পাকিস্তানে ভারতের হামলা, যা বললেন শচীন-শেবাগরা
Published: 7th, May 2025 GMT
কাশ্মীরের পেহেলগেম হামলার জবাবে মঙ্গলবার রাতে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত। যেটির নাম তারা দিয়েছেন ‘অপারেশন সিঁদুর’। এই সামরিক অভিযানে পাকিস্তানের ৭০ জনের বেশি নিহতের দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের দাবি বেসামরিক ২৬ জন মারা গেছে।
এর পাল্টা জবাবে রাতেই পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলায় অংশ নেওয়া ভারতের পাঁচটি জঙ্গি বিমান ভূপাতিত করেছে। এই ঘটনার পর ভারতের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটাররা প্রকাশ্যে সেনাবাহিনীর প্রশংসা করে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার লেখেন, ‘ঐক্যে নির্ভীক, শক্তিতে অসীম। ভারতের রক্ষাকর্তা হলো তার জনগণ। এই পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। আমরা সবাই ঐক্যবদ্ধ। জয় হিন্দ।’
সাবেক ওপেনার বীরেন্দর শেবাগ লেখেন, ‘ধর্মো রক্ষতি রক্ষিতঃ (যে ধর্মের রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে)। জয় হিন্দ কি সেনা।’
আরেক সাবেক ক্রিকেটার শিখর ধাওয়ান ইনস্টাগ্রামে বলেন, ‘যা বলা হয়েছিল, তা করে দেখানো হয়েছে। ন্যায় প্রতিষ্ঠিত। ভারত মাতা কি জয়!’
এছাড়া সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া, প্রজ্ঞান ওঝা এবং আইপিএলে খেলা কেকেআরের ও ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীও সেনাবাহিনীর সঙ্গে সংহতি প্রকাশ করেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আঠারোতে ইয়ামাল
ড্রাইভিং লাইসেন্সটা আজই হাতে পেয়ে যেতে পারেন, চাইলে আজ থেকেই তিনি স্পেনের শ্রম আইন মেনে রাত ১১টার পরও মাঠে খেলতে পারবেন। কেননা বার্সার ‘ওয়ান্ডার কিডস’ লামিনে ইয়ামাল যে আজই আঠারোতে পা রেখেছেন।
উদ্যম কৈশোর পেরিয়ে এখন তিনি দায়িত্বশীল যুবক। যদিও এরই মধ্যে ফুটবলবিশ্বকে তিনি তাঁর ফুটবলশৈলীতে মুগ্ধ করেছেন দায়িত্ব মাথায় নিয়েই। জীবনের এই স্মরণীয় বাঁকটি স্মৃতিময় করে রাখতে বড় ধরনের বার্থডে পার্টির আয়োজন করেছেন ইয়ামাল। স্পেনের ইবিজা সমুদ্রতটের কোনো এক জায়গায় বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে এই পার্টি করবেন তিনি।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর, বন্ধু তালিকায় এখনও কোনো ফুটবলারের নাম প্রকাশ করা হয়নি। তবে ইয়ামালের র্যাপার বন্ধুদের অনেকেই থাকছেন এই পার্টিতে। এরই মধ্যে ডমিনিকান র্যাপার সিঙ্গার এল আলফা ইয়ামালের জন্মদিনে ৪ লাখ ইউএস ডলারের একটি ডায়মন্ডখচিত স্বর্ণের চেইন উপহার দিয়েছেন।
তারকাদের মধ্যে বিজার্যাপ, ডুকি, ওজুনা ও ব্যাড জ্যালের নাম শোনা যাচ্ছে। তবে সবাইকে নাকি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মোবাইল ফোন ও ক্যামেরা জমা রেখে যেতে হবে নিরাপত্তারক্ষীদের কাছে। ছেলের এমন জমকালো বার্থডে পার্টিতে মা শিলা এবানা সতর্ক করে দিয়েছেন পার্টিতে যেন কোনো বাড়াবাড়ি না হয়, কোনো ড্রাগ যেন ওখানে না ঢোকে! মায়ের মন বলে কথা।