ঝিনাইদহে মাদক মামলায় গ্রেপ্তার দম্পতি আদালতে
Published: 5th, May 2025 GMT
ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৫ মে) তাদের আদালতে পাঠানো হয় বলে জানান কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার।
রবিবার (৪ মে) রাতে উপজেলার বলিদাপাড়া এলাকা থেকে ওই দম্পতি গ্রেপ্তার হন।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মহিষাহাটি গ্রামের শাহাজান খানের ছেলে শাহারিয়ার খান (৩০) এবং তার স্ত্রী রত্না বেগম (২৬)।
আরো পড়ুন:
শিশু ধর্ষণ মামলায় জামালপুরে একজনের যাবজ্জীবন
ঢাবির সাবেক ২ উপাচার্যসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা
ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলিদাপাড়া এলাকার মোবারকগঞ্জ চিনিকলের সার গোডাউনের পাশে অভিযান চালায় পুলিশ। এ সময় এক পুরুষ ও এক নারীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা জব্দ হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা স্বামী-স্ত্রী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বিএনপির আস্থায় দুই বেয়াই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা
পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময়
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।
গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব