গবেষণায় দক্ষতা বৃদ্ধিতে গোবিপ্রবি শিক্ষকদের নিয়ে কর্মশালা
Published: 5th, May 2025 GMT
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষকদের পাঠদানে উৎকর্ষতা ও গবেষণা কর্মে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
সোমবার (৫ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। আগামীকাল মঙ্গলবার (৬ মে) এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক মো.
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সোহেল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কেবল শিক্ষার্থীদের পড়ানো নয়, বরং দেশের জন্য আলোকবর্তিকা হয়ে ওঠা। বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদন ও বিতরণ করবে। যেখানে প্রধান ভূমিকা পালন করবেন শিক্ষকরা। এর জন্য শুধু দেশের গণ্ডিতে চিন্তা করলে চলবে না।”
তিনি বলেন, “বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই শিক্ষক হিসেবে দেশ ও জাতিকে কিছু দেয়া সম্ভব। কাজেই, নিজের মেধা ও মননের প্রতি আত্মবিশ্বাস থাকা জরুরি। আমরা যেন ভুলে না যাই, জাতি গড়ার কারিগর শিক্ষকরা তাদের নৈতিকতার ওপর দায়বদ্ধ।”
আইকিউএসি’র পরিচালক ও কর্মশালার মডারেটর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া জানান, পর্যায়ক্রমে সব শিক্ষককে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।
ঢাকা/রিশাদ/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।
২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।
দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।
বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান