টানা তিন ম্যাচ একাদশের বাইরে থাকার পর অবশেষে ফিরেই আলো ছড়িয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে তার সুনিপুণ বোলিং সত্ত্বেও লাহোর কালান্দার্সকে হারের মুখ দেখতে হয়েছে করাচি কিংসের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত এক থ্রিলারে।

১৫ ওভারে সীমিত ম্যাচে ব্যাট হাতে লাহোর তোলে ৫ উইকেটে ১৬০ রান। কিন্তু বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস নিয়মে করাচির সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রান। রানের দৌড় শুরু করেই উদ্বোধনী জুটিতে ৪০ রান যোগ করেন ডেভিড ওয়ার্নার ও টিম সেইফার্ট। দুজনেই ঝড়ো ২৪ রান করে ফিরলে খেলায় উত্তেজনার ছোঁয়া আনেন রিশাদ।

তার প্রথম ওভারে ইংলিশ ব্যাটার জেমস ভিন্সকে ১২ রানে বিদায় করেন সিকান্দার রাজার হাতে ক্যাচ বানিয়ে। ওই ওভারে মাত্র ৭ রান খরচ করেন রিশাদ। তবে দ্বিতীয় স্পেলে খানিকটা ব্যয়বহুল ছিলেন, সাদ বেগ এক চার ও এক ছক্কায় ১৩ রান তুলে নেন।

আরো পড়ুন:

খালেদ শরিফুলদের বোলিং তোপে অল্প রানেই গুটিয়ে গেল নিউ জিল্যান্ড

‘এ’ দলে ৩৬ উইকেট পাওয়া পেসার এনামুল

শেষ ওভারে ফিরে আবার নিয়ন্ত্রণে ফেরেন ২২ বছর বয়সী এই লেগি, দেন মাত্র ৮ রান। ম্যাচজুড়ে তার বোলিং ফিগার দাঁড়ায় ৩ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট।

সেই মুহূর্তে লাহোর বেশ ভালো অবস্থানে থাকলেও শেষ দিকে হারিস রউফের ১৪তম ওভারে ২০ রান খরচ হয়ে যায়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। যদিও মিচেল নবিকে আউট করে আবার খানিকটা আশার আলো জাগান। শেষ ৫ বলে দরকার ছিল মাত্র ৭ রান, যা সহজেই তুলে নেন ইরফান খান নিয়াজি। ২১ বলে অপরাজিত ৪৮ রানের এক ঝড়ো ইনিংস খেলে ম্যাচ শেষ করেন তিনি।

এর আগে, লাহোরের হয়ে ফখর জামান করেন ৫১, মোহাম্মদ নাইম যোগ করেন ৬৫ এবং আব্দুল্লাহ শফিকের ব্যাট থেকে আসে ১৮ রান। করাচির হয়ে আব্বাস আফ্রিদি একাই শিকার করেন ৪টি উইকেট। বাকিদের মধ্যে মীর হামজা, হাসান আলী ও আমের জামাল নেন একটি করে উইকেট।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। 

তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ