রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ, চুক্তি ১২ মাসের, বেতন মাসে আড়াই লাখ)
Published: 4th, May 2025 GMT
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদের নাম অবেদনবিদ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এ পদে উপযুক্ত বাংলাদেশি প্রার্থী নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। চুক্তিভিত্তিক এ পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। চাকরির মেয়াদ ১২ মাস। তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। সব মিলিয়ে সর্বোচ্চ ২,৫০,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন হবে।
কর্মস্থল: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফিল্ড হাসপাতাল, উখিয়া, কক্সবাজার
আবেদনের বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর (বিশেষ যোগ্যতার ক্ষেত্রে আবেদনের বয়স শিথিলযোগ্য)
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। অবেদনবিদ্যায় (অ্যানেস্থেসিয়োলজি) পোস্ট গ্র্যাজুয়েশন (পিজিটি) প্রশিক্ষণ থাকতে হবে। অবেদনবিদ্যায় এফসিপিএস/এমডি অথবা ডিএ ডিগ্রিধারী হতে হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) বৈধ ও হালনাগাদ লাইসেন্স থাকতে হবে।
চাকরির অভিজ্ঞতা: হাসপাতালে জরুরি বিভাগে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১০ মে ২০২৫, বিকেল ৫টা।
আরও পড়ুনমেট্রোরেলে ১২০ পদে চাকরির সুযোগ৯ ঘণ্টা আগেআরও পড়ুনথাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, জেনে নিন সব তথ্য৯ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ড ক র স ন ট স স ইট
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব