গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষকদের পাঠদানে উৎকর্ষতা ও গবেষণা কর্মে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। 

সোমবার (৫ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। আগামীকাল মঙ্গলবার (৬ মে) এ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক মো.

রেজাউল করিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সোহেল হাসান বলেন, “বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কেবল শিক্ষার্থীদের পড়ানো নয়, বরং দেশের জন্য আলোকবর্তিকা হয়ে ওঠা। বিশ্ববিদ্যালয় জ্ঞান উৎপাদন ও বিতরণ করবে। যেখানে প্রধান ভূমিকা পালন করবেন শিক্ষকরা। এর জন্য শুধু দেশের গণ্ডিতে চিন্তা করলে চলবে না।”

তিনি বলেন, “বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই শিক্ষক হিসেবে দেশ ও জাতিকে কিছু দেয়া সম্ভব। কাজেই, নিজের মেধা ও মননের প্রতি আত্মবিশ্বাস থাকা জরুরি। আমরা যেন ভুলে না যাই, জাতি গড়ার কারিগর শিক্ষকরা তাদের নৈতিকতার ওপর দায়বদ্ধ।”

আইকিউএসি’র পরিচালক ও কর্মশালার মডারেটর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া জানান, পর্যায়ক্রমে সব শিক্ষককে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে।

ঢাকা/রিশাদ/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভারতের অপ্রমাণিত অভিযোগ এবং সিন্ধু পানিচুক্তি স্থগিতসহ একতরফাভাবে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সব পক্ষের সংযত থাকার ওপর গুরুত্বারোপ করেছেন। একই সঙ্গে উত্তেজনা প্রশমনে জোর দিয়েছেন তিনি।

উভয় পক্ষ পাকিস্তান–বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। নিয়মিত দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকের ওপর গুরুত্ব আরোপ করেছেন তাঁরা। আঞ্চলিক ও বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেছেন তাঁরা।

গত বছর ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতি পেয়েছে। গত মাসে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ঢাকা সফর করেন। সে সময় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরের দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল। ২৭ এপ্রিল তাঁর ঢাকায় আসার কথা ছিল।

কিন্তু ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত–পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এর দুই দিন পর ইসহাক দারের ঢাকা সফর স্থগিতের কথা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। দুই পক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে।

সম্পর্কিত নিবন্ধ