য থাকবে না।
আরও পড়ুনট্রাম্পের নির্দেশে ভয়েস অব আমেরিকার ১৩০০ কর্মী ছুটিতে যাচ্ছেন১৬ মার্চ ২০২৫ট্রাম্পের নির্দেশের পর ৮০ বছরের ইতিহাসে এই প্রথম ভয়েস অব আমেরিকা সংবাদ সম্প্রচার বন্ধ রেখেছে। তাদের ওয়েবসাইট গত ১৫ মার্চের পর থেকে হালনাগাদ হয়নি ও অনুষ্ঠাননির্ভর বিদেশের রেডিও স্টেশনগুলো এখন বন্ধ আছে বা শুধু সংগীত সম্প্রচার করছে।
বিচারক ল্যামবার্থ রায়ে উল্লেখ করেছিলেন, মার্কিন কংগ্রেস এসব সম্প্রচার বাধ্যতামূলক করেছে এবং নির্বাহী বিভাগকে একতরফাভাবে সেগুলো বন্ধ বা অর্থায়ন বন্ধের অনুমতি দেয়নি।
ট্রাম্পের নির্দেশের পর ৮০ বছরের ইতিহাসে এই প্রথম ভয়েস অব আমেরিকা সংবাদ সম্প্রচার বন্ধ রেখেছে। তাদের ওয়েবসাইট গত ১৫ মার্চের পর থেকে হালনাগাদ হয়নি ও অনুষ্ঠাননির্ভর বিদেশের রেডিও স্টেশনগুলো এখন বন্ধ আছে বা শুধু সংগীত সম্প্রচার করছে।ট্রাম্পের উপদেষ্টা ক্যারি লেক ১৫ মার্চ ভয়েস অব আমেরিকার সম্প্রচার বন্ধের ঘোষণা দেন এবং ইউএসএজিএমের প্রায় সব কর্মীকে ছুটিতে পাঠান। তিনি বলেন, সংস্থাটি ‘অপূরণীয়ভাবে ভেঙে পড়েছে’ ও ট্রাম্পের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট। আপিল আদালতের রায়কে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আমাদের জন্য এক বিশাল জয়’ বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুনভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের রেডিও সম্প্রচার বন্ধ হচ্ছে১৫ জুলাই ২০২১আরও পড়ুনভয়েস অব আমেরিকা বন্ধে ট্রাম্পের সিদ্ধান্তকে অবৈধ দাবি করে মামলা২২ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল য মব র থ র ন টওয় র ক বন ধ র ত ১৫ ম র কর ম গতক ল
এছাড়াও পড়ুন:
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকী আজ
বর্ষা ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু। বর্ষাতেই পৃথিবীর মায়া কাটিয়ে পরলোকে যাত্রা করেছিলেন বাঙালি মনন–সৃজনের এই অসাধারণ প্রতিভা। আজ ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম প্রয়াণবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তাঁর জীবনাবসান হয়েছিল।
রবীন্দ্রনাথ ঠাকুর লেখালেখি শুরু করেছিলেন মাত্র আট বছর বয়সে। বিচিত্র তার বিষয়, বিপুল তার পরিমাণ। তাঁর সৃজনপ্রতিভা বাংলা কাব্য, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ, নাটক, ভ্রমণ, চিঠিপত্র, শিশুসাহিত্যসহ বাংলা সাহিত্যকে স্বর্ণময় উজ্জ্বলতা দান করেছে। গীত রচনা ও সুরস্রষ্টা হিসেবে তিনি নিজেই নিজের তুলনা। চিত্রকলা নতুন মাত্রা লাভ করেছে তাঁর প্রতিভায়।
রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাবিস্তার, সাংগঠনিক কর্ম ও সমাজকল্যাণমূলক কাজেও অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি কৃষক ও পল্লি উন্নয়নের জন্য চালু করেছিলেন কৃষিঋণব্যবস্থা। নতুন ধরনের শিক্ষার জন্য প্রতিষ্ঠা করেছেন বিশ্বভারতীর মতো প্রতিষ্ঠান। জালিয়ানওয়ালাবাগে দেশবাসীর ওপর ঔপনিবেশিক ব্রিটিশ সেনাদের হত্যাযজ্ঞের প্রতিবাদে তিনি ত্যাগ করেছিলেন নাইটহুড খেতাব।
দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা সুন্দরী দেবী দম্পতির ১৫ সন্তানের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন ১৪তম। কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারের জোড়াসাঁকোর বাড়িতে তাঁর জন্ম ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ। ঠাকুর পরিবার তখন ছিল মর্যাদা ও সংস্কৃতিচর্চায় বিশেষ খ্যাতির অধিকারী। সেই পরিবেশ শৈশবেই রবীন্দ্রনাথ ঠাকুরের মনকে মুক্ত করে দিয়েছিল। পরবর্তীকালে বিশেষত বাংলার পদ্মা, মেঘনা, যমুনায় নৌকায় ভ্রমণের মধ্য দিয়ে তিনি নিসর্গ ও সাধারণ মানুষের জীবনযাত্রার অভিজ্ঞতা প্রত্যক্ষ করেছিলেন, যার প্রভাব তাঁর সাহিত্যে বিপুলভাবে পড়েছে।
১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্যের দরবারে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও কবির গান সাহস ও প্রেরণা জুগিয়েছে। তাঁর গান আমাদের জাতীয় সংগীত। সব মিলিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর শ্রদ্ধা ও ভালোবাসায় বাঙালির হৃদয়ে অম্লান হয়ে আছেন।
বিশ্বকবির প্রয়াণবার্ষিকী উপলক্ষে আজ সন্ধ্যা সাতটায় রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে রয়েছে ছায়ানটের অনুষ্ঠান। আগামীকাল বৃহস্পতিবার বাংলা একাডেমির আয়োজনে হবে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে বিকেল চারটায় এ অনুষ্ঠান শুরু হবে।