শেরপুরের নালিতাবাড়ীতে লিচুর বিচি গলায় আটকে শ্বাসরুদ্ধ হয়ে রবিউল ইসলাম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) রাত ৯ টায় নালিতাবাড়ী উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
শিশু রবিউল ইসলাম আন্ধারিয়াগোপ গ্রামের রেজাউল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হুমায়ুন আহমেদ নূর।
শিশুটির স্বজন ও স্থানীয়রা জানান, শিশু রবিউল রাত আনুমানিক আটটার দিকে বাড়িতে লিচু খাচ্ছিল। এসময় হঠাৎ লিচুর একটি বিচি গলায় আটকে যায়। এতে শ্বাসরোধ হয়ে ছটফট শুরু করে রবিউল। এর কিছুক্ষণ পর বিষয়টি টের পায় পরিবারের লোকজন। তারা বিচি বের করে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক করার চেষ্টা করে ব্যর্থ হয়ে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এসময় পথেই তার মৃত্যু হয়। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশু রবিউলকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নালিতাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.
নালিতাবাড়ী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, গলায় বিচি আটকে মৃত্যুর ঘটনা শুনেছি।
ঢাকা/তারিকুল/টিপু
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাংবাদিক হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
গাজীপুরের সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সাংবাদিক হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় গাজীপুরের কর্মরত সাংবাদিকরা দ্রুত সময়ের মধ্যে তাদের সহকর্মী আসাদুজ্জামান তুহিনকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানায়। তারা প্রকাশ্যে দিবালোকে গাজীপুরের জনবহুল চৌরাস্তা এলাকায় সন্ত্রাসীদের হামলার নিন্দা করেন। গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে বলেও জানান তারা।
এসময় সাংবাদিকরা গাজীপুরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও ছিনতাইকারীদের মদদদাতাদেরও চিহ্নিত করার দাবি তোলেন।
তারা বলেন, ঘটনার ১৭ ঘণ্টা অতিক্রম হলেও সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আসামিরা চিহ্নিত, তাদের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে। এরপরেও গ্রেপ্তার করতে না পারা প্রশাসনের ব্যর্থতা।
গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, চ্যানেলের সাংবাদিক ফজলুল হক মোড়ল, প্রথম আলোর সাংবাদিক মাসুদ রানা, মাছরাঙ্গা টেলিভিশনের ফারদিন ফেরদৌস, এটিএন বাংলার মাজহারুল ইসলাম মাসুম, ডিবিসির মাহমুদা শিকদার, দেশ রূপান্তরের আমিনুল ইসলাম, কালের কণ্ঠের শরীফ আহমেদ শামীম, যুগান্তরের শাহ শামসুল হক রিপন, নয়া দিগন্তের আজিজুল, রাইজিংবিডি ও প্রতিদিনের বাংলাদেশের রেজাউল করিমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
ঢাকা/রেজাউল/এস