ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। আজ বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে হ৮াজির হয়ে তিনি এ অভিযোগ করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলন করে বিষয়টি কথা বলেন শামীম হাসান। অভিনেতার দাবি, প্রিয়াঙ্কা তার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন বিষয়টি সঠিক নয়।

শামীম হাসান বলেন, ‘যিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন তিনি আগের লটেও আমার সঙ্গে কাজ করেছেন। আমাদের মধ্যে কোন শত্রুতা নেই। গত পরশুদিন থেকে এই লটের শুটিং শুরু হয়েছে। সেটে এসেই রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এসময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে সেটা কারো, শুটিং সেটে এসব চলবে না। শুধু এতোটুকুই।’

শুধু ধর্ষণের হুমকি নয়, শামীম হাসানের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও তুলেছেন প্রিয়াঙ্কা। এই বিষয়টি তুলে শামীম হাসান বলেন, ‘মাদক সেবনের অভিযোগ আরও গুরুতর। আমাদের দোলনচাঁপা শুটিং হাউসে সব জায়গায় সিটিটিভি আছে আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পাবে আমি মিডিয়া ছেড়ে দেবো।’

এছাড়া অভিনেত্রী গায়ে হাত তোলার বিষয়ে তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার আজ ১০ বছর হল। আমার অভিনয় জীবনে আমি কারও ওপর হাত তুলিনি। তাহলে তিনি এমন অভিযোগ করেন কী করে। আমার বাসায় আমার মা বোন আছে। এছাড়া আমি কদিন আগেই বিয়ে করেছি। বিবাহিত এই জীবনে এমন অভিযোগ যে একেবারেই মিথ্যা তা সবাই তো বুঝতে পাবরে।’

প্রশ্ন রেখে শামীম, ‘তিনি যদি সেক্সুয়ালি হ্যারেজমেন্টের শিকারই হয়ে থাকেন তাহলে এই ঘটনা ঘটবে আমাদের আনোয়ার ভাইয়ের সঙ্গে। কারণ, তিনি তার সঙ্গেই টিকটক করছিলেন। আমার সঙ্গে তো এমন ঘটনা ঘটনার কথা না। তাহলে তিনি আমার বিরুদ্ধে এই ধরণের অভিযোগ তুললেন কীভাবে?’

পরবর্তী পদক্ষেপ নিয়ে শামীম বলেন, ‘একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। একটা মিথ্যা বিষয় আমি কখনো ছেড়ে দেবো না। আগে আমার পরিবার, শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলে যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী শেলি আহসান, অভিনেতা ও নির্মাতা সহীদ উন নবীসহ শুটিং ইউনিটের অনেকে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ ম ম হ স ন সরক র

এছাড়াও পড়ুন:

বড়শিতে ২৩ কেজির পাঙ্গাস, সাড়ে ২৩ হাজারে বিক্রি

বরগুনার পাথরঘাটায় এক জেলের বড়শিতে সাড়ে ২৩ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে। 

শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কালমেঘা বাজারের স্লুইসগেট এলাকায় রিয়াজ হোসেন নামের ওই জেলের বড়শিতে এ মাছটি ধরা পড়ে।

জেলে রিয়াজ হোসেন জানান, প্রতিদিনের মতো আজ সকালেও স্লুইসগেটে বড়শি পেতে অপেক্ষা করছিলেন তিনি। দীর্ঘক্ষণ পর হঠাৎ বড়শিতে শক্ত টান অনুভব করলে বড় কোনো মাছ আটকে পড়েছে বুঝতে পারেন। বড়শি টেনে তুলতেই দেখা যায় বিশালাকৃতির একটি পাঙ্গাস মাছ।

পরে দুপুর ১২টার দিকে মাছটি বিক্রির জন্য স্থানীয় কালমেঘা বাজারে নিয়ে গেলে মৎস্য ব্যবসায়ী মো. রাজু মিয়া কেজি প্রতি ১ হাজার টাকা দরে মোট ২৩ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।

ব্যবসায়ী রাজু মিয়া বলেন, “পাঙ্গাসটির গুণগত মান ভালো হওয়ায় ঢাকায় দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি সম্ভব হবে বলে আশা করছি।”

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন রাইজিংবিডিকে বলেন, “সাগর ও নদীতে অবৈধ জালে মাছ শিকার পুরোপুরি বন্ধ করলে জেলেরা বড় বড় মাছ ধরতে পারবেন। যার উদাহরণ এই ২৩ কেজির পাঙ্গাস।”

ঢাকা/ইমরান/এস

সম্পর্কিত নিবন্ধ