বৃষ্টিভেজা নাটকীয় ম্যাচে রিশাদের দারুণ বোলিং
Published: 5th, May 2025 GMT
টানা তিন ম্যাচ একাদশের বাইরে থাকার পর অবশেষে ফিরেই আলো ছড়িয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে তার সুনিপুণ বোলিং সত্ত্বেও লাহোর কালান্দার্সকে হারের মুখ দেখতে হয়েছে করাচি কিংসের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত এক থ্রিলারে।
১৫ ওভারে সীমিত ম্যাচে ব্যাট হাতে লাহোর তোলে ৫ উইকেটে ১৬০ রান। কিন্তু বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস নিয়মে করাচির সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রান। রানের দৌড় শুরু করেই উদ্বোধনী জুটিতে ৪০ রান যোগ করেন ডেভিড ওয়ার্নার ও টিম সেইফার্ট। দুজনেই ঝড়ো ২৪ রান করে ফিরলে খেলায় উত্তেজনার ছোঁয়া আনেন রিশাদ।
তার প্রথম ওভারে ইংলিশ ব্যাটার জেমস ভিন্সকে ১২ রানে বিদায় করেন সিকান্দার রাজার হাতে ক্যাচ বানিয়ে। ওই ওভারে মাত্র ৭ রান খরচ করেন রিশাদ। তবে দ্বিতীয় স্পেলে খানিকটা ব্যয়বহুল ছিলেন, সাদ বেগ এক চার ও এক ছক্কায় ১৩ রান তুলে নেন।
আরো পড়ুন:
খালেদ শরিফুলদের বোলিং তোপে অল্প রানেই গুটিয়ে গেল নিউ জিল্যান্ড
‘এ’ দলে ৩৬ উইকেট পাওয়া পেসার এনামুল
শেষ ওভারে ফিরে আবার নিয়ন্ত্রণে ফেরেন ২২ বছর বয়সী এই লেগি, দেন মাত্র ৮ রান। ম্যাচজুড়ে তার বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট।
সেই মুহূর্তে লাহোর বেশ ভালো অবস্থানে থাকলেও শেষ দিকে হারিস রউফের ১৪তম ওভারে ২০ রান খরচ হয়ে যায়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। যদিও মিচেল নবিকে আউট করে আবার খানিকটা আশার আলো জাগান। শেষ ৫ বলে দরকার ছিল মাত্র ৭ রান, যা সহজেই তুলে নেন ইরফান খান নিয়াজি। ২১ বলে অপরাজিত ৪৮ রানের এক ঝড়ো ইনিংস খেলে ম্যাচ শেষ করেন তিনি।
এর আগে, লাহোরের হয়ে ফখর জামান করেন ৫১, মোহাম্মদ নাইম যোগ করেন ৬৫ এবং আব্দুল্লাহ শফিকের ব্যাট থেকে আসে ১৮ রান। করাচির হয়ে আব্বাস আফ্রিদি একাই শিকার করেন ৪টি উইকেট। বাকিদের মধ্যে মীর হামজা, হাসান আলী ও আমের জামাল নেন একটি করে উইকেট।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ