বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানসহ অন্যান্য সুবিধা বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করবে ইউজিসি। শিক্ষার্থীরাই আমাদের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তাদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”

রবিবার (৪ মে) জবি উপাচার্য অধ্যাপক ড.

মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন। এ সময় বাজেট, আবাসন ও ভাতা বাড়ানোসহ শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়।

ইউজিসি চেয়ারম্যান বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অবকাঠামোগত দিকের পাশাপাশি মানবিক ও কল্যাণমুখী দৃষ্টিভঙ্গি বেশি জরুরি। জবির দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রেজাউল করিম বলেন, “শিক্ষার্থীদের কল্যাণকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। ইউজিসির সহযোগিতা আমাদের প্রচেষ্টাকে আরও বেগবান করবে।”

সাক্ষাতে উপস্থিত ছিলেন জবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষার্থীবিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক প্রমুখ।

ঢাকা/লিমন/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইউজ স

এছাড়াও পড়ুন:

আবারও বিশ্ব রেকর্ড ডুপ্লান্টিসের, এবার লাফালেন তিনতলা বাড়ির উচ্চতা

 আরমান্দ ‘মোন্দো’ ডুপ্লান্টিসের হাতে পোল মানেই যেন বিশ্ব রেকর্ড!

হাঙ্গেরির বুদাপেস্ট মিটে গতকাল যেমন করলেন। পোল ভল্টে গড়া নিজের বিশ্ব রেকর্ড ভাঙলেন নিজেই। পোল নিয়ে ৬.২৯ মিটার উঁচুতে লাফিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইডিশ কিংবদন্তি। মাত্র এক সেন্টিমিটার ব্যবধানে ভেঙেছেন গত জুনে স্টকহোমে গড়া নিজের বিশ্ব রেকর্ড (৬.২৮ মিটার)। বুদাপেস্ট মিটে দ্বিতীয় প্রচেষ্টায় এই উচ্চতার বেশি লাফিয়ে ১৩তম বারের মতো বিশ্ব রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস।

আরও পড়ুন৩২ কেজি ওজনের মাছ শিকার করে ৪ কোটি ৮৬ লাখ টাকা জিতলেন বাস্কেটবল কিংবদন্তি১১ আগস্ট ২০২৫

চলতি বছর পোল ভল্টে এ নিয়ে তৃতীয় রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস। গত ফেব্রুয়ারিতে ক্লেরমন্ট–ফেরান্ডে ৬.২৭ মিটার উচ্চতা টপকে যান ২৫ বছর বয়সী এ অ্যাথলেট। বুদাপেস্টে দ্বিতীয় প্রচেষ্টায় বিশ্ব রেকর্ড গড়া লাফটি দেওয়ার সময় ডুপ্লান্টিসের একটি পা ও পেট বারের সঙ্গে লেগে গিয়েছিল। তবে লাফানোটি আইনসিদ্ধ ছিল।

১৯৮৫ সালের ১৩ জুলাই ইতিহাসের প্রথম পোল ভল্টার হিসেবে ৬ মিটার উচ্চতা লাফিয়ে পার হয়েছিলেন ইউক্রেনের কিংবদন্তি সের্গেই বুবকা। এরপর মোট ২৬ বার ভেঙেছে বিশ্ব রেকর্ড—বুবকা ভাঙেন ১২ বার, ডুপ্লান্টিস ভেঙেছেন ১৩ বার এবং একবার ভেঙেছেন রেঁনাদ লাভিলেনি। ডুপ্লান্টিস ২০২০ সালে ৬.১৭ মিটার লাফিয়ে প্রথম বিশ্ব রেকর্ড ভাঙেন।

বিশ্ব রেকর্ড গড়ার পর ডুপ্লান্টিসের উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ