নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, পাসপোর্ট হচ্ছে একজন নাগরিকের জাতিয়তা ও নাগরিকত্ব পরিচয়ের অন্যতম ডকুমেণ্ট। রোহিঙ্গা কিংবা নারায়ণগঞ্জের বাসিন্দা নয় এমন কোন লোক এ অফিস থেকে পাসপোর্ট করলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমরা চাই এ পাসপোর্ট অফিসটি হবে পুরোপুরি দালালমুক্ত। যদি দালালদের আনাগুনা পরিলক্ষিত হয় তাহলে তাৎক্ষনিক মোবাইল টিম পাঠিয়ে অভিযান পরিচালনা করা হবে। রোববার (৪ মে) বেলা ১১ টায় পাসপোর্ট অফিসের কার্যক্রম পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।  

কোন সেবা গ্রহিতা যেন প্রতিবন্ধকতার শিকার না হয় সেদিকটি বিবেচনায় রাখার জন্য সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখার আহব্বান জানিয়ে জেলা প্রশাসক আরো বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্পঘন এলাকা। এ জেলার যারা শিল্পের সঙ্গে জড়িত আছে প্রতিনিয়তই তাদের দেশের বাইরে ভ্রমণ করতে হয়। পাসপোর্ট তাদের জন্য খুবই প্রয়োজন।

দীর্ঘ ৯ মাস এ অফিসের কার্যক্রম বন্ধ ছিল।  সে লক্ষ্যে অফিসের কার্যক্রম নতুনভাবে চালু হয়েছে। আমি আশা করি এখণ জেলাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাগব হবে। পাসপোর্ট প্রতিবন্ধকতার সম্মক্ষিণ না হয়।

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের উপ পরিচালক মো.

জামাল হোসেন বলেন, আজ থেকে পাসপোর্ট সেবা কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে চালু করা হয়েছে। এখন থেকে পাসপোর্টের সকল কার্যক্রম ও সরবরাহ প্রক্রিয়া শুরু হয়েছে।  

তার আগে গত বুধবার দিবাগত রাত ১২ টার পর থেকে অনলাইনে পাসপোর্ট আবেদন কার্যক্রম চালু করা হয়। যুদি কোন কর্মকর্তা ও কর্মচারি অনিয়মে জড়িয়ে পড়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরে ১৮ জুলাই রাতে পাসপোর্ট অফিসটি আগুন দিয়ে জ¦ালিয়ে দেওয়া হয়েছিল। তখন বিতরণের অপেক্ষায় থাকা অন্তত ৮ হাজার পাসপোর্ট আগুনে পুড়ে যায়। আগুনে অফিস ভবনটি ধ্বংসস্তুপে পরিণত হয়। বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম।

এতে জেলার সাতটি থানার লোকজন পাসপোর্ট করতে চরম ভোগান্তিতে পড়েন। পাসপোর্ট করতে ছুটে যেতে হতো পাশ^বর্তী জেলা মুন্সিগঞ্জ ও নরসিংদীতে। ঘটনার ৬ মাস পর গণপূর্ত বিভাগ অফিসটির সংস্কার কাজ শুরু করেন। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ অফ স র

এছাড়াও পড়ুন:

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সন্ত্রাসী ম্যাকলিন গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও সাবেক এমপি শামীম ওসমান বাহিনীর দুর্ধর্ষ ক্যাডার মেহেদী হাসান ম্যাকলিনকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি টিম। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর গুলি চালানোর দিনও শামীম ওসমানের সন্ত্রাসী বাহিনীর সঙ্গে ছিলেন এ ম্যাকলিন। তাকে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়তেও দেখা গেছে।

সোমবার (৪ আগস্ট) সকালে নারায়ণগঞ্জ লিংক রোডস্থ নতুন কোর্ট এলাকা থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ম্যাকলিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী। 

ডিবি পুলিশ জানায়, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার ওপর হামলার মামলার অন্যতম আসামী ম্যাককলিন। আন্দোলন চলাকালীন সময়ে সাবেক এমপি শামীম ওসমানের নেতৃত্বে চাষাঢ়ায় ছাত্র জনতার ওপর অস্ত্র নিয়ে হামলা ও গুলি চালান ম্যাকলিন ও তার সমর্থকেরা।

এদিকে আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ম্যাকলিনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ম্যাকলিনকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রিকুইজিশনে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। ম্যাকলিনকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের টিম ঢাকার ধানমন্ডি নিয়ে গেছে। 

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ফতুল্লা মডেল থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার ম্যাকলিন পরে উচ্চ আদালত থেকে জামিনে বেরিয়ে আসেন।

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জ-৫ আসনে মুফতি মাসুম বিল্লাহকে হাতপাখার প্রার্থী ঘোষণা
  • সোনারগাঁয়ে পাখিদের নিরাপদ আশ্রয়ে গাছে গাছে মাটির হাঁড়ি
  • জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বন্দরে বিএনপির বিজয় র‌্যালি
  • জুলাই স্মৃতিস্তম্ভে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী
  • জুলাই শহীদদের স্মরণে প্রতিবেশ আন্দোলনের বিনামূল্যে গাছের চারা বিতরণ
  • দেশের উন্নয়নে আবদুল মতিন চৌধুরী অবদান স্বরণীয় হয়ে থাকবে: দুলাল 
  • বর্ষপূর্তির বিজয় র‌্যালিকে সফল করতে সদর থানা বিএনপির প্রস্তুতিসভা
  • দেশের উন্নয়নে আবদুল মতিন চৌধুরী অবদান স্বরণীয় হয়ে থাকবে! : দুলাল 
  • মিশনপাড়ার শীর্ষ চাঁদাবাজ রিয়াদ গ্রেপ্তার, এলাকাবাসীর স্বস্তি
  • নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সন্ত্রাসী ম্যাকলিন গ্রেপ্তার