চট্টগ্রামে একই মালিকের দুইটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকশ’ শ্রমিক। আজ বৃহস্পতিবার সকালে নগরীর ইপিজেড ও নগরের খুলশী বেবি সুপার মার্কেট এলাকায় এ বিক্ষোভ করেন তারা। সকাল পৌনে ৯টার দিকে নগরীর দুই নম্বর গেট-অক্সিজেন সড়কের ফ্লাইওভারের মুখে অবস্থান নিয়ে বিক্ষোভ করে রহিমা গার্মেন্টেসের শ্রমিকরা। এতে অফিস-গামী লোকজন ও এসএসসি পরীক্ষার্থীরা আটকা পড়েন। 

দুই নম্বর গেট থেকে শুরু করে নগরীর বায়েজিদ বোস্তামী পর্যন্ত যানজট শুরু হয়ে যায়। এছাড়া সকাল সাড়ে ১০টা থেকে ইপিজেডের প্রধান ফটকে বিক্ষোভ করে থিআনিস অ্যাপারেলস লিমিটেডের কয়েক শ’ শ্রমিক। তবে তারা সড়ক অবরোধ করেনি। পোশাক কারখানা দুইটির ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান খান। রহিমা গার্মেন্টস নগরীর ষোলশহর হালকা শিল্প এলাকায় অবস্থিত। থিআনিস অ্যাপারেলস নগরীর ইপিজেডে অবস্থিত।

নগরীর বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নেওয়া রহিমা গার্মেন্টসের শ্রমিকরা জানান, তাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বারবার বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরিশোধ করা হচ্ছে না। বুধবার রাতে তারা জানতে পারেন; কারখানা থেকে মালামাল সরিয়ে ফেলা হচ্ছে। তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।

জানতে চাইলে খুলশী থানার এসআই এনামুল হক বলেন, ‘সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল শ্রমিকরা। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরে তারা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।’ 

এদিকে আজ সকাল সাড়ে ১০টা থেকে চট্টগ্রাম ইপিজেডের মূল ফটক বন্ধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন থিআনিস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। তবে তারা মূল সড়ক অবরোধ করেনি।  
চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুর রশীদ বলেন, ‘থিআনিস অ্যাপারেলসের কয়েকশ’ শ্রমিক মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন। মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আগামী সোমবার নাগাদ বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন।’ 

ইপিজেড থানার ওসি মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, ‘শ্রমিকরা ইপিজেডের ভেতরে মূল ফটকে কাছে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করছে। তারা মূল সড়কে আসেনি। তাই যান চলাচলে কোনো ধরণের ব্যাঘাত ঘটেনি।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ক ষ ভ কর ছ ন অবস থ ন ন নগর র

এছাড়াও পড়ুন:

‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ