ফোন পেয়ে বের হয়েছিলেন যুবক, লাশ মিলল খালে
Published: 4th, May 2025 GMT
চট্টগ্রাম নগরে খাল থেকে আবদুর রহিম (৩২) নামের এক নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নগরের কোতোয়ালি থানার দেওয়ান বাজারের রুমঘাটা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আবদুর রহিমের বাড়ি ভোলার চরভোতা এলাকায়। চট্টগ্রাম নগরের দেওয়ান বাজার এলাকায় একটি প্রতিষ্ঠানে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন তিনি। তাঁর লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আজ রোববার দুপুরে মর্গের সামনে কথা হয় নিহত আবদুর রহিমের বাবা উবাইদুল্লাহর সঙ্গে। তিনি বলেন, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর ছেলের কাছে একটি ফোন আসে। এরপর কাজে যোগ না দিয়ে সে অন্য কোথাও চলে যায়। বেলা ২টার পর থেকে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে গতকাল লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।
উবাইদুল্লাহ বলেন, আবদুর রহিম সপ্তাহখানেক আগে জানিয়েছিলেন মুঠোফোনে গেমস খেলে একটি আইফোনসহ চার লাখ টাকা জিতেছেন। যাঁরা এই পুরস্কার দেবেন, তাঁরা ৪০ হাজার টাকা চেয়েছেন। তিনি নিজে ছেলেকে ১৭ হাজার টাকা দেন। ছেলে যেখানে কাজ করে, সেখান থেকেও কিছু ঋণ নিয়েছেন। বিদেশ থেকে আসা লোকজনের কাছ থেকে ওই টাকা ও মুঠোফোন বুঝে নেওয়ার কথা বলে ছেলেকে এর মধ্যে একবার চট্টগ্রাম বিমানবন্দর এলাকায় ডেকে নেওয়া হয়েছিল। তবে তখন ছেলেকে খালি হাতেই ফিরতে হয়েছে।
উবাইদুল্লাহর ধারণা টাকা-মুঠোফোন জেতার বিষয়টির সঙ্গে জড়িত জুয়াড়ি কোনো চক্র তাঁর ছেলেকে হত্যা করেছে। তিনি বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। জুয়ার চক্রটিই হয়তো তাঁকে হত্যা করেছে।’
আজ সকালে হাসপাতালের মর্গের সামনে উপস্থিত হন আবদুর রহিম যে প্রতিষ্ঠানের হয়ে নির্মাণশ্রমিকের কাজ করতেন এর কর্মকর্তা মো.
লাশের সুরতহাল তৈরি করেন কোতোয়ালি থানার এসআই বাহার মিয়া। হাসপাতালের মর্গের সামনে তিনি প্রথম আলোকে বলেন, সুরতহালে শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে। কোতোয়ালি থানার ওসি আবদুল করিম প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির পরিবার এসে লাশ শনাক্ত করেছে‘। কেন, কী কারণে তাঁকে খুন করা হয়েছে; নাকি মৃত্যুর পেছনে অন্য কোনোকিছু রয়েছে, তা তদন্ত করা হচ্ছে। যাঁরা মুঠোফোনে আবদুর রহিমের কাছ থেকে পুরস্কারের কথা বলে টাকা নিয়েছেন, তাঁদেরও বের করার চেষ্টা চলছে।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র স মন
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫