কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টের প্রায় ৩৫০ মিটার এলাকা থেকে প্লাস্টিক জাতীয় বর্জ্য পরিস্কার করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বিএনসিসি সেনা শাখা।

রবিবার (৪ মে) ‘নো প্লাস্টিক নো পলিউশন, ক্লিন বিচ ক্লিন সল্যুশন’ স্লোগানে এই কর্মসূচি বাস্তবায়ন করেন তারা।

পরিবেশ বিষয়ক সচেতনতামূলক এই কার্যক্রমে নেতৃত্ব দেন ক্যাডেট সিইউও মো.

আশরাফুল ইসলাম। তত্বাবধানে ছিলেন ২/লে অধ্যাপক ড. বায়জিদ মাহমুদ খাঁন (বিএনসিসিও) এবং ২/লে অধ্যাপক ড. ইসমাইল হোসেন।

আরো পড়ুন:

অপহরণের ৯ দিন পর চবির ৫ শিক্ষার্থী মুক্ত

কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবিতে চবিতে আমরণ অনশন 

সিইউও মো. আশরাফুল ইসলাম বলেন, “আমরা বিভিন্ন স্থানে ভ্রমণে গেলে মনের অজান্তেই অনেক অপচনশীল বর্জ্য- বিশেষত প্লাস্টিক জাতীয় বর্জ্য ফেলে পরিবেশকে দূষিত করি। এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আমাদের এই আয়োজন।”

২/লে অধ্যাপক ড. ইসমাইল হোসেন (বিএনসিসিও) বলেন, “চবির বিএনসিসি সেনা শাখা কক্সবাজারে পিকনিকে গিয়ে প্লাস্টিক জাতীয় বর্জ্য পরিষ্কার করে। সদস্যরা আশেপাশের এলাকায় যত্রতত্র ফেলা বিভিন্ন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন এবং সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে উদ্বুদ্ধ করেছেন। এটি অবশ্যই প্রশংসনীয় কাজ।”

তিনি আরো বলেন, “প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ফেলানোয় সমুদ্রের জীববৈচিত্র্য আজ ধ্বংসের মুখে। আমরা এখনই সচেতন না হলে পুরো মানবজাতি বিপর্যয়ের সম্মুখীন হবেন।”

ঢাকা/মিজান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনস স বর জ য

এছাড়াও পড়ুন:

বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান

এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।

আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।

আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।

টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।

কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ

সম্পর্কিত নিবন্ধ