শাহরুখের সরল স্বীকারোক্তি, এরকম নার্ভাস জীবনে কখনো হইনি
Published: 6th, May 2025 GMT
বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ের স্পন্ধন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এবারই প্রথম তিনি পা রেখেছেন ফ্যাশনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর মেট গালার লাল গালিচায়। তবে সেই মাহেন্দ্রক্ষণের আগে একান্ত সাক্ষাৎকারে কিং খান জানান, ‘এরকম নার্ভাস আমি আগে কখনো হইনি।’
অদম্য নায়ক, তিনি একাধিক পরিচয়ে পরিচিত। অভিনেতা, প্রযোজক, উদ্যোক্তা—যার সম্মিলিত পরিচয়ে গড়া হয়েছে শত শত মিলিয়ন ডলারের সম্পদের সাম্রাজ্য। তবু, দ্য নিউ ইয়র্ক টাইমসকে নিজের স্বভাব সম্পর্কে খোলামেলা স্বীকারোক্তি দিয়েছেন শাহরুখ। বলেছেন, ‘আমি আসলে খুবই লাজুক একজন মানুষ। মনে হচ্ছে এখনই পালিয়ে যাই।
মেট গালার রাতের জন্য শাহরুখকে সাজিয়েছেন ভারতের ডিজাইনার সব্যসাচী মুখার্জি। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মর্যাদাপূর্ণ মেট গালায় লাল কার্পেটে হেঁটে, যেন এক ইতিহাস লিখেছেন বলিউড বাদশা। ‘টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে, সব্যসাচী মুখার্জির পোশাক পরে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে আয়োজনে বিস্মিত করলেন কিং খান!
ডিজাইনারের মতে, শাহরুখ ‘তাসমানিয়ান সুপারফাইন উলের’ মেঝে পর্যন্ত দৈর্ঘ্যের লম্বা কোট পরেছিলেন। যার মনোগ্রাম করা ‘জাপানি হর্ন বোতাম’ ছিল এবং ‘দ্য বেঙ্গল টাইগার হেড ক্যান’ পরেছিলেন ১৮ ক্যারেট সোনায় তৈরি, ট্যুরমালাইন, নীলকান্তমণি, পুরানো খনি থেকে কাটা উজ্জ্বল হীরা।’
দ্য নিউ ইয়র্ক টাইমসকে শাহরুখ বলেন, ‘আমি সত্যিই জানি না আমার তারকাখ্যাতি কতটা। আমি সব সময় অভিনয় করি, কিন্তু লাল গালিচায় নিজের চরিত্রে না থাকা অস্বাভাবিক লাগবে।’
শাহরুখ খান এখন ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে। এখানে তার মেয়ে সুহানাও অভিনয় করছেন। আরও আছেন দীপিকা পাড়ুকোন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ফটিকছড়িতে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন না দেওয়ায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থকেরা। আজ শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে তাঁরা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। পুলিশের আশ্বাসে রাত আটটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ফটিকছড়ি সদরের বিবিরহাটে এক ঘণ্টা সড়ক অবরোধের পর নাজিরহাট ও হেঁয়াকোতে তিন দফায় বিক্ষোভ করেন কর্মী-সমর্থকেরা। তাঁরা অবিলম্বে সরোয়ার আলমগীরকে প্রত্যাহার ও আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এদিকে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ রাতে প্রথম আলোকে বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ করেন আজিম উল্লাহ বাহারের সমর্থকেরা। সমাবেশ শেষে মনোনয়নবঞ্চিত হওয়ায় তাঁর কর্মীরা সড়ক অবরোধ করেন। তিন শতাধিক কর্মী দুই স্থানে সড়কে বসে ছিলেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে আমরা গিয়ে সবাইকে বোঝালে অবরোধ তুলে নেন।’
উল্লেখ্য, চট্টগ্রামের ফটিকছড়িসহ ১৬ আসনের মধ্যে ১০টিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফটিকছড়ি আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরকে দলের প্রার্থী ঘোষণা করা হয়। এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারসহ পাঁচজন।