নারী ও শিশু ধর্ষণ একটি নৈতিক অবক্ষয়জনিত সামাজিক অপরাধ। এরূপ বেদনাদায়ক সংবাদ গণমাধ্যমে ব্যাপক মাত্রায় প্রচারিত হচ্ছে। মাগুরার আছিয়া নামে ৮ বছরের কন্যাশিশুকে বাঁচানো গেল না। দেশের সব গণমাধ্যম নির্মম এই সংবাদটি প্রচার করেছে। আছিয়া বোনের বাড়ি বেড়াতে গিয়ে বোনের শ্বশুর কর্তৃক ধর্ষণের শিকার হয়। বোনের স্বামীর সহায়তায় শ্বশুর হিটু শেখ আছিয়াকে ধর্ষণ করে। ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি সেই পাষণ্ড। ধর্ষণ-পরবর্তী হত্যার চেষ্টা করে। অচেতন অবস্থায় মাগুরা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পর্যায়ক্রমে ফরিদপুর মেডিকেল ও ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সর্বশেষ সংকটাপন্ন অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা ব্যর্থ করে ৮ বছরের কন্যাশিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। জীবন ও জগৎ দেখার আগেই নিষ্পাপ একটি শিশুটির জীবনাবসান হয়।
শিশুসহ বিভিন্ন বয়সের নারী নানাভাবে সহিংসতার শিকার হচ্ছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুসন্ধানক্রমে প্রকাশিত প্রতিবেদনে ধর্ষণ সম্পর্কিত ভয়ানক চিত্র পাওয়া যাচ্ছে। বেসরকারি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদনে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত পাঁচ বছরে দেশে ৬ হাজার ৩০৫ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪৭১ জন ১৮ বছরের কম বয়সী। চলতি বছরের প্রথম দুই মাসে দেশে ধর্ষণের শিকার ১০৭ জন, যার মধ্যে ৬৬ জন শিশু।
দেশের সমাজ ব্যবস্থায় ধর্ষণ একটি চিহ্নিত সামাজিক অপরাধ। ধর্ষণ ও ধর্ষণের শাস্তির বিধানাবলি উল্লেখ আছে ১৮৬০ সালের ‘দণ্ডবিধি’র ৩৭৫ নম্বর ধারায়। তা ছাড়া বাংলাদেশে যৌন নিপীড়নমূলক আইন হচ্ছে ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (২০০৩ সালে সংশোধিত)’। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ নম্বর ধারায় ধর্ষণ সম্পর্কে বলা হয়েছে– ‘যদি কোনো পুরুষ বিবাহবন্ধন ব্যতীত ১৬ বছরের অধিক বয়সের কোনো নারীর সহিত তাহার সম্মতি ব্যতিরেকে বা ভীতি প্রদর্শন বা প্রতারণামূলকভাবে তাহার সম্মতি আদায় করিয়া অথবা ১৬ বছরের কম বয়সের কোনো নারীর সহিত তাহার সম্মতিসহ বা সম্মতি ব্যতিরেকে যৌন সঙ্গম করেন, তাহা হইলে তিনি উক্ত নারীকে ধর্ষণ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন।’
ধর্ষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইনে শাস্তির বিধান অত্যন্ত কঠিন। আইনের বিধানমতে– কেউ ধর্ষণের শিকার, ভিকটিম মারা গেলে, দলগত ধর্ষণের শিকার ও ধর্ষণের চেষ্টার জন্য পৃথক শাস্তির বিধান আছে। এ ক্ষেত্রে শাস্তির বিধান হচ্ছে– মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ও ১০-৫ বছর সাজা ইত্যাদি। দেশে ধর্ষণের অভিযোগে অনেক মামলা হয়। কিন্তু দায়েরকৃত মামলা যথাসময়ে সম্পন্ন হয় না। সাক্ষীর অনুপস্থিতি, বিলম্বে প্রতিবেদন পেশ, বাদীর সময় প্রার্থনাসহ বিবিধ কারণে বিচারিক প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। ফলে ধর্ষণের শাস্তির গতি খুবই মন্থর।
সাম্প্রতিক বাংলাদেশে শিশু ধর্ষণ অন্যতম সামাজিক ব্যাধি। ধর্ষণের শিকার শুধু কন্যাশিশু নয়, ছেলে শিশুরাও। শিশুদের প্রতি বর্বর যৌনাচরণ বর্তমান সমাজের একটি নগ্ন রূপ। আতঙ্কের বিষয়, বেশির ভাগ শিশু যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার হচ্ছে পরিচিতজনের হাতেই। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক নিবন্ধ অনুযায়ী, প্রায় ৮৫ শতাংশ ক্ষেত্রে নির্যাতনকারী শিশুর পরিচিত ও নিকটাত্মীয়। শিশুদের প্রতি পুরুষদের যৌন ইচ্ছা অনুভূত হচ্ছে কেন? চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, এরূপ পুরুষরা ‘পিডোফাইল’ হিসেবে অভিহিত। পিডোফাইলদের চিহ্নিত করতে হবে এবং তাদের লোলুপ দৃষ্টি থেকে শিশুদের সুরক্ষায় অধিকতর সতর্ক হতে হবে।
ধর্ষণ একটি ঘৃণ্য মানবাচরণ। দেশে যৌনবাদের উত্থানে বিব্রত গোটা সমাজ ব্যবস্থা। কুরুচিপূর্ণ মানুষ প্রবৃত্তির তাড়নায় অশ্লীল পথ অবলম্বন করছে। আজ নারী, কিশোরী, কন্যাশিশু এমনকি ছেলেশিশুও যৌন নিপীড়কদের শিকার হচ্ছে। ধর্ষকরা সমাজের বর্ণচোরা। এসব হীনচরিত্রের ব্যক্তি সমাজ এবং সভ্যতার প্রতি আনুগত্যশীল নয়। তারা সমাজের অগ্রযাত্রা ব্যাহত ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করে। তাই ধর্ষণ প্রতিরোধে দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকর করতে হবে। পরিবার, বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা জোরদার করতে হবে। যে কোনো নারীর শ্লীলতাহানি ও নিষ্পাপ শিশুর প্রতি বর্বরতায় গোটা সমাজ লজ্জিত হয়। এতে পারস্পরিক শ্রদ্ধা ও ব্যক্তিক মর্যাদা ক্ষুণ্ন হয়। সমাজে বসবাসকারী সবার প্রতি শোভন আচরণ এবং পারস্পরিক আস্থা জোরদার হোক।
মোহাম্মদ শাহী নেওয়াজ: অধ্যক্ষ, জাতীয় সমাজসেবা একাডেমি, ঢাকা
.উৎস: Samakal
কীওয়ার্ড: বছর র
এছাড়াও পড়ুন:
দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি দেশবাসী মেনে নেবে না: বাম গণতান্ত্রিক জোট
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গোপন বাণিজ্যচুক্তির’ খবরে গভীর উদ্বেগ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ জোটের নেতারা বলেছেন, দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি দেশবাসী মেনে নেবে না। একই সঙ্গে জনগণের সামনে চুক্তির খসড়া প্রকাশ এবং তাদের সম্মতি ছাড়া কোনো চুক্তি না করার আহ্বান জানানো হয়।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এর আগে সকাল ১০টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে জোটের এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাম জোটের নেতারা বলেছেন, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, তথাকথিত ‘ছাড়’-এর বিপরীতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম ও এলএনজি কিনতে হবে, ২৫টি বোয়িং বিমান কিনতে হবে। ১১০টি মার্কিন পণ্যকে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে হচ্ছে এবং বাংলাদেশের গভীর সমুদ্রের খনিজসম্পদের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ তৈরি হচ্ছে, যা নিয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে।
নেতারা আরও বলেন, অন্যান্য দেশের সঙ্গে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক সীমিত করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও ভূরাজনৈতিক সমঝোতা জোরদার করা হচ্ছে বলেও শোনা যাচ্ছে। এতে করে দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বাধীনতা এবং কূটনৈতিক ভারসাম্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। এসব বিষয় পরিষ্কার করার দায়িত্ব সরকারের। অবিলম্বে চুক্তি প্রকাশ করে জনগণের সংশয় সরকারকেই দূর করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)। আলোচনায় অংশ নেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সাত্তার, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আবদুল আলী, সাধারণ সম্পাদক বাবুল মোল্ল্যা, সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদের সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেন নান্নু।
এ ছাড়া ৫ আগস্ট গণ–অভ্যুত্থান দিবসে বিকেল সাড়ে চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাম গণতান্ত্রিক জোট সমাবেশ করবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।