সিলেট বিআরটিএ অফিসে পাওয়া গেছে হকিস্টিক, ব্ল্যাংক চেক ও টাকা। টাকা না দিলে হকিস্টিক দিয়ে মারধর করা হত। যারা নগদ টাকা দিতে পারতেন না তারা দিতেন ব্ল্যাংক চেক। সিএনজি অটোরিকশার নতুন রেজিস্ট্রেশনকে সামনে রেখে ঘুষ বাণিজ্যের অভিযোগে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব জিনিস উদ্ধার করে।

সম্প্রতি সিলেট বিআরটিএ অফিসে ৫০ কোটি টাকার ঘুষ বাণিজ্যে হয়েছে-এমন অভিযোগ উঠার পর বুধবার দুপুর থেকে বিকেলে পর্যন্ত সেখানে অভিযান পরিচালনা করে দুদক।

দুদক সিলেট সমন্বিত আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন সমকালকে জানিয়েছেন, কমিশনের নির্দেশনামত অভিযান করা হয়। নতুন সিএনজি অটোরিকশার রেজিস্ট্রেশনের নামে ঘুষ বাণিজ্য হচ্ছে- এমন অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা তারা পেয়েছেন। তিনি জানান, মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনের রুম থেকে একটি প্রতিষ্ঠানে পাঁচটি ব্ল্যাংক চেক, তিনটি মোবাইল ফোন ও একটি হকিস্টিক এবং রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের কাছ থেকে পাঁচ হাজার টাকা উদ্ধার উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি নতুন সিএনজি অটোরিকশার পাঁচ হাজার রেজিস্ট্রেশন দেওয়া হবে-এমন খবর প্রচার করলে গাড়ি মালিক, শোরুম মালিকসহ পরিবহন শ্রমিক নেতারা যোগাযোগ শুরু করেন বিআরটিএ অফিসে। কিছু অসাধু কর্মকর্তা ও কর্মচারি লাখ লাখ টাকা গ্রহণ করেন তাদের কাছ থেকে। বিষয়টি সম্প্রতি জানাজানি হলে আটকে যায় রেজিস্ট্রেশন প্রক্রিয়াও।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: হক স ট ক য ন পর

এছাড়াও পড়ুন:

ঐকমত্য কমিশনের মেয়াদ আরো ১ মাস বাড়ল

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।

কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে সোমবার (১১ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। এই কমিশনের সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয় সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে।
১৫ অগাস্ট ঐকমত্য কমিশনের প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারিত ছিল। তার আগেই আরো এক মাস সময় বাড়ানো হলো।

কমিশনে সদস্য হিসেবে রয়েছেন- জনপ্রশাসন সংস্কার কমিশনের আইয়ুব মিয়া, পুলিশ সংস্কার কমিশন প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশন বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান।

কমিশন গত শুক্রবার জানিয়েছে, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ এবং জুলাই সনদ মানার বাধ্যবাধকতা নিশ্চিতে রাজনৈতিক দলের সঙ্গে আগামী সপ্তাহে তৃতীয় দফায় বসবে ঐকমত্য কমিশন।

ঢাকা/এএএম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ