রেলওয়ে পুলিশের অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ৪
Published: 4th, May 2025 GMT
ঢাকা রেলওয়ে পুলিশের বিশেষ অভিযানে রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুরগামী একটি ট্রেনে ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মো. ইয়াসিনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি লুট হওয়া মুঠোফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ৩ মে বিকেল পাঁচটার দিকে এগারসিন্দুর গোধূলী ট্রেনে কয়েকজন যাত্রী মুঠোফোন ও নগদ অর্থ হারান। ছিনতাইকারীরা ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে এসব ছিনিয়ে নেন।
সংবাদ পাওয়ার পর ঢাকা রেলওয়ে পুলিশের একটি বিশেষ টিম রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মো.
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছিনতাই, চুরি, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
ঢাকা রেলওয়ে জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযান চলমান।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র লওয
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব