প্রায় সব হারানো রিয়াল মাদ্রিদের ভরসা এখন লা লিগার শিরোপা। যেখানে প্রতিটি ম্যাচ এখন রিয়ালের জন্য বাঁচা-মরার। একটি হার কিংবা ড্র রিয়ালের স্বপ্নকে মিশিয়ে দিতে পারে ধুলোয়। যার ফলে মৌসুমও তাদের শেষ করতে হতে পারে শূন্য হাতে। তেমনই এক পরিস্থিতিতে আজ সেল্তা ভিগোর মুখোমুখি হয়ে রুদ্ধশ্বাস জয় পেয়েছে রিয়াল।

অথচ ম্যাচটা রিয়ালের সহজেই জেতার কথা ছিল। কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলেরের নৈপুণ্যে ৪৮ মিনিটেই রিয়াল এগিয়ে যায় ৩-০ গোলে।  এমবাপ্পে করেছেন জোড়া গোল আর গুলের একটি গোলের পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্টও। কিন্তু তিন গোলের সেই লিডও এক সময় যথেষ্ট মনে হচ্ছিল না।

দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৭৬ মিনিটে ব্যবধান ৩-২ করে সেল্তা। গোল করেন জাভি রদ্রিগেজ ও উইল্ট সুইডবার্গ। ব্যবধান কমিয়ে রিয়ালের ওপর আক্রমণের ঝড়ও তোলে অতিথিরা। সমতা ফেরানোর একাধিক সুযোগও তৈরি করে তারা। কিন্তু শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি আর পায়নি।

আরও পড়ুনরিয়াল মাদ্রিদ সমর্থকেরা কেন নিজেদের খেলোয়াড়দের শিষ দেয়২ ঘণ্টা আগে

শ্বাসরুদ্ধকর এই জয়ের ফলে বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানটা ৭ থেকে ৪-এ নামিয়ে আনল রিয়াল। ৩৪ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৯ আর সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৫। এখন লা লিগায় নিজেদের পরের ম্যাচে একের অপরের মুখোমুখি হবে রিয়াল-বার্সা। মূলত সেই ম্যাচটিতেই হতে পারে লা লিগার শিরোপা নির্ধারণ। ম্যাচটিতে জিতলে আশা বাঁচিয়ে রাখতে পারবে রিয়াল আর হারলে ট্রফি উঁচিয়ে ধরে রাখার সম্ভাবনা একরকম শেষ হয়ে যাবে বললেই চলে।  

জোড়া গোল করেছেন এমবাপ্পে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার (১৩‌ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।

শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ