সৈকতে প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করল চবি বিএনসিসি
Published: 4th, May 2025 GMT
কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের প্রায় ৩৫০ মিটার এলাকা থেকে প্লাস্টিক জাতীয় বর্জ্য পরিস্কার করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বিএনসিসি সেনা শাখা।
রবিবার (৪ মে) ‘নো প্লাস্টিক নো পলিউশন, ক্লিন বিচ ক্লিন সল্যুশন’ স্লোগানে এই কর্মসূচি বাস্তবায়ন করেন তারা।
পরিবেশ বিষয়ক সচেতনতামূলক এই কার্যক্রমে নেতৃত্ব দেন ক্যাডেট সিইউও মো.
আরো পড়ুন:
অপহরণের ৯ দিন পর চবির ৫ শিক্ষার্থী মুক্ত
কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে চবিতে আমরণ অনশন
সিইউও মো. আশরাফুল ইসলাম বলেন, “আমরা বিভিন্ন স্থানে ভ্রমণে গেলে মনের অজান্তেই অনেক অপচনশীল বর্জ্য- বিশেষত প্লাস্টিক জাতীয় বর্জ্য ফেলে পরিবেশকে দূষিত করি। এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আমাদের এই আয়োজন।”
২/লে অধ্যাপক ড. ইসমাইল হোসেন (বিএনসিসিও) বলেন, “চবির বিএনসিসি সেনা শাখা কক্সবাজারে পিকনিকে গিয়ে প্লাস্টিক জাতীয় বর্জ্য পরিষ্কার করে। সদস্যরা আশেপাশের এলাকায় যত্রতত্র ফেলা বিভিন্ন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন এবং সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে উদ্বুদ্ধ করেছেন। এটি অবশ্যই প্রশংসনীয় কাজ।”
তিনি আরো বলেন, “প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ফেলানোয় সমুদ্রের জীববৈচিত্র্য আজ ধ্বংসের মুখে। আমরা এখনই সচেতন না হলে পুরো মানবজাতি বিপর্যয়ের সম্মুখীন হবেন।”
ঢাকা/মিজান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনস স বর জ য
এছাড়াও পড়ুন:
ইউপিজি লিডারশিপে জয়ী শাবিপ্রবির রাজু
ইউনাইটেড পিপল গ্লোবালের (ইউপিজি) লিডারশিপ প্রোগ্রামে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. ইব্রাহীম আলী রাজু। ফলে ফুল-ফান্ডেড স্কলারশিপে যুক্তরাষ্ট্রের হারিকেন আইল্যান্ডে সপ্তাহব্যাপী লিডারশিপ ট্রেইনিংয়ে অংশ নেবেন তিনি।
২০২৪ সালে এ প্রোগ্রামের জন্য সারাবিশ্ব থেকে ১৩ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে এক হাজার জনকে অনলাইনে ৯ সপ্তাহব্যাপী প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়। প্রশিক্ষণ শেষে তাদের মধ্য থেকে ৫০০ জনকে সার্টিফাইড লিডার হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্যে নেতৃত্বগুণ, দক্ষতা ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে সর্বোত্তম ৬০ জনকে যুক্তরাষ্ট্রের হারিকেন আইল্যান্ডে এক সপ্তাহব্যাপী বিশেষ লিডারশিপ প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে উন্মুক্ত ভোটের মাধ্যমে দু’জন প্রতিনিধি নির্বাচিত করা হয়।
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রতিনিধি হিসেবে বাংলাদেশ থেকে ইব্রাহীম আলী রাজু নির্বাচিত হয়েছেন এবং তিনি হারিকেন আইল্যান্ডে এ অঞ্চলের প্রতিনিধিত্ব করবেন। এ বিষয়ে ইব্রাহীম আলী রাজু বলেন, ‘এ জয় আমি উৎসর্গ করছি দেশের প্রতিটি মানুষকে, যারা একটি করে ভোট দিয়ে, দোয়া করে, শুভকামনা জানিয়ে আমার পাশে ছিলেন। v