বিশ্বজুড়ে কোটি ভক্তের হৃদয়ের স্পন্ধন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এবারই প্রথম তিনি পা রেখেছেন ফ্যাশনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ আসর মেট গালার লাল গালিচায়। তবে সেই মাহেন্দ্রক্ষণের আগে একান্ত সাক্ষাৎকারে কিং খান জানান, ‘এরকম নার্ভাস আমি আগে কখনো হইনি।’

অদম্য নায়ক, তিনি একাধিক পরিচয়ে পরিচিত। অভিনেতা, প্রযোজক, উদ্যোক্তা—যার সম্মিলিত পরিচয়ে গড়া হয়েছে শত শত মিলিয়ন ডলারের সম্পদের সাম্রাজ্য। তবু, দ্য নিউ ইয়র্ক টাইমসকে নিজের স্বভাব সম্পর্কে খোলামেলা স্বীকারোক্তি দিয়েছেন শাহরুখ। বলেছেন, ‘আমি আসলে খুবই লাজুক একজন মানুষ। মনে হচ্ছে এখনই পালিয়ে যাই।

মেট গালার রাতের জন্য শাহরুখকে সাজিয়েছেন ভারতের ডিজাইনার সব্যসাচী মুখার্জি। যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের মর্যাদাপূর্ণ মেট গালায় লাল কার্পেটে হেঁটে, যেন এক ইতিহাস লিখেছেন বলিউড বাদশা। ‘টেইলর্ড ফর ইউ’ এবং ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’ থিমে, সব্যসাচী মুখার্জির পোশাক পরে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে আয়োজনে বিস্মিত করলেন কিং খান!

ডিজাইনারের মতে, শাহরুখ ‘তাসমানিয়ান সুপারফাইন উলের’ মেঝে পর্যন্ত দৈর্ঘ্যের লম্বা কোট পরেছিলেন। যার মনোগ্রাম করা ‘জাপানি হর্ন বোতাম’ ছিল এবং ‘দ্য বেঙ্গল টাইগার হেড ক্যান’ পরেছিলেন ১৮ ক্যারেট সোনায় তৈরি, ট্যুরমালাইন, নীলকান্তমণি, পুরানো খনি থেকে কাটা উজ্জ্বল হীরা।’

দ্য নিউ ইয়র্ক টাইমসকে শাহরুখ বলেন, ‘আমি সত্যিই জানি না আমার তারকাখ্যাতি কতটা। আমি সব সময় অভিনয় করি, কিন্তু লাল গালিচায় নিজের চরিত্রে না থাকা অস্বাভাবিক লাগবে।’

শাহরুখ খান এখন ব্যস্ত তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে। এখানে তার মেয়ে সুহানাও অভিনয় করছেন। আরও আছেন দীপিকা পাড়ুকোন।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিশ্বের ৪ বিশ্ববিদ্যালয়ে ফুল ফাউন্ডেড স্কলারশিপ পেলেন বেরোবি শিক

বিশ্বের স্বনামধন্য চার বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী মাহামুদুল হাসান মেহেদী।

তিনি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মৃত মো. মোস্তাফিজার প্রধান ও কল্পনা দম্পতির একমাত্র সন্তান তিনি।

‎তিনি এসএসসিতে জিপিএ ৫.০০ ও এইচএসসি জিপিএ ৪.৫০ পেয়েছেন। প্রতিভার স্বাক্ষর রেখেছেন নিজ বিভাগেও। তিনি স্নাতকে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৬৪ পেয়েছেন। পরে ৭ স্কোর পেয়ে আইইএলটিএস সম্পন্ন করেন তিনি। এ পর্যন্ত তার ১২টি গবেষণাপত্র বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়।

আরো পড়ুন:

ফরিদপুরে টিটিসি শিক্ষার্থীদের বিক্ষোভ, অধ্যক্ষ অবরুদ্ধ

পঞ্চগড়ে যুবক খুন: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

‎এছাড়া আন্তর্জাতিক ও ন্যাশনাল সম্মেলনে পোস্টার উপস্থাপনা করেছেন চারবার। বেরোবি শিক্ষক অধ্যপক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলামের গবেষণ সহকারী কর্মরত তিনি।

‎তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সিডনি, মালেশিয়ার ইউনিভার্সিটি অফ তেরেঙ্গানু,‎থাইল্যান্ডের ইউনিভার্সিটি অফ থাম্মাসাত এবং টেস্ট টোকিও স্কলাশিপের অধীনে থাইলান্ডের ছয় বিশ্ববিদ্যালয়ে ফুল ফাউন্ডেড স্কলারশিপ পেয়েছেন। ‎তবে তিনি স্নাতকোত্তর ডিগ্রি জন্য ভর্তি হয়েছেন থাইল্যান্ডের ইউনিভার্সিটি অফ থাম্মাসাতের বায়োকেমিকেল ইন্জিনিয়ারিং বিভাগে।

‎এ বিষয়ে মাহামুদুল হাসান বলেন, “আমি মুলত তৃতীয় বর্ষ থেকে গবেষণার কাজ শুরু করি। এত কঠিন পরিশ্রমের পর যখন সফলতা এসেছে, তখন তো সবাই খুশি থাকে। শুক্রবার যখন নামাজ পড়ে ল্যাপটপটা চেক করে দেখি আমার স্কলারশিপের মেইল আসছে। তখনকার অনুভূতি বলে প্রকাশ করার মতো না।”

বেরোবি শিক্ষক ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম বলেন, “আমি খুবই খুশি। সে কঠোর পরিশ্রম করেছে। আমিও তাকে সাহায্য করেছি। এর ফলে সেই স্কলারশিপ পেয়েছে।”

উপাচার্য ড. মো. শওকত আলী বলেন, “প্রথমে তাকে অভিনন্দন জানাই। পাশাপাশি এ রকম উজ্জ্বল দৃষ্টান্ত অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও ছড়িয়ে পড়ুক। এটা আমি প্রত্যাশা করি।”

ঢাকা/সাজ্জাদ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ