সিলেট বিআরটিএ অফিসে পাওয়া গেছে হকিস্টিক, ব্ল্যাংক চেক ও টাকা। টাকা না দিলে হকিস্টিক দিয়ে মারধর করা হত। যারা নগদ টাকা দিতে পারতেন না তারা দিতেন ব্ল্যাংক চেক। সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশনকে সামনে রেখে ঘুষ বাণিজ্যের অভিযোগে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব জিনিস উদ্ধার করে।

সম্প্রতি সিলেট বিআরটিএ অফিসে ৫০ কোটি টাকার ঘুষ বাণিজ্যে হয়েছে-এমন অভিযোগ উঠার পর বুধবার দুপুর থেকে বিকেলে পর্যন্ত সেখানে অভিযান পরিচালনা করে দুদক।

দুদক সিলেট সমন্বিত আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন সমকালকে জানিয়েছেন, কমিশনের নির্দেশনামত অভিযান করা হয়। নতুন সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশনের নামে ঘুষ বাণিজ্য হচ্ছে- এমন অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা তারা পেয়েছেন। তিনি জানান, মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের রুম থেকে একটি প্রতিষ্ঠানে পাঁচটি ব্ল্যাংক চেক, তিনটি মোবাইল ফোন ও একটি হকিস্টিক এবং রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের কাছ থেকে পাঁচ হাজার টাকা উদ্ধার উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি নতুন সিএনজি অটোরিকশার পাঁচ হাজার রেজিস্ট্রেশন দেওয়া হবে-এমন খবর প্রচার করলে গাড়ি মালিক, শোরুম মালিকসহ পরিবহন শ্রমিক নেতারা যোগাযোগ শুরু করেন বিআরটিএ অফিসে। কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারি লাখ লাখ টাকা গ্রহণ করেন তাদের কাছ থেকে। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে আটকে যায় রেজিস্ট্রেশন প্রক্রিয়াও।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হক স ট ক য ন পর

এছাড়াও পড়ুন:

গ্রীণ স্কুল ক্যাম্পেইন চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে তরুনদের অংশগ্রহণে জিরো ওয়েস্ট বিগ্রেড স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে গ্রীণ স্কুল ক্যাম্পেইন চিত্রংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকালে স্কুল প্রঙ্গনে এ গ্রীণ স্কুল ক্যাম্পেই চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর উপপরিচালক এ এইচ এম রাসেদ।

উক্ত প্রতিযোগিতায় আশেপাশের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতায়। গ্রীণ স্কুল ক্যাম্পেইন ও প্লাস্টিক- ৩ এর উপর কর্মসূচী পালন করেন, দেলপাড়া গিয়াসউদ্দিন স্কুলের শিক্ষক, অভিভাবক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।
 

সম্পর্কিত নিবন্ধ