ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় দেশটির সেনাবাহিনীর একটি গাড়ি গভীর গিরিখাতে পড়ে অন্তত তিন সৈন্য নিহত হয়েছেন। আজ রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সৈন্যরা হলেন- অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর।

ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর গাড়িটি মহাসড়ক থেকে ৭০০ ফুট গভীর গিরিখাতে পড়ে গেছে। সেখানে সৈন্যদের মৃতদেহ, গাড়ির ধ্বংসাবশেষ ও কিছু কাগজপত্র পড়ে থাকতে দেখা যায়।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীর গাড়িবহরে থাকা গাড়িটি জম্মু থেকে ন্যাশনাল হাইওয়ে ৪৪ ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে গাড়িটি শ্রীনগরের মহাসড়কের ব্যাটারি চশমা এলাকার গিড়িখাতে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলাবাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এই দুর্ঘটনায় আরও কেউ আহত হয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

সম্পন্ন হলো জুবিন গার্গের শেষকৃত্য

মৃত্যুর পাঁচ দিন পরে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শেষকৃত্য সম্পন্ন হচ্ছে ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের। আসামের কামারকুচি এনসি গ্রামে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জুবিনের শেষকৃত্য সম্পন্ন হয়৷ 

জুবিন ছিলেন নিঃসন্তান। তার মুখে আগুন দিলেন ছোট বোন পামী বড়ঠাকুর। সঙ্গে ছিলেন জুবিনের ঘনিষ্ঠ সহযোগী অরুণ এবং কবি-গীতিকার রাহুল। আসাম পুলিশ গান স্যালুট জানান এই বিখ্যাত গায়ককে।

আরো পড়ুন:

ঢাকায় হানিয়া আমির, ভক্তদের জন্য বিশেষ চমক

ফের বিয়ে করলেন শবনম ফারিয়া

এদিন উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। লাখ লাখ অনুরাগীরা ভিড় জমিয়েছিলেন। চন্দন কাঠে সাজানো চিতায় তোলা হয় গায়কের দেহ৷ পুরোহিতদের মন্ত্রোচ্চারণে চোখের জলে জুবিনকে শেষ বিদায় জানায় আসাম ৷

সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রী এবং আসাম গণপরিষদের (এজিপি) কার্যকরী সভাপতি কেশব মহন্ত জানিয়েছেন, ‘‘কামারকুচির শেষকৃত্যস্থলে জুবিন গার্গের স্মৃতিসৌধ নির্মাণের জন্য ১০ বিঘা জমি নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষে।’’ 

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী অতুল বোরার মন্তব্য, “জুবিন গার্গের পরিবারের সঙ্গে কথা বলেই স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেওয়া হল। পুরো আসামের মানুষ জুবিনকে ভালোবাসে, শ্রদ্ধা করে। জুবিনের বিপুল জনপ্রিয়তার জন্যেই আসামের পাশাপাশি পুরো দেশের মানুষ এখানে এসেছেন।”

এদিকে প্রয়াত গায়কের শেষ স্মৃতি আঁকড়ে রাখতে তার পায়ের ছাপ নিয়ে মোম দিয়ে পাদুকা তৈরি করেছেন শিল্পী দিগন্ত ভারতী। নেটপাড়ার ভাইরাল সেই ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুরাগীরা।
প্রসঙ্গত, প্রথম ময়নাতদন্তের রিপোর্ট জানিয়েছিল, ‘‘পানিতে ডুবে মৃত্যু হয়েছে গায়কের। তার পরেও থেকে গিয়েছিল বেশ কিছু ধোঁয়াশা। তাই মঙ্গলবার ফের ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আসাম সরকার।’’

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ