শেরপুরের নালিতাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে রবিউল ইসলাম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) রাত ৯ টায় নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শিশু রবিউল ইসলাম আন্ধারিয়াগোপ গ্রামের রেজাউল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হুমায়ুন আহমেদ নূর।
শিশুটির স্বজন ও স্থানীয়রা জানান, শিশু রবিউল রাত আনুমানিক আটটার দিকে বাড়িতে লিচু খাচ্ছিল। এসময় হঠাৎ লিচুর একটি বিচি গলায় আটকে যায়। এতে শ্বাসরোধ হয়ে ছটফট শুরু করে রবিউল। এর কিছুক্ষণ পর বিষয়টি টের পায় পরিবারের লোকজন। তারা বিচি বের করে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে ব্যর্থ হয়ে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু রবিউলকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.
নালিতাবাড়ী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গলায় বিচি আটকে মৃত্যুর ঘটনা শুনেছি।
ঢাকা/তারিকুল/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আমার জীবনটা ট্র্যাজেডিতে ভরা
ছবি: দীপু মালাকার