শাহরুখের সরল স্বীকারোক্তি, এরকম নার্ভাস জীবনে কখনো হইনি
Published: 6th, May 2025 GMT
বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ের স্পন্ধন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এবারই প্রথম তিনি পা রেখেছেন ফ্যাশনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর মেট গালার লাল গালিচায়। তবে সেই মাহেন্দ্রক্ষণের আগে একান্ত সাক্ষাৎকারে কিং খান জানান, ‘এরকম নার্ভাস আমি আগে কখনো হইনি।’
অদম্য নায়ক, তিনি একাধিক পরিচয়ে পরিচিত। অভিনেতা, প্রযোজক, উদ্যোক্তা—যার সম্মিলিত পরিচয়ে গড়া হয়েছে শত শত মিলিয়ন ডলারের সম্পদের সাম্রাজ্য। তবু, দ্য নিউ ইয়র্ক টাইমসকে নিজের স্বভাব সম্পর্কে খোলামেলা স্বীকারোক্তি দিয়েছেন শাহরুখ। বলেছেন, ‘আমি আসলে খুবই লাজুক একজন মানুষ। মনে হচ্ছে এখনই পালিয়ে যাই।
মেট গালার রাতের জন্য শাহরুখকে সাজিয়েছেন ভারতের ডিজাইনার সব্যসাচী মুখার্জি। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মর্যাদাপূর্ণ মেট গালায় লাল কার্পেটে হেঁটে, যেন এক ইতিহাস লিখেছেন বলিউড বাদশা। ‘টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে, সব্যসাচী মুখার্জির পোশাক পরে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে আয়োজনে বিস্মিত করলেন কিং খান!
ডিজাইনারের মতে, শাহরুখ ‘তাসমানিয়ান সুপারফাইন উলের’ মেঝে পর্যন্ত দৈর্ঘ্যের লম্বা কোট পরেছিলেন। যার মনোগ্রাম করা ‘জাপানি হর্ন বোতাম’ ছিল এবং ‘দ্য বেঙ্গল টাইগার হেড ক্যান’ পরেছিলেন ১৮ ক্যারেট সোনায় তৈরি, ট্যুরমালাইন, নীলকান্তমণি, পুরানো খনি থেকে কাটা উজ্জ্বল হীরা।’
দ্য নিউ ইয়র্ক টাইমসকে শাহরুখ বলেন, ‘আমি সত্যিই জানি না আমার তারকাখ্যাতি কতটা। আমি সব সময় অভিনয় করি, কিন্তু লাল গালিচায় নিজের চরিত্রে না থাকা অস্বাভাবিক লাগবে।’
শাহরুখ খান এখন ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে। এখানে তার মেয়ে সুহানাও অভিনয় করছেন। আরও আছেন দীপিকা পাড়ুকোন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।
শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’
ঢাকা/কাঞ্চন/রাজীব