১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
Published: 5th, May 2025 GMT
গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ‘বি’ ইউনিটের পাসের হার ৪৬ দশমিক ৭৯ শতাংশ। শিক্ষার্থীরা https://gstadmission.ac.bd ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবেন। আজ সোমবার (৫ মে) বিকেলে এ ফল প্রকাশ করা হয়।
গত শুক্রবার দেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন ও মানবিক শাখার ‘বি’ ইউনিটে আবেদন করেন ৭২ হাজার ৬২ জন। এ ছাড়া বাণিজ্য শাখার ‘সি’ ইউনিটের ২৩ হাজার ৬৪ জন ভর্তি–ইচ্ছুক। ‘সি’ ইউনিটের ফলাফল গত ২৮ এপ্রিল প্রকাশ করা হয়।
আরও পড়ুনজাপানের মেক্সট বৃত্তি, মাসে ১ লাখ ১৭ হাজার ইয়েন, একাদশ উত্তীর্ণ শিক্ষার্থীদেরও সুযোগ৯ ঘণ্টা আগেগুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের ফরম পূরণের সময় আবার বাড়ল৪ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউন ট র
এছাড়াও পড়ুন:
মদপান নিয়ে কথা-কাটাকাটি, টেকনাফে পান দোকানিকে গলা কেটে হত্যা
কক্সবাজারের টেকনাফে মদপান নিয়ে কথা-কাটাকাটি ও পূর্ব বিরোধের জেরে ইমদাদ হোসেন (৪৭) নামে এক পান দোকানিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইমদাদ একই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
আরো পড়ুন:
দিনাজপুরে টাকা চুরিকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা
বরিশালে বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার ৭
টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রায় বলেন, ‘‘বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি বিয়ের অনুষ্ঠানে মদপানকে কেন্দ্র করে ইমদাদ হোসেনের সঙ্গে আব্দুর রহমান নামের একজনের কথা-কাটাকাটি হয়। সেখান থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা ইমদাদকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে।’’
তিনি আরো বলেন, ‘‘ঘটনার পরপরই স্থানীয়রা কামাল হোসেন নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
নিহতের ছোট ভাই শামসু আলম অভিযোগ করে বলেন, “মদপান নিয়ে কথা-কাটাকাটি ও পূর্ব বিরোধের জেরে জালিয়াপাড়া এলাকার মৃত আব্দুস সালামের ছেলে কামাল হোসেন ও নুরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহমান, মো. ইসমাইল, মো. শফিক, মো. হামিদ, সৈয়দ আলমসহ আরো কয়েকজন মিলে আমার ভাইকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।”
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আসিফ আলভী বলেন, ‘‘ভোর ৫টার দিকে ইমদাদ হোসেনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।’’
ঢাকা/তারেকুর/রাজীব