অ্যালার্জি এমন একটি রোগ যা রোগীর শরীরে নানা রকম পরিবর্তন ঘটায়। এই রোগে আক্রান্ত ব্যক্তির ত্বকে চাকা, ত্বক লাল, চুলকানি দেখা দিতে পারে। এ ছাড়াও হতে পারে চোখ লাল, চোখে চুলকানি, শ্বাসকষ্ট কিংবা হাঁপানি। অ্যালার্জি থেকে নাক বন্ধ, নাক দিয়ে পানি পড়ার সমস্যা তৈরি হতে পারে। অ্যালার্জির মাত্রাতিরিক্ত প্রভাবে রোগী অচেতন হয়ে পড়তে পারেন। এই রোগ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবণ করা জরুরি। এ ছাড়া ঘরোয়া উপায়ে অ্যালার্জি কমানো সম্ভব।
ডা.
কখন খাবেন?
সকাল বেলায় ভরা পেটে এই পানীয়টি পান করতে হবে।
আরো পড়ুন:
ক্ষত থেকে যাদের শরীরে ‘ইনফেকশন’ হওয়ার ঝুঁকি বেশি
স্ক্যাবিস দীর্ঘস্থায়ী হলে শরীরে যেসব জটিলতা দেখা দিতে পারে
ডা. সৈয়দ গোলাম গাউস আশরাফী আরও বলেন, ‘‘এই পানীয়টি প্রতিদিন সকালে পান করলে এক সপ্তাহের মধ্যে এলার্জিজনিত চুলকানির মাত্রা কমে আসবে। ’’
উল্লেখ্য, অ্যালার্জি থেকে মুক্ত থাকার জন্য প্রতিরোধমূলক কিছু কাজ করতে হবে। যেসব বস্তুতে অ্যালার্জি রয়েছে, সেগুলোর সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। যেমন—রোগীর সাবানে অ্যালার্জি থাকলে বাসনকোসন, কাপড়চোপড় ধোয়ার সময় তিনি হাতে গ্লাভস পরে নেবেন। যার অলংকারে অ্যালার্জি, তিনি অলংকার ব্যবহার করা থেকে বিরত থাকবেন। আরও ভালো উপায় হলো যেসব বস্তুতে অ্যালার্জি, সেগুলোর তালিকা করে আপনি আপনার চিকিৎসককে জানাতে পারেন।
ঢাকা/লিপি
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পাকিস্তানে ভালোই আছেন রিশাদ ও নাহিদ, যুদ্ধের আঁচ লাগেনি তাঁদের জীবনযাত্রায়
কাশ্মীরের পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার জেরে নতুন করে যুদ্ধে জড়িয়েছে ভারত-পাকিস্তান। যেটার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও।
এ নিয়ে কাল উদ্বিগ্নতার কথা জানিয়েছে বিসিবি। কারণ, বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা যে পিএসএলে খেলতে এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন!
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনেও প্রশ্ন জেগেছিল, পাকিস্তানে রিশাদ ও নাহিদ কেমন আছেন। তবে আজ দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে রিশাদ যে দুটি পোস্ট দিয়েছেন, তা দেখার পর সবার স্বস্তির নিশ্বাস ফেলার কথা।
রিশাদ ঘণ্টা তিনেক আগে নিজের দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সব ঠিকঠাক চলছে! প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি।’ এক ঘণ্টা আগে রাওয়ালপিন্ডির জিমে নাহিদকে নিয়েও ছবি দিয়েছেন রিশাদ। যার ক্যাপশন, ‘ভ্রাতৃত্ব’। এই ছবিগুলো থেকেই স্পষ্ট, পাকিস্তানে নিরাপদেই আছেন তাঁরা।
ভারত–পাকিস্তান যুদ্ধের আঁচ লাগেনি রিশাদ–নাহিদের জীবনযাত্রায়