যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী পুলিশ দেশজুড়ে একাধিক অভিযান চালিয়ে আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, যাঁদের মধ্যে সাতজন ইরানি নাগরিক। আজ রোববার ব্রিটেনের মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

আগের দিন গতকাল শনিবার পাঁচজনকে সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়। তাঁদের মধ্যে চারজন ইরানি নাগরিক। একটি নির্দিষ্ট স্থাপনা লক্ষ্য করে হামলার ষড়যন্ত্রের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তবে পঞ্চম ব্যক্তির জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সুইন্ডন, পশ্চিম লন্ডন, স্টকপোর্ট, রোচডেল ও ম্যানচেস্টারে গ্রেপ্তার অভিযান চালানো হয়।

মেট্রোপলিটন পুলিশের (মেট) সন্ত্রাসবিরোধী শাখার প্রধান কমান্ডার ডমিনিক মারফি বলেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সম্ভাব্য প্ররোচনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জনসাধারণের জন্য কোনো বাড়তি ঝুঁকি আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

একই দিনে পৃথক আরেকটি অভিযানে লন্ডনে আরও তিন ইরানি নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে মেট। এটি ছিল পৃথক আরেকটি সন্ত্রাসবিরোধী তদন্তের অংশ।

এই তিনজন বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন এবং তাঁদের বসবাসের তিনটি ঠিকানায় তল্লাশি চলছে। মেট জানিয়েছে, এই তদন্তের সঙ্গে আগের পাঁচজনকে গ্রেপ্তারের ঘটনার কোনো সম্পর্ক নেই।

অভিযানের গোপনীয়তা রক্ষার্থে ষড়যন্ত্রের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

এই গ্রেপ্তারের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাজ্যে ইরান-সমর্থিত কার্যক্রম নিয়ে তীব্র নজরদারি চলছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, ২০২২ সাল থেকে এখন পর্যন্ত তারা এ ধরনের ২০টির বেশি ষড়যন্ত্র ঠেকিয়েছে এবং ইউরোপজুড়ে ইসরায়েলি ও ইহুদি স্বার্থে হামলার সঙ্গে জড়িত সুইডেনভিত্তিক এক অপরাধী চক্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা ইরানের সঙ্গে সম্পৃক্ত।

লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: তদন ত

এছাড়াও পড়ুন:

সাজেকে নিহত খুবি শিক্ষার্থী রিংকীর মরদেহ নেওয়া হবে গাইবান্ধা

খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের সেশনাল ট্যুরে সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা রিংকীর মরদেহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তার বাড়ি গাইবান্ধায় নেওয়া হবে।

এছাড়া শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে এদিন সকল ক্লাস-পরীক্ষাও বন্ধ রয়েছে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘‘খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সেশনাল ট্যুরের সময় রাঙামাটির সাজেক যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষার্থী মোছা. রুবিনা আফসানা রিংকী নিহত হন। দুর্ঘটনায় নিহত রুবিনা আফসানা রিংকির মরদেহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের বাড়ি গাইবান্ধায় নেওয়া হবে। এই দুর্ঘটনায় আরো কয়েকজন শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। আহতদেরকে দ্রুত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তিনজনকে চট্টগ্রামে স্থানান্তর করা হচ্ছে ।”

তিনি বলেন, “এই শোকাবহ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে মর্মাহত। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে শোক ঘোষণা করা হয়েছে, সকল ক্লাস পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খাগড়াছড়ি এবং বান্দরবানের সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ছাত্রদের সঙ্গে শিক্ষকবৃন্দ উপস্থিত আছেন। তিনি নিজে এবং সহকারী পরিচালকসহ কর্মকর্তারা খাগড়াছড়ি রওনা হয়েছেন।”

খুলনা বিশ্ববিদ্যালয়ের মসজিদসহ সকল উপাসনালয়ে নিহত শিক্ষার্থীর আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা করার জন্য সকলের প্রতি অনুরোধ করেন তিনি। 

এদিকে, সাজেকে শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয় থেকে সব ধরনের সেশনাল ট্যুর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার কাকলি রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ ৪র্থ বর্ষ টার্ম-২ এর সেশনাল ট্যুরে অংশগ্রহণরত অবস্থায় সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময়ে আরো কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। শিক্ষার্থীর এই অকাল মৃত্যুতে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল দূরপাল্লার সেশনাল ট্যুর স্থগিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, রাঙামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার পথে চান্দের গাড়ি পাহাড়ের খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হন। এসময় আহত হয়েছেন আরো ১১ জন। বুধবার দুপুর ১২টার দিকে সাজেকের হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রুবিনা আফসানা রিংকী খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতরা সবাই একই বিভাগের শিক্ষার্থী।

ঢাকা/নুরুজ্জামান/এস

সম্পর্কিত নিবন্ধ